যা আছে তাতেই সুখী থাকা শেখা দরকার

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা অনেক সময় এমন একটা জিনিসের পেছনে ছুটি যেটা হয়তো আমাদের প্রয়োজন না শুধু অন্যকে দেখে চাওয়া।তখন আমরা ভুলে যাই যে আমাদের যা আছে সেটাও কিন্তু অনেকের চাওয়া।এই দৌড়ের মাঝে আমরা নিজেদের সুখ, শান্তি হারিয়ে ফেলি।আসলে সুখ জিনিসটা বাইরের কিছু না,এটা পুরোপুরি আমাদের নিজের ভেতরের অনুভব।

অনেকেই ভাবে,যদি আমার এটা থাকতো বা ওটা যদি পেতাম।তাহলে আমি অনেক সুখী হতাম।কিন্তু সেটা কখনোই থামে না।একবার কিছু পেলেই আবার আরেকটা চাওয়া চলে আসে।আর এইভাবে চলতেই থাকে।এর একটা শেষ থাকে না।কিন্তু আমরা যদি একবার নিজের আশেপাশে তাকিয়ে দেখি,তাহলে বুঝতে পারবো।আমাদের যা আছে, সেটাও কিন্তু অনেক।শুধু আমরা সেটা দেখতে শিখিনি।

আমি নিজে অনেক সময় এমন চিন্তা করেছি,যেটা আমার নেই,সেটা নিয়ে মন খারাপ করেছিলাম।পরে বুঝেছি,যেটা আছে সেটাই তো অনেক বড় পাওয়া। ছোট ছোট জিনিসের মাঝেই তো আসলে আসল আনন্দ।সকালবেলা রোদ ওঠা দেখা,বন্ধুদের সঙ্গে আড্ডা,পরিবার নিয়ে সময় কাটানো,এগুলোই আসল সুখ।শুধু আমরা এই জিনিসগুলোকে গুরুত্ব দিই না,কারণ আমরা সবসময় বড় কিছু খুঁজি।

আসলে সুখী থাকতে হলে প্রথমেই দরকার কৃতজ্ঞ থাকা।নিজের জীবনে যা আছে,তা নিয়ে কৃতজ্ঞ থাকলে মনটা অনেক শান্ত হয়।তখন আর অন্যের সাথে তুলনা করার ইচ্ছেটা কমে যায়।আর এই তুলনাটাই তো সব অশান্তির শুরু।কেউ কী করছে, কে কী পেলো এসব ভেবে নিজের শান্তিটা নষ্ট করার কোনো মানে হয় না।

আমি এখন বুঝি,সুখ মানে বড় গাড়ি,বড় বাড়ি না।সুখ মানে হচ্ছে মনের শান্তি।যেটা আমি যখন যা আছে সেটা নিয়েই খুশি থাকতে শিখেছি,তখন থেকেই পেতে শুরু করেছি।তাই আমি এখন চেষ্টায় আছি,যা আছে তাতেই যেনো খুশি থাকতে পারি।কারণ এই জীবনটা ছোট আর এই অল্প সময়েই যদি আমি সুখ খুঁজে না পাইবতাহলে পরে আফসোস করা ছাড়া কিছুই থাকবে না।

তাই আমাদের শেখা দরকার, নিজের যা আছে সেটা নিয়েই আনন্দ খুঁজে নিতে।তখনই আমরা সত্যিকারের সুখী হতে পারবো।

ABB.gif