ভীষনই সুন্দর এবং স্বচ্ছ একটি ফুল হলো জেসমিনাম নার্ভোসাম অথবা জুঁইফুল।। পার্ট-2
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা জুঁইফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
জুঁইফুল দিয়ে নানা রকমের পারফিউম তৈরি করা হয়ে থাকে।যা আমরা সুগন্ধির জন্য শরীরে ব্যবহার করে থাকি।জেসমিনাম নার্ভোসাম ফুলের প্রচুর গুনাগুন রয়েছে।জুঁইফুল দিয়ে নানা রকমের আয়ুর্বেদিক ঔষধ তৈরি করা হয়ে থাকে।যা আমরা নানা ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য খেয়ে থাকি।চোখের নিচের কালো দাগ দূর করার জন্য অনেকেই জুঁইফুলের ব্যবহার করে থাকে।
জুঁইফুলের সাথে মধু মিশিয়ে চোখের নিচে দিলে অনেক উপকার রয়েছে।যাদের চোখের নিচে ফোলা ভাব রয়েছে।এটি তাদের চোখের নিচের ফোলা ভাব দূর করতে সাহায্য করে থাকে।রূপচর্চার ক্ষেত্রে অনেকেই এই জুঁইফুল ব্যবহার করে থাকে।আমাদের ত্বকের জন্য জুঁইফুল গুলো খুবই উপকারি।ত্বক সুস্থ রাখার জন্য অনেকেই জুঁইফুল ব্যবহার করে থাকে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
জেসমিনাম নার্ভোসাম ফুলের সাথে গোলাপ জল মিশিয়ে মুখে দিলে মুখের প্রচুর পরিমাণে উজ্জ্বলতা বৃদ্ধি পায়ে থাকে।আমাদের দৈনন্দিন জীবনে এই ফুলটি নানা রকম ভাবে উপকারে এসে থাকে।তাই কোনো কিছুকেই কখনো অবহেলা করতে নেই।গ্রীষ্মকালীন একটি ফুল হলো জুঁইফুল।সকল মানুষেরই পছন্দনীয় কিছু ফুলের মধ্যে জুঁইফুল হলো একটি।