ভীষনই সুন্দর এবং স্বচ্ছ একটি ফুল হলো জেসমিনাম নার্ভোসাম অথবা জুঁইফুল।। পার্ট-1
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা জুঁইফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
জেসমিনাম নার্ভোসাম ফুল গুলো আমার খুবই পছন্দের কিছু ফুলের মধ্যে একটি।সব রকমের ফুলকেই আমি ভীষণ ভালোবাসি।আমার যখন মন খারাপ থাকে।তখন আমি ফুলের বাগানে গিয়ে বসে থাকি।ফুলের বাগানে গেলে সকল মানুষেরই মন খুবই ভালো হয়ে যায়।সকল মানুষেরই নিজের মনকে ভালো রাখা উচিৎ।
ফুলের বাগানে থাকা স্বতেজতা আমাদের মন এবং শরীর দুইটিকেই ভালো রাখতে সাহায্য করে থাকে।জেসমিনাম নার্ভোসাম ফুল গুলোকে অনেকে জুঁইফুল ও বলে থাকে।জেসমিনাম নার্ভোসাম এই নাম টি সকল মানুষের কাছে পরিচিত না হলেও জুঁইফুল নামটি সকল মানুষের কাছেই খুব বেশি পরিমানে পরিচিত।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
এই জুঁইফুল গুলো উষ্ণ অঞ্চলেই সব চাইতে ভালো জন্মাতে পারে।পৃথিবীতে কিছু উষ্ণ অঞ্চল রয়েছে।তার মধ্যে ইউরেশিয়া,অস্ট্রেলেশিয়া এবং ওশেনিয়ার।এই দেশ গুলোতে এই ফলটি ভালো জন্মে।জেসমিনাম নার্ভোসাম ফুলটির 200 টিরও বেশি প্রজাতী রয়েছে।যা উষ্ণ জাতীয় অঞ্চল গুলোতেই দেখা যায়।বাহিরের দেশ গুলোতে প্রচুর পরিমানে জুঁইফুলের চাষ করা হয়ে থাকে।