PUSS ইউটিলিটি হিসেবে আমাদের নতুন একটা সার্ভিস - STEEM ID খুব শীঘ্রই আসতে চলেছে

in আমার বাংলা ব্লগ25 days ago

Steem-id.png


আপনারা সকলেই জানেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। অর্থাৎ স্টিমিট প্ল্যাটফর্ম এর ডেভলপমেন্ট নিয়ে। তো আমরা আরও একটি বড় ডেভলপমেন্ট এনেছি। যেটা সম্পর্কে আসলে সকলেই জেনে খুব খুশি হবেন । আপনারা এখন চাইলে খুব সহজেই অফলাইনের মাধ্যমে স্টিমিট এ আইডি ক্রিয়েট করতে পারবেন তাও খুব সহজেই।

স্টিমিট আইডি তৈরি করা অর্থাৎ নতুন আইডি তৈরি করা বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার ছিলো এতোদিন। তো সেটাকে আমি অনেকটা সহজ করার চেষ্টা করেছি। আপনারা এখন খুব সহজেই স্টিমিট আইডি ওপেন করতে পারবেন। কারণ কেউ যখন নতুন আইডি সম্পর্কে জানতে পারে এবং নতুন আইডি কিংবা নতুন অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে। তখন আসলে তাকে অনেক বেগ পেতে হয়। যেটা এই STEEM ID এর মাধ্যমে একেবারেই পেতে হবে না। অর্থাৎ খুব সহজেই অ্যাকাউন্ট করা যাবে।

এখানে আরো কিছু কাজ বাকি রয়েছে। ধীরে ধীরে সকল কিছু করা হবে এবং এখন আসলে কেউ যদি কাউকে এই স্টিমিট প্ল্যাটফর্মে আনতে চান।সে সাথে যদি বাইরের কেউ আমাদের এখানে জয়েন করতে চায়।তাহলে খুব সহজেই অ্যাকাউন্ট করতে পারবে এবং স্টিমিটে এক্সেস করতে পারবে। যার মাধ্যমে স্টিমিট আরও বেশি পপুলার হবে। কারণ স্টিমিটে অনেকেই আসতে চায় না শুধুমাত্র একাউন্ট করা অনেক বেশি ঝামেলার এবং কষ্টসাধ্য বলে।

আশা করছি এখন আর সেই কষ্ট হবে না। আর এটা যে খুব সহজে অফলাইনে একাউন্ট ক্রিয়েট করা যাবে তা নয় অফলাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণে অর্থাৎ অ্যাকাউন্ট জেনারেট করার কারণে সিকিউরিটি টা অনেক বেশি স্ট্রং থাকবে। অর্থাৎ পাসওয়ার্ড হ্যাক হওয়ার কিংবা কোথাও কেউ অ্যাক্সেস পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যার কারণে আমাদের সকল অ্যাকাউন্ট আরো বেশি সিকিউর থাকবে এবং আমরা আরো সিকিউরিটি মেইনটেইন করে কাজ করতে পারবো। যেটা অনেক বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করি। কারণ অনলাইনে আমরা যখন কোনো কিছুতে কোনো একাউন্ট ক্রিয়েট করি। তখন সেটাতে অন্য কারো এক্সেস পাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে, যেটা এখানে থাকছে না। আর সেই সাথে খুব সহজে একাউন্ট করার ব্যাপারটি তো রয়েছেই। অর্থাৎ STEEM ID দিয়ে একাউন্ট জেনারেট করলে ওই আইডি সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে। যাইহোক, সকলেই আশা করছি চেক করবেন এবং কোনো যদি সমস্যা থেকে থাকে। তাহলে অবশ্যই জানাবেন, ধন্যবাদ।

Sort:  
 25 days ago 

দাদা আপনার প্রতিটি উদ্যোগ আমরা নিঃসন্দেহে সাধুবাদ জানাই। আমাদের নতুন একটা সার্ভিস - STEEM ID খুব শীঘ্রই আসতে চলেছে জেনে ভীষণ খুশি হলাম দাদা। যারা স্টিমিটে নতুন আসতে চায় তাদের একাউন্ট ওপেন করার কষ্টগুলো কমে যাবে। আশা করছি খুব শীঘ্রই আমাদের মাঝে সম্পূর্ণরূপে STEEM ID চলে আসবে। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

