একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
বরাবরের মতো আজকেও আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনে আর্ট নিয়ে।আজকের আর্টটি কিন্তু অনেক সুন্দর কারণ একটু সময় নিয়ে করতে পেরেছিলাম।হাতে পড়লে খুবই চমৎকার লাগবে। যাইহোক বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই একটি বৃত্ত এঁকে তার মাঝখানে গাঢ় করে একটি ডট এঁকে নিয়েছি।
এরপর বৃত্তটির বাইরের দিকে দুইলিয়ারে কতগুলো পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।
এরপর ফুলটির উপরের দিকে ঠিক একইভাবে আরও একটি ফুল এঁকে নিয়েছি।
এরপর ফুল দুটির বাম সাইডে ঠিক একই ভাবে আরো একটি ফুল বানিয়ে নিয়েছি।
এরপর ফুল গুলোর নিচে এভাবে দুটি পাতা এঁকে নিয়েছি.
এরপর ফুলগুলোর উপরে ও নিচে আরো কতগুলো পাতা এঁকে নিয়েছি।
এরপর ফুলগুলোর উপরে ঠিক একইভাবে আরো তিনটি ফুল এঁকে নিয়েছি।
এরপর ফুলগুলোর চারিপাশে নিচের পাতাগুলোর মত করে আরও কতগুলো পাতা এঁকে নিয়েছি।
ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR














ভিন্ন ভিন্ন ডিজাইনে আপনার মেহেদি ডিজাইন গুলো সত্যি ই দারুন আপু।সুন্দর এই মেহেদি ডিজাইনটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
ভিন্ন ভিন্ন ডিজাইনে আপনার মেহেদি ডিজাইন গুলো সত্যি ই দারুন আপু।সুন্দর এই মেহেদি ডিজাইনটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
আসলে সময় নিয়ে আর্ট করলে দেখতে দারুণ লাগে। চমৎকার একটি মেহেদি ডিজাইনের আর্ট শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।