☆꧁ DIY প্রোজেক্ট- ক্লে দিয়ে কয়েকটি গোলাপ ꧂

in আমার বাংলা ব্লগlast year

আস্সালামুআলাইকুম /আদাব
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।💕

1000021085.jpg

বন্ধুরা আজ আমি "এসো নিজে করি" প্রজেক্টে ব্যতিক্রম একটি আয়োজন নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের এই নতুনত্ব আপনাদের মনে স্থান করে নেবে। আজ আমি ক্লে দিয়ে খুবই চমৎকার কয়েকটি গোলাপ সহজে বানানোর চেষ্টা করলাম।

1000021088.jpg

DIY প্রোজেক্ট-ও অনুভূতি

ক্লে দিয়ে বিভিন্ন রঙের গোলাপ ফুল তৈরি করা একটি বিশেষ শিল্পের কাজ, যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। যখন আমি ক্লে গঠন করতে শুরু করলাম, তখন প্রতিটি স্তর, প্রতিটি নকশা, এবং প্রতিটি রঙের সংমিশ্রণ যেন আমার মনের গভীরে লুকানো আবেগকে প্রকাশ করার সুযোগ করে দিল।

প্রথমে যখন গোলাপের বুনন শুরু করলাম, তখন মনে হচ্ছিল, আমি যেন প্রকৃতির সৃষ্টির সাথে জড়িয়ে যাচ্ছি। গোলাপের প্রতিটি petal তৈরি করতে গিয়ে আমি আমার চিন্তা ও অনুভূতিকে মুক্তভাবে প্রকাশ করতে পারলাম। বিভিন্ন রঙের ক্লে ব্যবহার করে ফুলগুলোকে আরও জীবন্ত করে তোলার চেষ্টা করলাম—লাল, গোলাপী, সাদা, হলুদ; প্রত্যেকটি রঙে যেন এক একটি আলাদা অনুভূতি, এক একটি গল্প।

প্রতিটি ফুল গড়তে গিয়ে মনে হচ্ছিল, আমি একটি নতুন জীবনের সৃষ্টি করছি। একদিকে যেমন সৃষ্টির আনন্দ, অন্যদিকে তেমন একটি গভীর শান্তি। আমি যখন ক্লে মিশাতে শুরু করলাম, তখন সব চিন্তা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র সৃষ্টির প্রক্রিয়াতে মনোনিবেশ করলাম। প্রতিটি ফুলের পাঁপড়িতে হাতে স্পর্শের মাধ্যমে আমি আমার মনের গভীরতা উপলব্ধি করছিলাম।

এটি শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, বরং এটি আমার অভিব্যক্তির একটি মাধ্যম। প্রতিটি গোলাপ যেন আমার হৃদয়ের কথাগুলো বলছে, আমার আনন্দ, আমার দুঃখ, আমার আশা—সবকিছুর প্রতিফলন। যখন আমি শেষ পর্যন্ত দেখতে পেলাম যে আমি একটি সুন্দর ফুল তৈরি করেছি, তখন মনে হল আমি আমার মনের ভেতরের সৌন্দর্যকে চিত্রিত করতে পেরেছি।

এখন, যখন আমি এই গোলাপ ফুলগুলোকে একত্রিত করি, তখন আমার মনে হয়, এগুলো যেন আমার সৃষ্টির গর্ব, আমার হৃদয়ের একটি অংশ। এগুলো কেবল এক ঝলক সৌন্দর্য নয়, বরং আমার শিল্পচর্চার গভীরতা, সৃষ্টির আনন্দ এবং মানবিক অনুভূতির একটি প্রতীক। এই অনুভূতি আমার কাছে অসাধারণ, এবং আমি জানি, এই কাজের মাধ্যমে আমি কেবল একটি শিল্পকর্মই তৈরি করিনি, বরং আমি নিজেকে এবং আমার অনুভূতিগুলোকে নতুনভাবে আবিষ্কার করেছি।

1000021084.jpg


☆꧁ DIY প্রোজেক্ট- ক্লে দিয়ে কয়েকটি গোলাপ ꧂


1000021068.jpg

💞

প্রয়োজনীয় উপকরন

1000015651.jpg

  • বিভিন্ন রঙের ক্লে

siam 2.png


siam 2.png

১ম ধাপ
প্রথমে কয়েক রংয়ের ক্লে এক সাথে মিশিয়ে গোল করে নিয়ে রুটির মত করে নিলাম।

1000021107.jpg

1000021106.jpg

siam 2.png

দ্বিতীয় ধাপ
এবার রুটির মতো গোলাকার করা গুলো সব এভাবে লাইন করে লাগিয়ে এরপর ঘুরে পেঁচিয়ে নিলাম। এবং মাঝ বরাবর একটি দাগ দিয়ে দিলাম। দাগ বরাবর কেটে নিয়ে উল্টিয়ে নিলাম। হয়ে গেল চমৎকার গোলাপ ফুল।

