আমাদের দেশের একটি অর্থকরী ফসল হলো গম।। পার্ট-2
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা অর্থকরী ফসল গম নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
তারা চাইলে সব সময় এই গমের আটা দিয়ে রুটি বানিয়ে খেতে পারে।এতে করে শরীর ও সুস্থ থাকে।নানা রকমের পুষ্টিগুন আসে আমাদের শরীরে।গমের মধ্যে প্রচুর পরিমানে ফাইবার রয়েছে।গম খেলে আমাদের শরীরের নানা রকমের দুরারোগ্য রোগ দূর হয়ে থাকে।এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে।গম এমনই একটি খাবার যা ওজন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে।
সকালের নাস্তা হিসেবে আমরা অনেকেই রুটি খেয়ে থাকি।সকালের নাস্তা হিসাবে রুটি খেতে আমার ভীষণই ভালো লাগে।আমি সব সময়ই সকালের খাবারে রুটি রাখি।আমার বাড়ির সবাই সকালে রুটি খেতে পছন্দ করে থাকে।ভাতের চাইতে রুটিতে বেশি পরিমানে ভিটামিন এবং পুষ্টিগুন রয়েছে।গমের চাষ উত্তর-পশ্চিম অঞ্চলে সব থেকে বেশি ভালো হয়ে থাকে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
গমের ফলন ভালো হওয়ার জন্য নানা রকমের ঔষুধ ব্যবহার করা হয়ে থাকে।এতে করে নানা রকমের রোগ এবং পোকামাকড় থেকে গম গুলো সুরক্ষিত থাকে।গম হলো শীতকালীন ফসল।গমের চাষ শীতের সময়ে খুব বেশি পরিমানে ভালো হয়ে থাকে।তবে এখন সব সময়ই এটির চাষ করা হচ্ছে।গম চাষের জন্য উঁচু ও মাঝারি দোআশ মাটি সব চাইতে বেশি পরিমানে উপকারী।তাই সব সময় এই জাতীয় জমিতেই গম চাষ করা হয়ে থাকে।