এবিবি ফান প্রশ্ন- ৬৭৪|ভালোর বাপ মা নেই কথাটির মানে কি?(মজার উত্তর চাই)
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালোর বাপ মা নেই কথাটির মানে কি?(মজার উত্তর চাই)
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মতামত হলো,বেচারাদের বাপ মা বোধহয় লুকিয়ে আছে বাচ্চার জ্বালায়!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





কথায় আছে-আদরে বাদর হয়।তাই যাদের বাপ মা আছে তারা সব বাদর হয়ে গাছে ঝুলে ☺️☺️আর যাদের বাপ মা নেই তারা জীবনের মর্ম উপলব্ধি করে।তাই তারা ভালো।
আসলে ভালো হলে মা-বাপের প্রমাণ লাগে না,অর্থাৎ নিজেই একটা ব্র্যান্ড 🤣🤣।
“ভালোর বাপ মা নেই” মানে হলো—যেটা একবার পেলেই, সব বাকি জিনিস যেন ফিকে হয়ে যায়! 😆
যেমন, গরম রোটি আর মাখনের জুটি—একবার মুখে গেলে, চিপস আর চকোলেট যেন কাঁদে! 😭
বা, বুঝো, এটা এমন—যেমন বিড়াল পায় তার পছন্দের চিংড়ি, আর সব অন্য মাছ শুধু হাসতে হাসতে হেরে যায়! 😂😂😂
ভালোর বাপ মা নেই কথাটির মানে হলো, ভালো এতিমখানায় বড় হয়েছে,হা হা হা।😅😝
ভালোর বাপ মা নেই মানে ভালো কাজটা কে করল জানে না কেউ কিন্তু সবাই কৃতিত্ব নিতে লাইনে দাঁড়ায়।