ফ্রী ডেলিগেশন সার্ভিসের সর্বশেষ আপডেট।

in আমার বাংলা ব্লগ3 years ago

Polish_20211130_100841640.png

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আপনারা ইতিমধ্যেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি তে অনেকগুলো প্রজেক্ট বর্তমানে রানিং রয়েছে। যেগুলো ইউজারদের বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়ার জন্য চালু করা হয়েছিল। এমনই একটা প্রজেক্ট যেটি বিশেষ করে নিউ কমার্স দের জন্য বেশি হেল্পফুল, সেটি হচ্ছে ফ্রী ডেলিগেশন সার্ভিস। এই ফ্রী সার্ভিসটি আজ থেকে ৪৪ দিন আগে চালু করা হয়েছিল। ফ্রি ডেলিগেশন সার্ভিস এর মূল উদ্দেশ্য ছিল নতুনদের কিছু স্টিম পাওয়ার ডেলিগেশন করার মাধ্যমে তাদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে সাহায্য করা। একটি ব্র্যান্ড নিউ অ্যাকাউন্টে রিসোর্স ক্রেডিট (RC)কম থাকায় ওই অ্যাকাউন্টের ওনার চাইলেও অনেক বেশি কমেন্ট, পোস্ট করতে পারে না।

যে সকল ইউজার নিজেদের এঙ্গেজমেন্ট বাড়াতে ইচ্ছুক তাদেরকে ইতিমধ্যেই আমরা যথেষ্ট সাহায্য করতে পেরেছি। উদ্যোগটি গ্রহণ করার দিন থেকে আজ পর্যন্ত অনেকগুলো অ্যাপ্লিকেশন এসেছে । সেগুলো একাউন্টের মধ্যে থেকে রিভিউ করে যেগুলোকে ফ্রী এসপি ডেলিগেশন দেওয়া যায় বলে মনে করা হয়েছে শুধুমাত্র সেগুলোকেই ডেলিগেশন দেয়া হয়েছে ।

এ পর্যন্ত ১৫ জনকে ফ্রী ডেলিগেশন দেয়া হয়েছে। নিম্নে তাদের লিস্ট তুলে ধরা হলোঃ-

ক্রমিক নংনামডেলিগেটেড এসপির পরিমাণসময়
@kazi-raihan502021-10-19, 18:57
@tania69502021-10-17, 00:10
@sumon09502021-10-17, 09:52
@farhanshadik502021-10-17, 12:13
@rita135502021-10-17, 19:00
@oishi001252021-10-23, 20:50
@razzak00502021-10-26, 20:23
@saifulraju502021-10-20, 10:56
@shohel44502021-10-26, 22:04
১০@swagata21302021-10-30, 00:29
১১@neelandneel302021-11-03, 09:00
১২@sonia39502021-10-30, 00:29
১৩@farhanatonni252021-11-05, 21:15
১৪@md-ashik252021-11-05, 18:43
১৫@svshuvo402021-11-05, 09:40

যাদেরকে ফ্রী ডেলিগেশন দেয়া হয়েছিল তাদের প্রত্যেকের একাউন্ট আজ পুনরায় রিভিউ করা হয়েছে। যাদের এসপি অনেক বৃদ্ধি পেয়েছে বা যারা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে বা যারা যথেষ্ট এঙ্গেজমেন্ট করছে না তাদের থেকে ডেলিগেশন ক্যানসেল করে দেওয়া হয়েছে।

IMG_20211130_092422.jpg

যাদের অ্যাকাউন্টে এখনও ডেলিগেশন রয়ে গেছে তাদের লিস্ট নিম্নে তুলে ধরা হচ্ছে। এই অ্যাকাউন্ট গুলোতে পর্যাপ্ত এসপি হয়ে গেলে ফ্রী ডেলিগেশন তুলে নেয়া হবে।

ক্রমিক নংনামডেলিগেটেড এসপির পরিমাণসময়
@tania69502021-10-17, 00:10
@sumon09502021-10-17, 09:52
@kazi-raihan502021-10-19, 18:57
@sonia39502021-10-30, 00:29
@svshuvo402021-11-05, 09:40
@farhanatonni252021-11-05, 21:15

