প্রযুক্তির এই দৌড়ে আমরা কি নিজেরাই হারিয়ে যাচ্ছি?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকাল আমাদের জীবনে প্রযুক্তি এমনভাবে ঢুকে গেছে যে প্রযুক্তি ছাড়া একটা দিন কল্পনাও করা যায় না। ঘুম থেকে উঠে রাতের ঘুম পর্যন্ত প্রতিটা সময়ই আমরা কোনো না কোনোভাবে প্রযুক্তির সাথে জড়িত। সকালে ঘুম ভাঙানোর অ্যালার্ম থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইলে স্ক্রল করা, সবই প্রযুক্তির দৌলতে। কিন্তু প্রশ্নটা হলো, এই প্রযুক্তির দৌড়ে আমরা কি নিজেরাই একটু একটু করে হারিয়ে যাচ্ছি না?
আগে মানুষজন একে অপরের সঙ্গে বসে গল্প করত, একসাথে সময় কাটাত, নিজের অনুভূতির কথা শেয়ার করত। আর এখন দেখলেই বোঝা যায়, এক টেবিলে চারজন বসে আছে ঠিকই, কিন্তু প্রত্যেকেই ব্যস্ত নিজের ফোন নিয়ে। কথোপকথনের চেয়ে স্ক্রল করা বেশি জরুরি হয়ে গেছে। আমরা আসলে ধীরে ধীরে বাস্তব জগত থেকে দূরে সরে যাচ্ছি, একটা ভার্চুয়াল জগতে বেশি সময় কাটাচ্ছি।
শুধু সামাজিক সম্পর্ক না, নিজের সাথেও সম্পর্ক হারিয়ে ফেলছি আমরা। আগে আমরা মন খারাপ হলে কারো সাথে বসে কথা বলতাম, মনের কথা শেয়ার করতাম। আর এখন মন খারাপ হলে ফোন হাতে নেই, ভিডিও দেখি, কিছু একটা স্ক্রল করি, কিন্তু মনের কথাগুলো চাপা পড়ে থাকে। মনে হয় যেন প্রযুক্তি আমাদের অনুভূতিগুলোকেও নিয়ন্ত্রণ করছে।
আমরা এখন নিজের মনের আনন্দও কাউকে না জানিয়ে শুধু একটা ছবি তুলে পোস্ট করে দিই, আর অপেক্ষা করি কে কে রিঅ্যাক্ট দিলো। মানে এখন আনন্দ অনুভব করতেও অন্যের রেসপন্স দরকার হয়। এটা ভাবলে সত্যিই খারাপ লাগে যে আমরা নিজের অনুভূতির ওপরও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি।
প্রযুক্তি খারাপ না, এটা অবশ্যই স্বীকার করতে হবে। বরং প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করেছে, অনেক সুবিধা এনে দিয়েছে। কিন্তু সেটা তখনই ভালো, যখন আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি। আর যখন প্রযুক্তিই আমাদের নিয়ন্ত্রণ করে, তখনই সমস্যা শুরু হয়।
এই যে প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আসছে, আমরা সেটা পেছনে ফেলে থাকতে চাই না বলেই প্রতিনিয়ত ছুটে চলছি। কিন্তু এই দৌড়ে আমরা নিজের কাছ থেকেই অনেক দূরে সরে যাচ্ছি। আসলে মাঝে মাঝে একটু থেমে নিজের সাথে কথা বলা দরকার, নিজের চারপাশের মানুষদের দিকে ফিরে তাকানো দরকার। না হলে একসময় আমরা বুঝতেও পারবো না কখন নিজেকে হারিয়ে ফেলেছি।
Sort: Trending
[-]
punicwax (-14)(1)muted yesterday
$0.00
Reveal Comment
