পুইশাকের ফটোগ্রাফি।
আজ-৮ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, শীত-কাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

যাইহোক, আজকে মূলত কিছু ফটোগ্রাফি আপনাদের শেয়ার করব। এ ফটোগ্রাফি গুলো বেশ কিছুদিন আগেই করা হয়েছে।
পুঁইশাক আমাদের অধিকাংশ মানুষেরই খুবই প্রিয়, ব্যক্তিগতভাবে আমারও পুঁইশাক অনেক বেশি প্রিয়। তাছাড়া এই শাকে রয়েছে দারুন পুষ্টিগুণাগুনে ভরপুর। সবুজ এই শাকে আয়রন, ভিটামিন-এ ছাড়া আরো নানা ধরনের উপকারি উপকরণ রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকর। পুইশাক যেমনই পুষ্টি গুনাগুন এবং স্বাদ ভরপুর ঠিক তেমনি পুইশাকের বিচিতেও রয়েছে পুষ্টিগুণ ভরপুর। এমন এর স্বাদ অনন্য।
আপনারা ফটোগ্রাফিতে নিশ্চয়ই দেখতে পারছেন এই পুঁইশাকের বিচি গুলা এখনো বেশ কচি এগুলার বড় হলে রসালো হবে এবং খুব সুন্দর একটি রং ধারণ করবে। যদিও আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলোতে হালকা গোলাপি রঙের একটা রঙ এসেছে। আর এই সবুজের মধ্যে হালকে গোলাপি রংটা যেন এই পুঁইশাকের বিচি গুলোকে আর আকর্ষণীয় করে তুলেছে।
খুব দারুণভাবে প্রতিটি ডালের মধ্যে বিচি গুলো ধরে আছে। মূলত পুইশাক মধ্যে বিচিটা আসে অনেকটা লেট করে যখন একটি পুঁই শাক খুব বেশি প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে তখনই এই বিচি গুলো দেখতে পাওয়া যায়।
এই পুঁই বিচিগুলো সাধারণত মাছ কিনবা অন্যান্য কোন তরকারির সাথে খেতে খুবই সুস্বাদু লাগে।
ডিভাইস - Samsung Galaxy Ultra 25
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