যাদের এসপি অনেক কম কিন্তু এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে চাচ্ছেন তারা এখনো ফ্রি ডেলিগেশনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়ম জানতে এই লিংকে ক্লিক করুন। পোস্ট লিংক আবেদন করার পর আমরা রিভিউ করে দেখব। যদি আপনি যোগ্য হন তাহলে ফ্রি ডেলিগেশন পাবেন। ধন্যবাদ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

ভাইয়া এটা আসলের চমৎকার একটা উদ্যোগ অনেকেই নতুন ইউজাররা পোস্ট এবং কমেন্ট করতে পারে না কারন তাদের পাওয়ার নাই, আমার বাংলা ব্লগ কমিউনিটি নতুন ইউজার দের ফ্রি ডেলিগেশন প্রদান করে কমেন্ট এবং পোস্ট করার সুযোগ দেয় এটা সত্যি কোনো কমিউনিটি করে না৷ ভালোবাসা আমার বাংলা ব্লগ কমিউনিটি এবং ভালোবাসা রইলো সকল এডমিন মহোদয়ের কাছে যারা এতো সুন্দর উদ্যোগ নিয়েছিলো।💓💓💓💓💓☘️☘️☘️

 3 years ago 

এটা আসলে সত্যিই চমৎকার একটি বিষয়। নতুন ব্যবহারকারীগণ যাতে তাদের এঙ্গেজমেন্ট এবং সঠিকভাবে পোস্ট করতে পারে সে ক্ষেত্রে রিসোর্স ক্রেডিট এর গুরুত্ব অপরিসীম। তবে এখানে রিসোর্স ক্রেডিট ঠিক রাখার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে যে বৃষ্টি পাওয়ার ডেলিগেশন দেওয়া হচ্ছে সেটি সত্যিই অনেক আনন্দের একটি বিষয়। যার মাধ্যমে নতুন ব্যবহারকারীগণ তাদের যথাযথ রিসোর্স ক্রেডিট এর মাধ্যমে এংগেজমেন্ট এবং সুন্দর পোস্ট করতে সক্ষম হবে।

আমার বাংলা ব্লগ সবসময় আমাদের পাশে আছে থাকবে এই প্রত্যাশা সবসময়। অনেক অনেক ভালোবাসা আমার বাংলা ব্লগ পরিবারের পক্ষ থেকে।।

আমার বাংলা ব্লগ যে সবসময় আমাদের পাশে আছে এটা তার একটা উদাহরণ। আমি যখন আমার পোস্ট বা কমেন্ট করতে পারছিলাম না। তখন আমাকে ডেলিগেশন দেওয়া হয়েছিল। যার জন্য আমি আমার কাজ খুব সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। না হলে হয়ত অনেক আগেই থেমে যেতে হত।
এটা নতুনদের জন্য খুবই উপকারী একটি উদ্যেগ।
ধন্যবাদ।

 3 years ago 

আমার বাংলা ব্লগ আমাদের কে সব সময় সাপোর্ট করে এটা তার বাস্তব উদাহরণ। এখানে আমাকে ৫০ এসপির পরিমাণ ডেলিগেশন দেওয়া হয়েছিল।এই জন্য আমি ও আমার বাংলা ব্লগ কে ভালোবাসি।

 3 years ago 

ফ্রী ডেলিগেশন সার্ভিস আমার বাংলা ব্লগের খুবই সুন্দর একটি উদ্যোগ। এর ফলে নতুনরা কাজ করার প্রতি অনেক বেশি উৎসাহ পায়। অনেক সময়ে এসপি কম থাকার কারণে নতুনরা কমেন্টস, পোষ্ট বা আপভোট করতে পারে না। ফ্রী ডেলিগেশন সার্ভিস এর ফলে অনেক নতুন ইউজার তার অ্যাক্টিভিটি বাড়াতে পারবে। শুভকামনা রইল সকলের জন্য।

