বেশ কিছুদিন পর শীতের সকালে সূর্যের দেখা মিললো।

in #blog5 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

অন্যদিকে তুলনায় আজকে কুয়াশা একটু কমই পড়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলাম সূর্য উঠবে উঠবে এরকম ভাব, বুঝতে আর বাকি রইল না যে আজকে সূর্য উঠতে চলেছে। অন্যদিনও সূর্য উঠে কিন্তু এতটা রোদ দেখা যায় না। শীত নামতে শুরু করেছে, আমরা সবাই পরিবেশ অনুভব করলে বুঝতে পারি। আমাদের দেশে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে শীতকাল হয়ে থাকে। এই দেশে আগে ছয় ঋতুর দেশ ছিল, এখন দুই থেকে তিনটি ঋতুর দেশ হয়ে গেছে। এসব কিছু এদেশের আবহাওয়া ও জলবায়ুর প্রভাব। সকালে উঠে শীত শীত ভাবটা আমি একটু কমই অনুভব করতে পেরেছিলাম। বেশ ভালই লাগলো সকালে ঘুম থেকে উঠে। নতুন একটি দিন শুরু করতে আমি পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে নিয়েছে। আজকে আমার কাজ বেশ ভালো পরিমাণে জমে আছে, সবকিছু শেষ করে আমাকে আবার নতুন করে শুরু করতে হবে।

1000037944.jpg

1000037945.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Mirpur, Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

শীতকাল আমাদের অনেকের জন্য কষ্টকর হয় আবার অনেকের জন্য আরামদায়ক হয়। তবে যারা একটু বয়স্ক লোক আছেন তাদের কাছে শীতকালটা একটু কষ্টকর। কোনদিন সকালে ঘুম থেকে উঠলে সামনের দিকে কিছুই দেখা যায় তো না, কারণ কুয়াশা দিয়ে পরিপূর্ণভাবে ঢেকে থাকতো। কিন্তু আজকে চারপাশে বেশ ভালোভাবে বুঝা যাচ্ছিল এরপর আমি ল্যাপটপে বসে আমি আমার কিছু কাজ সম্পূর্ণ করে নিলাম। বাহিরে তাকিয়ে দেখি সূর্য পরিপূর্ণভাবে উঠে গিয়েছে, শীতকালটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে। কারণ ঠান্ডার কনকন ভাব শরীরের মাঝে একটি আলাদা অনুভূতি সৃষ্টি করে।