আধুনিকতার ছোঁয়ায় সম্পর্কের পরিবর্তন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার কেন যেন মনে হয় যে বর্তমানে যত আধুনিক যুগ সামনের দিকে আসছে, কিংবা আমরা যত আধুনিক যুগের মধ্য দিয়ে যাচ্ছি, তত আমাদের সম্পর্কগুলোতে একটা টানাপোড়েন যেন লেগেই যাচ্ছে। অর্থাৎ আগে যেমন সম্পর্কগুলো খুব বেশি সরল ছিল, এখনকার সম্পর্কগুলো যেন তেমন একটা সরল নেই। অর্থাৎ আমাদের সম্পর্কের পরতে পরতে কখন যে অবিশ্বাস ঢুকে গিয়েছে, সেটা যেন আমরা জানতেই পারিনি, বুঝতে পারিনি। আর অবিশ্বাস যে শুধুমাত্র একজন মানুষ করছে, তা নয়; অপর পক্ষ থেকেও অবিশ্বাস করার মতো কাজও হচ্ছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে আমার কাছে এটাই মনে হয় যে আমরা যত আধুনিক হচ্ছি, তত বেশি আমাদের বুদ্ধি, মানবিকতা, ভালোবাসা সবকিছুই কমে যাচ্ছে।

আমি আজকে কিছু খুব ছোট ছোট উদাহরণ দিব, যে উদাহরণগুলো আপনি পড়লে, অর্থাৎ এমনভাবে আপনি জীবনের সাথে রিলেট করতে পারবেন, যে আমার কথাটি তখন অনেক বেশি সহজ লাগবে। যেমন ধরুন, আমি খুব সাধারণ একটা উদাহরণ দিয়েই শুরু করি। সেটা হলো আগের যুগের সময়ে, একটা মানুষ যখন ঘরে বলে যেত যে আমি ওই জায়গায় যাচ্ছি , সেই মানুষটি কিন্তু বেশিরভাগ সময় সেই জায়গাতেই যেত। কিন্তু বর্তমান সময়ে আমাদেরকে আসলে বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের প্রিয়জনেরা মিথ্যে বলছে। অর্থাৎ সকলে না, অনেকে। আর আধুনিকতার জন্য সেই মিথ্যে ও ধরা পড়ে যাচ্ছে, কারণ এখন লোকেশন ট্র্যাক করা যায় খুব সহজেই। অর্থাৎ আমরা যত আধুনিক হচ্ছি, তত যেখানে আরো সহজ-সরল হওয়ার কথা, আমরা তার বিপরীত হয়ে যাচ্ছি।

কারণ আগে অন্যায়গুলোকে আমরা হাতের কাছে পেতাম না, কিংবা অন্যায়গুলোকে খুব হাতে নাগালে আমরা পেতাম না। বিশেষ করে যেটা না বললেই নয়, সেটা হলো যেটা আমি দেখেছি, সেটা হলো, আগে যেমন আসলে সবকিছু এত সহজলভ্য ছিল না, এখন সবকিছু অনেক বেশি সহজলভ্য হয়ে গিয়েছে। ঠিক একইভাবে পাপকাজগুলোও অনেক বেশি সহজলভ্য হয়ে গিয়েছে, এবং সে কারণেই আধুনিকতার সাথে সাথে আমাদের মনের পাপ বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের মনের পাপের কারণে আমাদের সম্পর্কগুলোতে পরিবর্তন আসছে, আমাদের সম্পর্কগুলোতে একটু একটু করে অবিশ্বাস ঢুকে যাচ্ছে, ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে।

এই ব্যাপারগুলো আমাকে মাঝেমধ্যে খুব ভাবায়। কারণ, এই যে আধুনিকতা আমরা নিজেরা এনেছি মানবসৃষ্ট একটি ব্যাপার। অর্থাৎ সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না, আমরা সাধারণভাবে বলছি যেটা মানবসৃষ্ট। সেক্ষেত্রে আমরা কিন্তু এটা তৈরি করেছি আমাদের নিজেদের সুবিধার জন্য। কিন্তু আমরা আসলে এটাকে অন্যায়ভাবে ব্যবহার করছি, যার কারণে আমাদের মধুর সম্পর্কগুলোতেও এখন অনেক বেশি সমস্যা দেখা যায়। বিশেষ করে অবিশ্বাস দেখা যায়, যেটা আগে কখনোই কাম্য ছিল না। কিন্তু আমাদের দোষের কারণে, আমাদের ভুলের কারণে বিশেষ করে আমাদের জন্যেই আসলে আমাদের সম্পর্কগুলো আমরা এখন নষ্ট করে ফেলছি।

ABB.gif