 3 years ago 

ভাইয়া এই উদ্যোগটি ছিল সত্যি সুদুরপ্রসারী চিন্তার ফসল। আমি যখন স্টিমিট যোগদান করি তখন আমি কমেন্ট পোস্ট করতে বিভিন্ন ধরনের সমস্যার পড়তাম। যদিও সময় সাথে সাথে সেটা কাটিয়ে উঠেছে কিন্তু এখনো অনেকে প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হচ্ছে ।তবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের সাথে থাকার ফলে সেই ধরনের সমস্যা থেকে খুব দ্রুতই উত্তরণ হওয়া সম্ভব হচ্ছে। তবে আমি আশা করব এই প্রজেক্টটি সব সময় চালু থাকবে ।যাতে আমাদের কমিউনিটি তে সবাই ভালোবাসা বন্ধনে আবদ্ধ থাকবে। আমরা চাই আমাদের কমিউনিটি সবসময় একটি ইউনিক কমিউনিটি হোক।

 3 years ago 

আসলে ভাই আপনার উদ্যোগকে সাধুবাদ জানাই। কারণ আপনি খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগের মাধ্যমে যারা নতুন ইউজার তাদের কমেন্ট এবং পোস্ট করতে সমস্যা হবে না। আপনি খুবই সুন্দর এই উদ্যোগের মাধ্যমে অনেকেই অনেক বড় সুবিধা পেয়েছে। যার মাধ্যমে তারা পোস্ট এবং কমেন্ট ঠিকমত করতে পেরেছে।। এই সুযোগ সুধু আমার বাংলা ব্লগে রয়েছে। তাই আমার বাংলা ব্লগকে আমি খুব ভালোবাসি। আপনার জন্য রইল অনেক ভালোবাসা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া ডিলিগেশন করার জন্য আমি আমার প্রিয় ব্লগ। আমার বাংলা ব্লগ কমিউনিতে আমার এংগেজমেন্ট বৃদ্ধি করতে পেরেছি। ভাইয়া, আপনাদের এই উদ্যোগটি ভালো উদ্যোগ নিয়েছেন। যারা এসপি জন্য নিজের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারে না। তাদের জন্য খুবই উপকারী একটি উদ্যোগ নিয়েছেন আপনারা। এই উদ্যোগের জন্য আমি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পেরেছি কমিউনিটিতে। অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় দাদা এবং এডমিন ভাইয়াদের💐💐

 3 years ago 

ভাইয়া আমি আমার বাংলা ব্লগে আসার পর আমি অনেক কষ্ট করেছি। এবং দীর্ঘদিন আমি কোনো সাপোর্ট পাইনি। এবং কাউকে তেমন একটা জানতাম না। আর আমি যে এংগেজমেন্ট বাড়াবো তখন আমার কাছে সে পরিমাণ ষ্টিম ছিল না। তবুও আমি ধীরে ধীরে নিরলস পরিশ্রম করে মোটামুটি এখন কিছুটা শিখেছি। তবুও আমার বাংলা ব্লগ এবং কি আপনাদের গুণগান গেয়ে শেষ করা যাবে না। কারন আপনারা আমাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এখন নতুনদের জন্য আপনারা যে ফ্রি ডেলিগেশন সার্ভিসটি চালু করেছিলেন সত্যি এটা নতুনদের জন্য একটা সারপ্রাইজ। তাদের এংগেজমেন্ট বাড়ানোর জন্য এবং কিভাবে ভালো কিছু শিখার জন্য খুব একটা সুন্দর সিস্টেম চালু করেছে আমার বাংলা ব্লগ। আপনি অনেক সুন্দর করে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য ভালোবাসা অবিরাম।

 3 years ago 

এই উদ্যোগটি নিউ কামার্সদের জন্য অনেক বেশি ভালো একটি উদ্যোগ বলে আমি মনে করি। কারণ আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা সুন্দরভাবে বা অনেক ভালোভাবে কাজ করতে চাইছে তবে পারছে না। তাদের জন্য এই ফ্রি সার্ভিসটি অনেক উপকারে এসেছে বলে আমি মনে করি। সত্যিই খুব দারুন একটি কাজ করছেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 62030.77
ETH 3404.50
USDT 1.00
SBD 2.52