খুব শীঘ্রই আমাদের PussFi Mastercard আসতে চলেছে

in আমার বাংলা ব্লগlast year

2.png


PussFi প্রজেক্টের Crypto Audit করানোর পর পরই আমরা নিজেদের প্রজেক্টের ক্রিপ্টো ডেবিট কার্ডের জন্য অনুমোদন পেতে যাচ্ছি । সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি আমাদের নিজস্ব PussFi ডেবিট কার্ড আসতে চলেছে । একটি মাল্টিন্যাশনাল crypto & financial কোম্পানির সাথে PussFi চুক্তিবদ্ধ হতে চলেছে ।

চুক্তি সম্পূর্ণ হলে এবং কমপ্লায়েন্স সম্পূর্ণ করার পরে আমরা নিজেদের প্রজেক্টের ডেবিট কার্ড বাজারে ছাড়তে পারবো । এই ডেবিট কার্ডের নাম হবে PussFi Debit Card । কার্ড কোম্পানি Mastercard । প্রোভাইডার Mobilum ।

KYC কমপ্লিট করার পরে আপনারা দু ' ধরণের কার্ড অর্ডার করতে পারবেন । একটা ভার্চুয়াল, আরেকটা ফিজিক্যাল । দুই ধরণের কার্ড-ই আপনারা $PUSS দিয়ে top-up করতে পারবেন । এই সকল কার্ড হলো international mastercard । অনলাইনে শপিং করা থেকে বাস্তব জীবনে শপিং করতে পারবেন, এবং একই সাথে কার্ডটি যে কোনো ATM মেশিনে ইউজ করে $PUSS কে আপনার লোকাল কারেন্সিতে উইথড্র করতে পারবেন ।

আমি আজ তিনটি ডিজাইন করেছি । আপনাদের ভালো লেগে থাকলে এই ডিজাইনই PussFi কার্ডে apply করা হবে ।

নিচে ডিজাইন তিনটি দেওয়া হলো -


Screenshot 2025-01-06 160644-modified.png

3-modified.png

2.png


কেমন লাগলো জানাবেন কিন্তু ।

Sort:  
 last year 

এটা সত্যি দারুণ সুখবর। PussFi ডেবিট কার্ড মানেই বাড়তি উত্তেজনা এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ। সবগুলো ডিজাইনই দারুণ হয়েছে, তবুও আমার কাছে শেষেরটা বেশী ভালো লেগেছে। অনেক ধন্যবাদ

 last year 

PussFi Debit Card ভাবতেই অনেক ভালো লাগছে দাদা। তাছাড়া আমাদের Debit Card না থাকায় অনলাইন কোনকিছু কেনাকাটা করতে অনেক কষ্ট হয়ে যায়। এটা আসলে আমাদের অনেক সুবিধা হবে দাদা। আপনাকে অনেক ধন্যবাদ। ২ নং ছবিটি আমার কাছে বেশি ভালো লেগেছে।

 last year 

দ্বিতীয় এবং তৃতীয় কার্ডটি আমার কাছে ভালো লেগেছে। তবে তৃতীয় টি বেশি ভালো লেগেছে। পুশফাই কার্ড হাতে পাওয়া মানে অকল্পনীয় কিছু পাওয়া। ধন্যবাদ।

 last year 

বাহ্! নিউজটা শুনেই মনটা ভরে গেলো দাদা। দাদা তিনটা ডিজাইন-ই খুব সুন্দর হয়েছে। তবে আমার কাছে তৃতীয়টা অর্থাৎ যেটার মধ্যে ভ্যালিডিটি ০১/১৯ লেখা রয়েছে,সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ সেটাতে একেবারে প্রফেশনাল একটা লুক রয়েছে। যাইহোক এতো চমৎকার একটি নিউজ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।

 last year 

শ্রদ্ধেয় দাদা আমাদের PussFi Maryercard হবে এটা জেনেই অনেক বেশি ভালো লাগছে। আমি ফিজিক্যাল কার্ড এবং ভার্চুয়াল কার্ড দুই ধরনেরটাই নিতে চাই। এই কার্ড দিয়ে শপিং করবো এটা ভেবেই ভীষণ মজা লাগছে। আজকে যে কার্ডের ডিজাইন গুলো প্রত্যেকটাই অনেক ভালো হয়েছে তবে শেষেরটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।

 last year 

দাদা এটা সত্যি অসাধারণ একটি সুখবর। পুশ সামনে আরো এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি। আমার কাছে তিনটি ডিজাইন এ অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দাদা এতো সুন্দর একটি সুখবর দেওয়ার জন্য।

তৃতীয় কার্ডের বিকল্পটি দেখতে একটি আসল ডেবিট কার্ডের মতো। প্রথম দুটি বিকল্প আমার মতে খেলনা মত চেহারা.
চমৎকার ধারণা, ব্রাভো @rme!

 last year 

দাদা আপনার চিন্তা ভাবনা গুলো সব সময় অসাধারণ হয়। আপনি ভালো একটি খবর আমাদেরকে জানালেন। পুস এর ডেবিট কার্ড চালু করলে তো আমাদের জন্য অনেক ভালো হবে। এবং অনলাইন থেকে জীবনের যে কোন শপিং করতে পারব এ কার্ড দিয়ে। এবং দাদা আমার কাছে সবগুলো ডিজাইন ভালো লাগলো। ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।

 last year 

অন্যান্য সকল ডিজিটাল কার্ড এর মতই আমরা পুষফি এর PussFi Debit Card পেতে যাচ্ছি বিষয়টা ভাবতেই যেন মনে অন্যরকম আনন্দ অনুভূত হচ্ছে। এই কার্ড দিয়ে সব রকমের লেনদেন করা যাবে এবং যে কেউ তাদের দেশের কারেন্সিতে রূপান্তর করতে পারবে বিষয়টা সত্যিই অনেক ভালো লাগলো দাদা। আমার কাছে প্রথম কার্ডটি বেশি ভালো লেগেছে। আমরা আপনার সাথে রয়েছি প্রার্থনা করি আমাদের পুশ সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছাবে। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি দাদা।

 last year 

অনেক ভালো লাগলো জেনে PussFi Mastercard আসবে।সত্যিই এটা আমাদের বড় একটি পাওয়া।আশাকরি খবরটি সবার জন্য অনেক বেশী আনন্দের।এখন শুধু অপেক্ষার পালা। ধন্যবাদ দাদা গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে পোস্টের মাধ্যমে জানানোর জন্য। 👌🥰