মিশরীয় স্টারক্লাস্টার অথবা পেন্টাস ল্যান্সোলাটা এই ফুলটি নিয়েই আমার আজকের আলোচনা।।
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা মিশরীয় স্টারক্লাস্টার ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
মিশরীয় স্টারক্লাস্টার এই ফুলটি আমাদের দেশে খুব বেশি পরিমানে জনপ্রিয় নয়।অনেক মানুষই আছে যাদের এই ফুলটি সম্পর্কে কোনো ধারণা নেই বললেই চলে।মিশরীয় স্টারক্লাস্টার নামক এই ফুলটি আমাদের দেশে খুব কম জায়গাতেই দেখা যায়।আমি সেদিন একটু ঘুরতে বের হয়েছিলাম।যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানেই হঠাৎ এই মিশরীয় স্টারক্লাস্টার ফুল গাছটি দেখতে পাই।
আমার নিজের কাছেও তখন ফুলটি অপরিচিত কিছু।এই ফুুলটি আমি আগে কখনো দেখিনি।সত্যিই ফুল গুলো অপূর্ব সুন্দর।এই ফুল গাছ গুলো খুব বেশি পরিমানে বড় হয় না।মিশরীয় স্টারক্লাস্টার ফুল গুলো থোকায় থোকায় ফোটে।মিশরীয় স্টারক্লাস্টার ফুল গুলোর দুইটি প্রজাত রয়েছে।একটি হলো সাদা অপরটি হলো গোলাপি।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
মিশরীয় স্টারক্লাস্টার ফুল গুলো সাড়া বছরই ফুটতে থাকে।এই ফুলগাছ গুলোতে বেশি রোদ পেলে বেশি পরিমানে ফুল ফোটে।মিশরীয় স্টারক্লাস্টার ফুল গুলো গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল গুলোতে বেশি পরিমানে দেখা যায়।দক্ষিণ আফ্রিকা তে এই ফুল গাছ গুলো বেশি পরিমানে দেখা যায়।এই ফুলগুলো ডালের আগায় আগায় ফুটে থাকে।দেখতে খুবই সুন্দর দেখায়।