 25 days ago 

বাহ্ দারুণ একটি নিউজ শেয়ার করেছেন দাদা। আপনার প্রতিটি উদ্যোগ এককথায় অসাধারণ। স্টিমিট আইডি যদি খুব সহজে তৈরি করা যায়, তাহলে নিঃসন্দেহে বলা যায় স্টিমিট প্ল্যাটফর্ম আরও বেশি জনপ্রিয়তা লাভ করবে। যাইহোক এতো চমৎকার একটি নিউজ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।

 25 days ago 

বাহ দারুন একটি সুখবর দিয়েছেন দাদা। এতে আমাদের STEEM ID আরও বেশি সুরক্ষিত হবে এবং শক্তিশালী হবে এটা জেনে খুব ভালো লাগছে। তাছাড়া যারা স্টিমিট প্লাটফর্মে নতুন আসতে চাইবে তাদেরও কষ্ট কম হবে। দাদা আপনি সবসময়ই আমাদের কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে আসেন যা আমাদের জন্য খুবই উপকারী। ধন্যবাদ দাদা এমন ভালো একটি নিউজ শেয়ার করার জন্য।

 25 days ago 

এটা সকলের জন্য দারুণ এবং PUSS Utility র আরো একটা নতুন অধ্যায়ের সূচনা করবে, এই উদ্যোগটি দারুণভাবে জনপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ

 25 days ago 

এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ দাদা। আশা করি এই উদ্যােগ সবাই সদর গ্রহণ করবে এবং খুব সহজেই স্টিমিট আইডি খুলে এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পারবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

 25 days ago 

বেশ কিছুদিন আগে একটা আর্টিকেল পড়েছিলাম অফলাইনে একাউন্ট করা নিয়ে। যেটা সর্বশেষে ডিস্কোর্ডের মাধ্যমে আপনার কাছ থেকে একটিভ করে নিতে হবে। আজকের বিষয়টাও কি সেটারই আউগ্রেডেট ভার্সন?

নতুন কার্যকরী টুলস থাকাটা জরুরী। জেনে ভাল লাগলো যে সে রকম টুলস তৈরীতে আপনি সময় ও শ্রম ব্যয় করছেন।

 25 days ago 

নতুন STEEM ID ডেভেলপমেন্টের মাধ্যমে স্টিমিট প্ল্যাটফর্মে একাউন্ট তৈরির এই উদ্যোগটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ দাদা। এটি নতুন ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মে যোগদানকে সহজ এবং নিরাপদ করবে। বিশেষ করে অফলাইনে একাউন্ট তৈরির মাধ্যমে সিকিউরিটি বৃদ্ধি পাওয়া অত্যন্ত প্রশংসনীয়।

 24 days ago 

বাহ দারুন সুখবর। অফলাইনে স্টিমিট আইডি ক্রিয়েট করতে পারলে অনেক সুবিধা হবে। সেই সাথে আইডি হ্যাক হওয়ার ঝুকি কমে যাবে। আমাদের কে সুসংবাদটি দেওয়ার জন্য ধন্যবাদ।

 24 days ago 

দাদা আপনার প্রতিটি উদ্যোগই সুপার-ডুপার হিট। সব সময় তাক লাগানোর মত উদ্যোগগুলো নিয়ে থাকেন, আর সেটা আমাদের সকলের ভালোর জন্যই। আশা করছি এই প্রক্রিয়ায় যদি স্টিম আইডি খোলা যায় তাহলে অনেক সিকিউর হবে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

 24 days ago 

বেশ দারুন একটা উদ্যোগ দাদা। এখন আমরা যে কেউ চাইলে অন্যেকে খুব সহজেই স্টিমিট এ নিয়ে আসতে পারবো। অনেক বেশি লোকজন স্টিমিটে কাজ করার সুযোগ পাবে। এর ফলে স্টিমিট আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে। দারুন উদ্যোগের জন্য ধন্যবাদ দাদা।

New to Steemit?