1000021109.jpg

1000021111.jpg

1000021108.jpg

1000021128.jpg

siam 2.png

তৃতীয় ধাপ
এবার আমি সাত রঙের পাপড়ি দিয়ে চমৎকার রঙিন গোলাপ বানিয়ে নেব। শুরুতেই সাত রঙের তেলে দিয়ে এরকম গোল গোল করে বানিয়ে নিলাম।

1000021113.jpg

1000021112.jpg

siam 2.png

চতুর্থ ধাপ
এবার রঙিন পাপড়ি গুলো একটার সাথে একটা লাগিয়ে মুড়িয়ে কেটে নেব। তৈরি হলো সাত রং এর গোলাপ।

1000021115.jpg

1000021129.jpg

1000021063.jpg

1000021130.jpg

1000021118.jpg

1000021064.jpg

siam 2.png

পঞ্চম ধাপ

এবার গোলাপ গুলো সেট করার জন্য একটি স্ট্যান্ড বানিয়ে নিলাম ক্লে দিয়ে। এখন সেই স্টানের উপরে গোলাপ গুলো সেট করে দেব।


1000021121.jpg

1000021068.jpg

1000021120.jpg

1000021122.jpg

siam 2.png

ষষ্ঠ ধাপ
এবার ইচ্ছে মতো এই গোলাপ স্টানটি আমরা সাজিয়ে রাখতে পারি। যেমন আমি আমার ঘরের দেয়ালেও সাজিয়ে রেখেছি।

1000021123.jpg

1000021124.jpg

1000021085.jpg

1000021131.jpg

siam 2.png

ফাইনাল আউটপুট

1000021123.jpg

1000021124.jpg

siam 2.png

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা।আমার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করি। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই- সাথীর শত কবিতা,অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি' অবরিত নীল সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনয়ন পেয়েছি। এছাড়াও ,ওপার বাংলা বঙ্গবন্ধু রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন ভারত বাংলাদেশ। কবিগুরু স্মারক সম্মান ২০২৪ অর্জন করেছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ডাই প্রজেক্ট

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

Sort:  
 last year 

যেকোনো ধরনের শিল্প সৃষ্টি মানেই নতুন জীবন দান। এভাবে আমরা কবিতা লেখার সময় মনে হয় যেন সন্তান প্রসব করছি তেমনি বানানো বা যে কোন শিল্প সৃষ্টির অনুভূতি ও সেই জায়গায় নিয়ে যায় আমাদের। গোলাপ বানানোর যে রংগুলো ব্যবহার করেছ প্রতিটাই খুব সুন্দর। মানুষ সাধারণত লাল নীল হলুদ সবুজ মানে ডার্ক শেড ব্যবহার করে এই জায়গায় তুমি অন্যরকম কালার কম্বিনেশন ব্যবহার করেছো। চারটি গোলাপি খুব সুন্দর হয়েছে।

 last year 

সৃজনশীলতার মাঝে অন্যরকম এক তৃপ্তি কাজ করে। আর সেটা হল আত্মতৃপ্তি। সেটা কবিতা গল্প উপন্যাস কিংবা যেকোনো ধরনের সৃষ্টিশীল কাজ।
গোলাপ গুলোর ভেতরে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। তোমার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। এভাবেই পাশে থেকো সবসময়। শুভকামনা💞

 last year 

আপু আপনি ঠিক বলেছেন গোলাপ বানাতে গেলে সত্যি মনের অনুভূতি গুলো প্রকাশ পায়। যাইহোক আপনি অনেক সুন্দর গোলাপ ফুল তৈরি করেছেন।আর ধাপ গুলো অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।ধন্যবাদ আপনাকে চমৎকার ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

মনের অনুভূতির সাথে মাধুরী মিশিয়ে গোলাপগুলো তৈরি করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে,জেনে, অনেক বেশি খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসাহ দেয়ার জন্য।

 last year 

আজকে আপনি চমৎকারভাবে কয়েকটা গোলাপ ফুল তৈরি করে দেখিয়েছেন ক্লে দিয়ে। বেশ চমৎকার হয়েছে আপনার এই গোলাপ ফুল গুলো। আমার কাছে অনেক অনেক ভালো লাগলো আপু আপনার চমৎকার দক্ষতা সম্পন্ন গোলাপ ফুল দেখে।

 last year 

আমার তৈরি করা একগুচ্ছ গোলাপ আপনার কাছে ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আর তাই একগুচ্ছ গোলাপের অনাবিল শুভেচ্ছা আপনাকে।

 last year 

বাহ আপু আপনি দেখছি ডাই তৈরি করতে ও বেশ পারদর্শী। আপনি আজকে খুবই সুন্দর করে ক্লে ব্যবহার করে বেশ কয়েকটি কালারের গোলাপ ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা গোলাপ ফুল গুলো অসাধারন হয়েছে।আর আপনি ধারাবাহিকভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 last year 

উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে গোলাপের শুভেচ্ছা।

 last year 

ক্লে দিয়ে কী সুন্দর গোলাপ তৈরি করলে। শুধু গোলাপ তো নয়, এ হলো গোলাপ গুচ্ছ। অসাধারণ হাতের কাজ তোমার। তোমার প্রত্যেকটি গুণ অবাক হয়ে দেখি। সে কবিতা হোক বা আবৃত্তি অথবা হাতের কাজ। এমন ভাবেই সৃজনশীলতায় থাকো এবং আনন্দে ভরিয়ে রাখ জীবনকে। ভীষণ সুন্দর হয়েছে গোলাপের কাজ গুলি। আরো ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দাও। ভালো থেকো সবসময়।

 last year 

কবিতা আমার প্রাণের স্পন্দন। কবিতার মাঝে আশা,নিরাশা, হতাশা,ব্যর্থতা, সফলতা, স্বপ্ন, কল্পনা, বাস্তবতা, ন্যায়,অন্যায়,প্রেম প্রীতি সততা, ন্যায্যতা মা মাটি দেশ সবগুলো বিষয়ের উপরে অনুভূতি প্রকাশ করতে পারি। আর যে কোন ডাই প্রজেক্ট সেও মনের মাধুরী মিশিয়ে করার চেষ্টা করি। তোমাদের কাছে ভালো লেগেছে এটা আমার পরম পাওয়া। তুমিও সব সময় ভালো থেকো।অন্তহীন শুভকামনা তোমার জন্য দাদা।

 last year 

বাহ আপনি বেশ সুন্দর করে ক্লে দিয়ে কয়েকটি গোলাপ ফুল তৈরি করেছেন। আপনার ক্লে দিয়ে তৈরি গোলাপ ফুল দেখে খুব ভালো লাগলো। আপনার DIY প্রোজেক্ট দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা। আপনার সুন্দর মন্তব্য আমাকে সব সময় অনুপ্রাণিত করে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 last year 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে কয়েকটি গোলাপ তৈরি করে শেয়ার করেছেন। আপনারা তৈরি পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ধরনের যেকোনো পোস্ট তৈরি করতে হলে অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

চেষ্টা করেছি একগুচ্ছ গোলাপ বানিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানানোর। আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার সার্থকতা। আপনার সুন্দর সাবলীল মন্তব্য আমাকে সবসময় উৎসাহ যোগায়।

 last year 

ক্লে দিয়ে এই ডাই প্রজেক্টগুলো তৈরি করতে সত্যিই অনেক ভালো লাগে। আমিও কিছুদিন হল অনেক ফুল বানাচ্ছি।আপু আপনার গোলাপ ফুল তৈরি করার পদ্ধতিটা অনেক সুন্দর ছিল।ফুল তৈরি করলে মনের ভেতর অন্যরকম একটা আনন্দ প্রকাশ পায়। বেশ কয়েকটি কালারের গোলাপ ফুল তৈরি করেছেন কালার গুলো অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপু খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ক্লে দিয়ে যেকোনো জিনিস তৈরি করতেই মনের মধ্যে আলাদা রকম এক অনুভূতি কাজ করে। আর ফুল বানাতে তো দারুন লাগে। মনে হয় ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ে হৃদয়ে।

 last year 

রংবেরঙের ক্লে ব্যবহার করে আপনি অনেক সুন্দর গোলাপ ফুল তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার তৈরি করা গোলাপ ফুলগুলো। দুইটা গোলাপ ফুল বিভিন্ন কালার দিয়ে তৈরি করাতে বেশি সুন্দর হয়েছে। আবার এক কালারের গোলাপ ফুল ও সুন্দর ছিল। এ ধরনের কাজগুলো করার জন্য দক্ষতার প্রয়োজন হয়। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ।

 last year 

রংবেরঙের গোলাপ ফুল গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপু আপনার গোলাপ ফুল তৈরি করার পদ্ধতিটা কিন্তু দারুণ। আমার কাছে ভীষণ ভালো লাগলো ফুল তৈরি করার ধাপ গুলো দেখে। ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। ভিন্ন রং এর কিছু পাপড়ি দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর চারটি গোলাপ ফুল আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

খুবই চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আপু। একরাশ গোলাপের শুভেচ্ছা।