শীতের সকালের জমে উঠেছে কাঁচামালের বাজার।।
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
শীতের হিমেল হাওয়া আর কুয়াশাচ্ছন্ন সকাল। এর মাঝেও জমজমাট হয়ে উঠেছে কাঁচামালের বাজার। গ্রামের হাট থেকে শুরু করে শহরের বাজার পর্যন্ত, সবখানেই দেখা যাচ্ছে ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা। শীতকালীন সবজি ও সমারোহে ভরে উঠেছে প্রতিটি দোকান। লেবাররা মাথায় করে বিভিন্ন তরকারি গাড়ি থেকে বাজারে তুলতেছে।
বাজারের চিত্র
শীতের সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, মুলা, শালগম, গাজর, এবং টমেটোতে বাজার সেজে উঠেছে। পাশাপাশি পুঁইশাক, লালশাক, পালংশাকের স্তুপ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রতিটি দোকানে শীতকালীন শাকসবজি দিয়ে পরিপূর্ণ।
দাম ও চাহিদা
এ সময় কাঁচামালের দাম কিছুটা কম থাকে, কারণ সরবরাহ বেশি। এক কেজি টমেটো ৩০-৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, আর ফুলকপি বিক্রি হচ্ছে ১০-২০ টাকায়। সিমের দাম নেমে এসেছে ১০ টাকায়.
বাজারে এসে আমার নিজের অনেক ভালো লাগছিল। শীতকাল আসলে নানা ধরনের সবজি পাওয়া যায়। যা আমাদের দেহের জন্য অনেক উপকারী। এবং এর শীতকালীন মৌসুমী কৃষকরা অনেক লাভবান হতে পারে। তারা তরকারি অনেক চাষ করে এবং এই মৌসুমে তারা অনেক বেশি লাভবান হতে পারে।শাকসবজি বেঁচে থাকায় মানুষের জমজমাটা বেশি থাকে বাজারগুলোতে।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
শীতের সকালে জমে ওঠা কাঁচামালের বাজার শুধু কেনাকাটা নয়, বরং এ সময় মানুষের মিলনমেলা। শীতের স্বাদ ও আভিজাত্য পুরোপুরি উপভোগ করতে মানুষ বাজারমুখী হয়, যা আমাদের গ্রামীণ ও শহুরে জীবনের অন্যতম রূপ তুলে ধরে।