পুরী ভ্রমণ - পর্ব ০৪

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

কোনারক সূর্য মন্দির মিউজিয়ামটি সত্যি এক কথায় অসাধারণ ছিল । মূল মন্দির থেকে ভারত প্রত্নতত্ত্ব বিভাগ যাবতীয় মূর্তি এই মিউজিয়ামে সরিয়ে এনে সংরক্ষণ করেছে । উদ্দেশ্য মূর্তি পাচার ঠেকানো এবং মূর্তিগুলো অবিকৃত অবস্থায় সংরক্ষিত রাখা । সেই সাথে গবেষণার কাজে সঠিকভাবে লাগানো ।

এই মিউজিয়ামটিতে বেশ বড় বড় ৮টা হলঘরে সূর্য মন্দির থেকে সংগৃহীত যাবতীয় মূর্তি সংরক্ষণ করা হয়েছে । মোট মূর্তি সংখ্যা আড়াইশোর অধিক । আমাদের হাতে একদমই সময় ছিল না । তাই, ভালো করে মূর্তি গুলো পর্যবেক্ষণের না পেয়েছি সময়, আর না পেরেছি সেগুলোর সঠিক ফোটোগ্রাফি করতে । এরই মধ্যে স্বল্পসংখ্যক মূর্তির ফটো তুলতে পেরেছি শুধু । আর প্রজেকশন রুমে একটা শর্ট ডকুমেন্টারি ফিল্মের মিনিট পাঁচেক দৃশ্য দেখতে পেরেছি ।

কোনারকের সূর্য মন্দিরের বয়স প্রায় ১৪০০ বছর । গ্রানাইট আর বেলে পাথর কেটে কেটে এই সুবিশাল এই মন্দিরটি নির্মাণ করেন মহারাজ নরসিংহদেব । সূর্যদেবের রথের আদলে তৈরী বিশাল এই মন্দিরটি এখন ধ্বংসপ্রাপ্ত । এর পাথরের তৈরী সুবিশাল ঘোড়ার সাতটি মূর্তিই ধ্বংসপ্রাপ্ত । রথের চাকাগুলো যা কোনারক চক্র নামে সুপরিচিত সেগুলোও অর্ধভগ্ন । সূর্যদেবের মূল বিশাল মূর্তি অবলুপ্ত । এই মন্দিরটিতে মোট ১৯ বার ধংসকার্য চালনা করা হয় । প্রথম ধংসকার্য চালনা করেন স্বয়ং রাজা নরসিংহদেব, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন । এক মুসলিম মেয়েকে বিবাহ করার জন্য তৎকালীন ব্রাহ্মণ সমাজ তাকে জাতিচ্যুত করে । এ জন্য তিনি প্রতিহিংসামূলক অনেক কাজ করেন- তন্মধ্যে স্বীয় প্রতিষ্ঠিত সূর্য মন্দিরে ধংসযজ্ঞ অন্যতম ।

এছাড়াও কালাপাহাড় কর্তৃক ব্যাপকভাবে মন্দিরে লুন্ঠন কার্য ও ধ্বংস কার্য সম্পন্ন হয়েছিল । এরপরে তৎকালীন রাজা পুরুষোত্তমদেবের জেষ্ঠ্য পুত্র নরশিমাদেব কোনার্কের সূর্য মন্দির থেকে সূর্যদেবের সুবিশাল নান্দনিক বিগ্রহটি পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান । মারাঠা কর্তৃক পুরী অধিকৃত হলে আরো বেশ কয়েকবার কোনারক সূর্য মন্দির লুন্ঠিত হয় । মারাঠারা এই মন্দিরের প্রধান নাটমন্দিরটি ভেঙে গুঁড়িয়ে দেয় । এছাড়াও ততদিনে পর্তুগীজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোনারক সূর্য মন্দির শ্মশানে পরিণত হয় । পর্তুগীজ জলদস্যুরা সুযো মন্দিরের শীর্ষে অবস্থিত এর বিশাল শক্তিশালী চুম্বকটি ধ্বংস করে ফেলে ।


কোনারক সূর্য মন্দিরের পূর্ণাঙ্গ মডেল । বর্তমানে এই পূর্ণাঙ্গ রূপটি বিলুপ্ত । মন্দিরের শতকরা ষাট ভাগ ধ্বংসপ্রাপ্ত ও বিলুপ্ত ।
তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২৩
সময় : দুপুর ১২ টা ১০ মিনিট
স্থান : পুরী, উড়িষ্যা, ভারত ।


কোনারক সূর্য মন্দিরের বর্তমান মডেল । পূর্বের মন্দিরের চল্লিশভাগ মাত্র । বাকি ষাটভাগ ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে এখন সম্পূর্ণ বিলুপ্ত ।
তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২৩
সময় : দুপুর ১২ টা ১০ মিনিট
স্থান : পুরী, উড়িষ্যা, ভারত ।


