এক গুচ্ছ অণুকবিতা "হৃদয় জুড়ে শ্রাবণ আমার, বৃষ্টি নামে অঝোর ধারায়"steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

_90e41d83-1d91-4db7-b24e-2bae7510168c.jfif

Image Created with AI, powered by DALL·E (Microsoft Bing)


এক গুচ্ছ অণুকবিতা "হৃদয় জুড়ে শ্রাবণ আমার, বৃষ্টি নামে অঝোর ধারায়"



💘


♡ ♥💕❤

(১)

হৃদয় জুড়ে শ্রাবণ আমার,
বৃষ্টি নামে অঝোর ধারায় ।
বৃষ্টি ঝরে দু'চোখ বেয়ে,
বৃষ্টি নামে তৃষিত ধরায় ।

শ্রাবণ দিনের মেঘলা দুপুর,
আকাশের আজ মন ভার।
বারি বর্ষণে ক্ষান্ত নাই,
আকাশ জুড়ে শুধুই আঁধার ।

অঝোর ধারায় ঝরছে বারি,
বেদনারই অশ্রু যেনো,
তোমার কাছে একটাই চাওয়া,
সুখের বদলে দুঃখ এনো ।

(২)

ঝড় উঠেছে, কালবৈশাখী ঝড়;
ঝড়ের উদ্দাম হাওয়ার বেগে
জীবন আমার তালপাতার মতো কাঁপছে।

আমি পরাজয়ের পথে,
উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই আর ।
আমার স্বপ্নকুটীরের প্রতিটা প্রদীপ আজ নির্বাপিত ।

কালবৈশাখীর উদ্দাম ঝোড়ো হাওয়ায়
আমার স্বপ্নকুটীর ভেঙে পড়েছে ।
এই উদ্দাম ঝোড়ো হাওয়ার সাথে
সংগ্রামে আজ আমি মৃত ।

(৩)

তোমার আকাশ আমার আকাশ,
একটিই আকাশ, তবু কী জানো ?
তোমার আকাশ হলো সুনীল আকাশ,
আমার আকাশ মেঘে ঢাকা কালো।
তোমার আকাশে বৃষ্টি যদি নামে কখনো
তবে তুমি বুঝে নিও,
আমার চোখের অশ্রুফোঁটাই তোমার আকাশে
অবিরত বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে ।

(৪)

বন্ধু আমার একেলা আকাশ,
মেঘলা বিকেল, এলো হাওয়া,
বৃষ্টি হয়ে ঝরবো তোমার চোখে ।

তোমার চোখেই দেখবো আকাশ,
সকাল, সাঁঝে, গভীর রাতে।
একাকীত্বের নির্জনতা
জড়িয়ে নেবো বুকে ।

তোমার হিয়ার গোপন ব্যথা,
নিজের করেই নেবো আমি,
দিলেম তোমায় কথা ।

উড়ছে হাওয়ায় সুখগুলি সব,
কান্না হয়ে জমছে দেখ আকাশপানে ।
বৃষ্টি ধারায় নামবে যখন ধরার পানে
সুখগুলি সব আসবে ফিরে একে একে ।

♡ ♥💕❤

------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ৩০ এপ্রিল ২০২৩

টাস্ক ২৫১ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : ce10d4880c4fdb0c2b9ff014290d4796f095547718a21de1b5fd1787259871b7

টাস্ক ২৫১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

দাদা চমৎকার কয়েকটি কবিতা উপহার দিয়েছেন আমাদের। আপনার কবিতা পড়ে হৃদয়ে শীতলতা অনুভব করলাম। আমরা যারা টুকটাক কবিতা লিখার চেষ্টা করছি তাদের জন্য এখানে শেখার অনেক কিছু রয়েছে।

 2 years ago 

দাদা অণুকবিতা গুলো খুব সুন্দর হয়েছে ৷ দারুণ লিখেছেন , কবিতা গুলো পড়ে আমার অনেক বেশি ভালো লাগলো ৷ সত্যিই মুগ্ধ করার মতো কিছু লাইন লিখেছেন ৷ অসম্ভব সুন্দর হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

দাদা অনুকবিতা শেয়ার করেছেন সবগুলো ই দারুন লেগেছে।তবে মন কেড়েছে প্রথমটা।কি সুন্দর ছন্দের মিল আর লাইনগুলো খুব দাগ কেটেছে মনে।হৃদয় জুড়ে শ্রাবণ আমার বৃষ্টি নামে অঝোর ধারায়। এককথায় অসাধারণ হয়েছে। 👌অনেক ধন্যবাদ দাদা সুন্দর কিছু অনুকবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা বৃষ্টি নিয়ে কয়েকটি চমৎকার অণু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। অণু কবিতা গুলো পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম দাদা। প্রতিটি অণু কবিতা এককথায় দুর্দান্ত হয়েছে।

তোমার আকাশ আমার আকাশ,
একটিই আকাশ, তবু কী জানো ?
তোমার আকাশ হলো সুনীল আকাশ,
আমার আকাশ মেঘে ঢাকা কালো।
তোমার আকাশে বৃষ্টি যদি নামে কখনো
তবে তুমি বুঝে নিও,
আমার চোখের অশ্রুফোঁটাই তোমার আকাশে
অবিরত বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে।

বিশেষ করে এই অণু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ এটা পড়ে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। যাইহোক দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রিয় দাদা, আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন আপনি। আসলে দাদা শ্রাবণের অঝোর ধারার মতো মানুষের চোখ দিয়েও বেদনার জল ঝরে। প্রিয় দাদা আপনার লেখা অনু কবিতাগুলোর মধ্যে নিচের চারটি লাইন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

তোমার চোখেই দেখবো আকাশ,
সকাল, সাঁঝে, গভীর রাতে।
একাকীত্বের নির্জনতা
জড়িয়ে নেবো বুকে ।

 2 years ago 

বাপরে বৃষ্টির দিন আসতে না আসতে এতগুলো অনু কবিতা বৃষ্টিকে নিয়ে লিখে ফেলেছেন। অসম্ভব সুন্দর হয়েছে দাদা। আসলে অনু কবিতার অনুপ্রেরণা আপনার কাছ থেকে পেয়েছি দাদা আপনার এত সুন্দর অনু কবিতা পড়তে অনেকও বেশি ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করি।

 2 years ago 

দারুন অনুকবিতা শেয়ার করেছেন । বৃষ্টির দিন নিয়ে লেখা প্রথম কবিতাটি বেশি ভালো লেগেছে । প্রতিটি লাইন বেশ চমৎকার ছিল ।শেষের টিও চমৎকার ।বেশ ভালো লাগল । ধন্যবাদ ।

 2 years ago 

উড়ছে হাওয়ায় সুখগুলি সব,
কান্না হয়ে জমছে দেখ আকাশপানে ।
বৃষ্টি ধারায় নামবে যখন ধরার পানে
সুখগুলি সব আসবে ফিরে একে একে ।

আহা! এরমই যেন হয়। বারি ধারার মতো সুখ ফিরে আসুক। মন ছুঁয়ে গেলো।