বৃষ্টির দিনে

in আমার বাংলা ব্লগ21 days ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।আজকে আমি একটা কবিতা শেয়ার করতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।


image.png

Image created by AI assistant


হঠাৎ বৃষ্টির দিনে স্মৃতিগুলি দোলা দিয়ে যায়,
হাসির প্রতিধ্বনি পুকুরে ছেলেবেলা খেলা করে।
ধূসর থেকে মুক্তোর মতো ফোঁটা নেমে আসে,
মেঘেরা তাদের গল্প বলে আমি কান পেতে শুনি।

কত মধ্যাহ্নে আমাদের কেটেছে দুষ্টমিতে
বাংলার নদী আর যেখানে ঘাস জন্মে,
কাগজের নৌকা ক্ষণস্থায়ী স্রোতে বয়ে যায়,
ছোটবেলা স্বপ্নের স্রোতে ভেসে যাওয়া বাস্তবতা।

পৃথিবীর ঘ্রাণ, তাজা এবং গভীর,
চারিদিকে স্মৃতির গল্পে একটা নীরবতা নামে।
জানালার তলায় মৃদু টোকা দিচ্ছে বৃষ্টি,
আমি যেন ছুটছি কিছু ফিরে পাওয়ার আশায়।

প্রতিটি ফোঁটায় স্মৃতি থাকে লুকানো,
শৈশবের স্বপ্ন যেখানে সত্যিকারের আনন্দ ছিলো।
বৃষ্টির দিনে, অতীত এবং বর্তমান একত্রিত হয়,
পুরানো থেকে নতুন স্মৃতি উদ্ভূত হওয়ার সাথে সাথে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 20 days ago 

দিদি শৈশবের জীবনের মতো হয়তো আর পাবো না এমন দিন ৷ সত্যি মাঝে মধ্যে মনে পরে ৷ সেই ঝুম বৃষ্টিতে সারাদিন মাঠে স্নান করা ৷ যা হোক অনেক ভালো লাগলো দিদি কবিতা টি পরে ৷ অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে এমন চমৎকার একটি কবিতা উপস্থাপন করার জন্য ৷ ভালো থাকবেন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

 20 days ago 

চমৎকার কবিতা লিখেছেন আপু আপনার কবিতা পড়ে ছোটবেলার স্মৃতিগুলো যেন আবার নতুন করে মনে পড়ে গেল। বৃষ্টির মাঝে নিজেকে মিলিয়ে ধরতে ইচ্ছে করছে।

Posted using SteemPro Mobile

 20 days ago 

আপু আপনার লেখা বৃষ্টির দিনে শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে আপু হঠাৎ বৃষ্টি হওয়ার মুহূর্তে আমাদের অতীতের সুন্দর মুহূর্তের কথা গুলো খুবই মনে পড়ে যায়। বিশেষ করে শৈশবের মুহূর্তের কথা গুলো সব থেকে বেশি মনে পড়ে। যাহোক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 20 days ago 

বৃষ্টির দিনে, অতীত এবং বর্তমান একত্রিত হয়,
পুরানো থেকে নতুন স্মৃতি উদ্ভূত হওয়ার সাথে সাথে।

কথাটা ঠিক দিদি। সত্যি মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টির দিনে পুরানো সব স্মৃতি একএিত হয়। সুন্দর কিছু মূহূর্ত উপহার দিয়ে যায়। বৃষ্টির দোলাচলে দুলে উঠে প্রকৃতি এবং মন উভয়ই। দারুণ লিখেছেন কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 20 days ago 

বৃষ্টি নিয়ে মনের অনুভূতি থেকে এই কবিতাটি লিখেছেন। আসলে বৃষ্টি নিয়ে এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আমার। বৃষ্টিময় দিনে আমারও খুবই ভালো লাগে, অপরূপ সৌন্দর্যময় মুহূর্তগুলো উপভোগ করা যায়। বৃষ্টির অনুভূতিগুলো আপনি এই কবিতার মাধ্যমে সুন্দরভাবে শেয়ার করেছেন, কবিতা পড়ে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 20 days ago 

দারুণ লিখেছেন দিদিভাই বৃষ্টি নিয়ে, মনে হচ্ছিল যেন কবিতার মাঝেই আনমনেই বৃষ্টি পড়ার ব্যাপারটা উপলব্ধি করতে পারছিলাম।

 19 days ago 

ছোটবেলায় বৃষ্টির দিনে কতো মজা করে ফুটবল খেলতাম বৃষ্টিতে ভিজে ভিজে। তাছাড়া বাসা থেকে বের হতে না দিলে, বাসার পাশে থাকা সমবয়সীদের সাথে চোর পুলিশ খেলতাম রুমে বসে। আরও অসংখ্য স্মৃতি রয়েছে ছোটবেলার। সেই দিনগুলো আসলেই খুব মিস করি। আপনার কবিতাটি পড়ে পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিলাম বৌদি। আপনার কবিতাগুলো পড়তে সবসময়ই খুব ভালো লাগে। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 19 days ago 

বৃষ্টি ভালো লাগে না এমন মানুষ অনেকটা কমেই রয়েছে। যখন আমরা ছোট ছিলাম এই বৃষ্টির পানিতে কত যে খেলাধুলা করেছি তার হিসেব নেই। খুব চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দিদি। আসলেই বৃষ্টি নিয়ে কবিতাগুলো আমার অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 57329.79
ETH 2914.99
USDT 1.00
SBD 3.67