বাগানের ফোঁটা ফুল গুলি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
সবাই কে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট ।আজ আমি মূলত আমার বাগানের কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি ।বাগানে মাঝেমধ্যে ভিন্ন ভিন্ন ফুল ফোটে যেগুলো ক্যামেরাবন্দি করতে আমার কাছে বেশ ভালই লাগে ।এবারে বেশ কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে । আসলে ফুলের ফটোগ্রাফি করার মধ্যে অন্যরকম আনন্দ পাওয়া যায়, যা অন্য কোন ফটোগ্রাফিতে আমি পাই না। ফুল আমার ভালোলাগা ভালোবাসার জায়গা, এক মানসিক প্রশান্তির জায়গা। যাই হোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ফটোগ্রাফিতে।
বাগানের ফোঁটা ফুল গুলি
মূলত এখন গরমের তাপদাহ পড়তে শুরু করেছে ।বাগানের গাছগুলো তার সজীবতা হারিয়ে ফেলছে ।বেশ কয়েকদিন পর ছাদে গিয়ে প্রথমে গাছগুলোকে পানি দিয়েছিলাম ।গাছগুলো একদম শুকিয়ে গিয়েছিল। পানি দেওয়ার পর মনে হল গাছগুলো যেন তার প্রাণ খুঁজে পেয়েছে। যাইহোক এটি হচ্ছে বেগুনি রংয়ের অপরাজিতা ফুলের গাছ ।এই ফুলের গাছটি আমার কাছে বেশ ভালো লাগে ।পানির ফোটা ফুলের গায়ে লেগে আছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে।
এটি হচ্ছে সাদা রংয়ের নয়ন তারা ফুলের গাছ। যে কোন ফুলের গাছে পানির ফোটা পড়ে থাকলে সে ফুল যেন তার সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করে। এই গাছটি আমার বাগানে একা একাই হয়েছে। আমার বাগানের বেশিরভাগ নয়ন তারা ফুলের গাছ একা একা জন্ম নিয়েছে। যদিও প্রথমে একটি গোলাপি রঙের নয়ন তারা লাগিয়েছিলাম ,সেখান থেকেই এই সাদা রংয়ের নয়নতারা ফুলের গাছ হয়েছে।
এটিও আমার বাগানের হালকা গোলাপি রঙের নয়ন তারা ফুলের গাছ। এই গাছটিও আমার নিজের লাগানো নয় ,একা একাই হয়েছে। মূলত ছাদে নয়ন তারা ফুলের গাছে ভরে যায় ।সেগুলো মাঝেমধ্যে তুলে ফেলতে হয়। এই গাছটা পুরোটা আগাছার মতো লাগে আমার কাছে। একা একাই ছাদের আনাচে কানাচে জেগে উঠে। তবে একটা গাছ থেকে ভিন্ন ভিন্ন নয়নতারা ফুলের গাছের জন্ম হয় যেটা বেশ অবাক করা বিষয়।
এটিও আরও একটি ডিপ গোলাপী রঙের নয়ন তারা ফুলের গাছ। এই গাছটিও লাগানো নয়, এটিও একা একাই হয়েছে। তবে কয়েক বছর আগে। যেই নয়নতারা ফুলের গাছটি লাগানো ছিল সেটির কালার এই নয়ন তারা ফুলের কালার এর মত ছিল। কিন্তু পরবর্তীতে সাদা, হালকা গোলাপি রঙের নয়ন তারা ফুল একা একাই হয়েছে ।যাইহোক আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।













Upvoted! Thank you for supporting witness @jswit.
বাগানের ফোঁটা ফুল গুলির ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সাদা নয়ন তারা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
আজকাল যা গরম পড়ছে তাতে গাছের হারানোরই কথা। তারপরেও পানি দেওয়ার পর গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে জেনে ভালো লাগলো। বাগানে ফোটা ফুলগুলোর দারুন ফটোগ্রাফি করেছেন দেখছি। ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। বেগুনি রঙের অপরাজিতা বেশ ভালো লাগলো। তবে আমি তো জানতাম অপরিচিতা নীল এবং সাদা রঙের হয়ে থাকে। বেগুনি রঙের হয় সেটা আজ জানলাম এবং দেখলাম। বাকি ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।
ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার মোবাইলে ধারণ করা প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
প্রতিটি জীব জাতীয় জিনিসের খাবারের প্রয়োজন। যেমন মানুষের খাবারের প্রয়োজন তেমনি গাছপালারও খাদ্যের প্রয়োজন হয়। প্রতিনিয়ত পানি দিলে গাছ গুলো সতেজতা ফিরে পাই। বেশ ভালো লেগেছে আপনার বাগানের ফুল গুলো। খুব সুন্দরভাবে ক্যাপচার করে শেয়ার করলেন অনেক ধন্যবাদ।
নিজের বাগানে যখন ফুল ফুটে তখন অন্যরকম অনুভূতি আসে। আজকে আপনি আপনার বাগানের চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার লাগলো। আপনার ফটোগ্রাফি গুলো এমনিতে চমৎকার হয়। সত্যি দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।