কমফোর্ট জোন

ChatGPT Image Dec 11, 2025, 04_20_21 PM.png

Image Created by OpenAI

বর্তমানে আমরা সবাই এমন একটি জায়গায় অবস্থান করছি, যেখানে সবকিছু পরিচিত, সহজ এবং স্বস্তিদায়ক।এখানে নেই কোনো ভয়, নেই কোনো ঝুঁকি। আর সবকিছুতেই চ্যালেঞ্জও অনেক কম। কারণ সবকিছুই আমাদের হাতের কাছে থাকে। তবে এখানে একটা সমস্যা হলো- যতোই আমরা সবকিছুতে আরামের মধ্যে থাকি না কেনো এই বিষয়টা আমাদের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে জীবনে যদি কিছু না করতে চাই, তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি আমাদের জীবনে কোনো বড়ো লক্ষ্য অর্জন করতে চাই, তাহলে এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। তবে আসলে এই কমফোর্ট জোনটা কি! এই জোনটা আসলে একটা মানসিক অবস্থান এর মতো, যেখানে আপনার নিজেদের মধ্যে থাকা, খাওয়া, চলা ইত্যাদি।

কোনো নতুন চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হয় না অর্থাৎ এক কথায় যেটা বলা যায় যে, আপনি যেখানে সবথেকে নিরাপদ বোধ করেন। আরো সহজ ভাবে বলতে গেলে- আমরা যে প্রতিদিন একই ধরণের কাজ করি বা একই ধরণের রুটিন এর মধ্যে থেকে চলি, সেটাকেই বোঝায়। সবকিছুই আপনার হাতের মধ্যে থাকলেও কিন্তু যতক্ষণ আপনি নিজের দক্ষতাকে কোনো চ্যালেঞ্জ এর মধ্যে রাখছেন, ততক্ষণ কোনো কাজের সম্পর্কে আপনার সক্ষমতার বিষয় জানতে পারবেন না। এতে একটা সুবিধা হয় যে- কোনো নতুন বিষয়ে অভিজ্ঞতা অর্জন হয় এবং সেই সাথে আত্মবিশ্বাসও বাড়তে থাকে। আর নতুন বিষয়ের প্রতি যে একটা ভয় সবসময় কাজ করে, সেটা কমে যায়।