কোনারক সূর্য মন্দিরের বিখ্যাত স্তম্ভ ।
তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২৩
সময় : দুপুর ১২ টা ১০ মিনিট
স্থান : পুরী, উড়িষ্যা, ভারত ।


কোনারক সূর্য মন্দিরের সূর্যদেবতার মূর্তি । দিনের বিভিন্ন সময়ের সূর্যদেবের বিভিন্ন রূপ - ঊষা, মধ্যাহ্ন আর স্বায়ংকাল ।
তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২৩
সময় : দুপুর ১২ টা ১৫ মিনিট
স্থান : পুরী, উড়িষ্যা, ভারত ।


মডেল : কোনারক সূর্য মন্দিরের কারুকার্যের কাজ চলছে । রাজা নরসিংহদেব কাজের তদারকি করছেন মহামন্ত্রীকে সঙ্গে নিয়ে ।
তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২৩
সময় : দুপুর ১২ টা ১৫ মিনিট
স্থান : পুরী, উড়িষ্যা, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 2 years ago 

সময় এবং সুযোগ পেলে হয়তো আমরা ইতিহাসের আরো অনেক দৃশ্য দেখতে পেতাম, সত্যি নান্দনিক এবং নিখূঁত শিল্প কর্মের চমৎকার কিছু দৃশ্য দেখলাম। অনেক ধন্যবাদ দাদা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This is a great post @rme Dada.

I have long anticipated the episode 04 of the Puri trip as I knew it will be very wonderful and Interesting just like other episodes.

It is good to know that the idols in India was preserved so as to prevent smuggling.

And i am glad you enjoyed yourself in this episode, but I wonder if there will be a fifth episode.

I eagerly anticipate it Dada, thanks for sharing this with us

 2 years ago 

দাদা ১৪০০ বছরের পুরনো মন্দির নিয়ে বিস্তারিত ইতিহাস তুলে ধরেছেন চমৎকার পোস্টের মাধ্যমে। আর অজানা অনেক তথ্য জানতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে। বিশেষ করে বড় চৌম্বকটি ধ্বংসের ব্যাপারটা জানতে পারলাম আর পুরো মন্দির তারা তছনছ করে ফেলেছে। যাইহোক বেশ কষ্ট করে দুর্লভ সব ছবি উপহার দিয়েছেন বিস্তারিত লিখনীর মাধ্যমে। অনেক ধন্যবাদ দাদা তথ্যবহুল পোস্টটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

মূর্তিও পাচার হয়ে যায় দাদা! তার মানে মূর্তিগুলোর দাম অনেক ও মূল্যবান খুব! মেইন মন্দির থেকে তাহলে কোনারক সূর্য মন্দিরে সংরক্ষণ করা হয়েছে। তবে দাদা ১৯ বার ধ্বংসযজ্ঞের পিছনেও নিশ্চয় ইতিহাস রয়েছে। নয়তো এ মন্দির ধ্বংস করে তাদের লাভই বা কি! মন্দিরটি অনেক পুরনো ছিল তাহলে।

 2 years ago 

দাদা এত বছরের পুরনো মন্দির নিয়ে লিখেছেন বেশ ভালই লাগলো নতুন কিছু জানতে পেরে। মূর্তিগুলো দেখে বোঝা যাচ্ছে দেশ দামি । মন্দিরটি অনেকবার ধ্বংসের চেষ্টা করার পরেও অবশিষ্ট যে টিকে রয়েছে এটিই সত্যি বড় ব্যাপার। বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পুরী ভ্রমণের চতুর্থ পর্বে কোনারক সূর্য মন্দিরের বেশ কিছু ফটোগ্রাফি দেখলাম সত্যি অনেক ভালো লাগলো দেখে। স্বয়ং সূর্য দেবতার অনেক পুরনো মূর্তিগুলো দেখতে বেশ ভালো লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Sotti dekhar moto mondir, asa kori poroborti projonmo mondir er jototuku oboshisto ase seta thik thak vabe songrokkhito korbe.

 2 years ago 

প্রথম ধংসকার্য চালনা করেন স্বয়ং রাজা নরসিংহদেব, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন । এক মুসলিম মেয়েকে বিবাহ করার জন্য তৎকালীন ব্রাহ্মণ সমাজ তাকে জাতিচ্যুত করে । এ জন্য তিনি প্রতিহিংসামূলক অনেক কাজ করেন- তন্মধ্যে স্বীয় প্রতিষ্ঠিত সূর্য মন্দিরে ধংসযজ্ঞ অন্যতম ।

ভালোবাসার কাছে সবকিছুই তুচ্ছ । ব্যাপারটা আরও প্রমাণ পেলাম। ছবিগুলো যতটা উপভোগ করেছি, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তথ্যগুলো, ভাই।

বেশ উপভোগ করলাম ব্লগটি। শুভেচ্ছা রইল 🙏