গাছের মেহেদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা।। পার্ট-2
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা গাছের মেহেদী নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
এগুলোর উচ্চতা দশ থেকে বারো ফিটের মতো হয়ে থাকে।মেহেদি পাতার মধ্যে নানা রকমের ঔষধি গুনাগুন রয়েছে।এই মেহেদী পাতা দিয়ে নানা রকমের আয়ুর্বেদিক ঔষধ তৈরি করা হয়ে থাকে।যা মানুষেরা সেবন করে নানা ধরনের রোগ থেকে মুক্তি পায়।অনেকে আবার মেহেদী পাতা ভিজিয়ে তার রস খেয়ে থাকে।এতে করে হৃদপিন্ডের রোগ নিরাময় হয়।
এটি হৃদপিন্ড ভালো রাখতে সাহায্য করে থাকে।মেহেদী পাতার রস খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।উচ্চ রক্তচাপ রোগীদের উচিৎ মেহেদি পাতার রস পান করা।এটি আমাদের মাথা ব্যাথা দূর করতে সাহায্য করে থাকে।এই মেহেদি পাতাগুলো আমাদের চুলের উপকার করলেও আমাদের ত্বকের জন্য ভীষণই ক্ষতিকর।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
যাদের বিশেষ করে এলার্জি আছে তারা কখনোই মেহেদি পাতা বা মেহেদি পাতার রস মুখে দিতে পারেনা।যাদের অ্যালার্জি রয়েছে তারা মেহেদী পাতার রস মুখে দিলে মুখ ফুলে যায়।এত করে মুখে নানা রকমের ক্ষতি হতে পারে।আমাদের সকলেরই ত্বকের যত্ন নেওয়া উচিৎ।প্রাচিন যুগ থেকেই এই মেহেদি পাতার নানা ধরনের ব্যবহার হয়ে আসছে।