SBD recovery case #1 : beneficiary rme [round 34]

This post is made for recovering lost SBD : 1470

Recovered so far : 1116.942 SBD


sbd-recovery নিয়ে কয়েকটি কথা


অনেকের মনে এই একাউন্টের কার্যক্রম নিয়ে প্রশ্ন জাগতে পারে তাই আজকের এই পোস্ট । বর্তমানে আমি @sbd-recovery একাউন্ট থেকে ডেইলি একটা করে পোস্ট করছি যার ১০০% পোস্ট বেনিফিশিয়ারি আমার নিজের একাউন্ট @rme তে সেট করা । এর অর্থ কি ? কেন এমনটা করছি ? এর কারণ আমি বিশদে ব্যাখা করেছি আমার এই পোস্টে দেখুন এখানে । Binance এক্সচেঞ্জে সিগ্নিফিক্যান্ট SBD লস্ট করার পরে সেটা এক্সচেঞ্জ সাইট থেকে কোনোক্রমেই পুনরুদ্ধার করতে সক্ষম না হয়ে আমার এই sbd-recovery প্রজেক্ট এর পরিকল্পনা করা ।


নিয়মাবলী


০১. @sbd-recovery একাউন্টের ওনারশিপ শুধুমাত্র আমার একার হলেও এই একাউন্ট থেকে করা কোনো পোস্টেই এক শতাংশও বেনিফিশিয়ারি এই একাউন্টে দেওয়া হবে না । এর অর্থ এই একাউন্ট এর কার্যক্রম সম্পূর্ণ নন-প্রফিটেবল ।

০২. শুধুমাত্র আমার বাংলা ব্লগের ভেরিফায়েড কোনো ইউজার বা অ্যাডমিন/মডারেটরদের মধ্যে কেউ যদি ভুল করে কখনো কোনো এক্সচেঞ্জ সাইটে STEEM ডিপোজিট করতে গিয়ে SBD ডিপোজিট করে ফেলেন এবং সেই SBD আর কখনোই সেই এক্সচেঞ্জ সাইট থেকে পুনরুদ্ধার করতে সক্ষম না হন তবেই তিনি @sbd-recovery একাউন্টে পোস্ট করার অনুমতি পাবেন ।

০৩. sbd-recovery একাউন্টে প্রতি ২৪ ঘন্টায় সর্বোচ্চ দু'টি পোস্ট করা যাবে, তার অন্যথা কখনোই করা যাবে না ।

০৪. একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে একটানা একজন ব্যক্তি সর্বোচ্চ ১০০ দিন পোস্ট করতে পারবেন । এর বেশি কখনো নয় ।

০৫. একজন ব্যক্তির SBD রিকভারির উর্ধসীমা : ২,০০০ SBD, এর অধিক SBD রিকোভারি করা পসিবল নয় ।

০৬. একজন ব্যক্তির SBD রিকোভারি চলাকালীন অন্যজন ব্যক্তি কখনোই এই আইডিতে পোস্ট করতে পারবেন না । তাঁকে চলমান রিকোভারি প্রসেস শেষ না হওয়া অব্দি wait করতে হবে ।

০৭. sbd-recovery একাউন্টে সম্পূর্ণ নিজের মৌলিক লেখা দিতে হবে । এবং সেই লেখাটি সম্পূর্ণ steem exclusive হতে হবে, অর্থাৎ, পূর্বে এই লেখা অন্য কোথাও প্রকাশিত হলে চলবে না ।

০৮. sbd-recovery একাউন্টে প্রকাশিত লেখাটি শতভাগ স্প্যাম ফ্রী, শতভাগ প্লাগিয়ারিজম ফ্রী এবং শতভাগ কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট ফ্রী হতে হবে ।

০৯. sbd-recovery একাউন্ট থেকে প্রকাশিত সকল পোস্টেই আপনাকে বাধ্যতামূলক ১০% shy-fox বেনিফিশিয়ারি দিতে হবে, নতুবা পোস্টটিতে কোনো সাপোর্ট দেওয়া হবে না ।

১০. আমার বাংলা ব্লগের ভেরিফায়েড কোনো ইউজার বা অ্যাডমিন/মডারেটর ভিন্ন আর কেউ যদি SBD রিকোভারীর জন্য @sbd-recovery একাউন্টে পোস্ট করার জন্য আবেদন করেন তবে তাঁকে বাধ্যতামূলক ১০% shy-fox বেনিফিশিয়ারি, বাধ্যতামূলক ৫% abb-school বেনিফিশিয়ারি এবং বেনিফিশিয়ারি ১০% amarbanglablog বেনিফিশিয়ারি দিতে হবে ।


Sort:  
 22 days ago 

দাদা আপনি সবসময়ই চমৎকার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এই পোস্টের মাধ্যমে পুরো বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলাম। আশা করি এই পোস্টটি পড়লে, প্রতিটি ইউজার এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবে। এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে অনেকেই উপকৃত হবে বলে মনে করি। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 22 days ago 

অনেক ধন্যবাদ দাদা, পুরো বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আশা করছি এর পর আর কারো মনে কোন প্রশ্ন থাকবে না।

 22 days ago 

খুব আশা নিয়ে এই একাউন্টটি চেক করতে এসেছিলাম গল্পটির নতুন পর্ব পড়ার জন্য। এই পোস্টটি দেখে শুরুতে কিছুটা হতাশ হলেও পোস্ট পড়েববেশ ভালো লাগলো। বিস্তারিত ভাবে সব কিছু লিখা। তাছাড়া আমার বাংলা ব্লগের ইউজারদের জন্য নতুন একটি উদ্যোগ। আশা করি এমন ভুল করলে এই একাউন্টের মাধ্যমে সে তার sbd তুলে নিতে পারবে। ধন্যবাদ দাদা আমাদের নিয়ে এত ভাবার জন্য।

 22 days ago 

খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন দাদা। আশা করি সকলেই বুঝতে পেরেছেন।

@rme দাদা আমার দ্বারা একটি ভুল হয়ে গিয়েছে, আমি স্টিম ওয়ালেট থেকে বিন্যান্স এ স্টিম ট্র্যান্সফার করতে গিয়ে আমার সকল এসবিডি সহ ট্রান্সফার করে ফেলেছি , এখন আমি কিভাবে এটি রিকোভার করতে পারবো ? আপনি যদি একটু সাহায্য করতেন অনেক বেশি উপকার হতো , আমার এই প্লাটফর্ম এ বেশিদিন হয়নি , আমি প্রথমবার ডিপোজিট করতে গিয়ে এই ভুলটি করে ফেলেছি , আপনি যদি আমাকে সাহায্য করতেন অনেক উপকার হতো। আমি একটি স্ক্রিনশট দিচ্ছি আমার এসবিডি ট্রান্সফার এর।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59328.31
ETH 2997.26
USDT 1.00
SBD 3.79