রাতের নীলফামারী, বন্ধুত্ব আর অপূর্ণ এক স্বপ্ন

রাতের নীলফামারী

1000075367.jpg


গতকাল রাতটা আমার কাছে একটু আলাদা ছিল। অনেকদিন পর এক বন্ধুর সাথে রাতে বের হওয়া, কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়া, শুধু ঘুরে বেড়ানোর জন্য। নীলফামারীর চেনা রাস্তাগুলো, রাতের নীরব আলো, আর মাঝেমধ্যে দু-একটা চায়ের দোকান সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত শান্তি কাজ করছিল।

বন্ধুটার একটা বড় প্ল্যান ছিল। সে নাকি খুব শিগগিরই একটি বাইক কিনবে। এই কথাটা শুনেই মনের ভেতর কোথায় যেন একটা হালকা ধাক্কা লাগলো। কারণ বাইক, এই জিনিসটা আমারও অনেক দিনের স্বপ্ন। আমি তো বাইক চালানোও শিখে ফেলেছি। রাস্তায় বাইক দেখলেই মনে হয়, ইশ! যদি আমারও একটা থাকতো!

আমরা দুজন মিলে নীলফামারীর কয়েকটা বাইক শোরুমে ঢুকলাম। নতুন বাইকের গন্ধ, চকচকে বডি, মডেলের নাম, দাম সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। বন্ধুটা বেশ সিরিয়াস, কোনটা নেবে সেটা নিয়ে হিসাব নিকাশ করছে। আর আমি? আমি শুধু দেখছি, ছুঁয়ে দেখছি, আর মনে মনে কল্পনা করছি এই বাইকটা যদি আমার হতো!হাহাহা!
1000075365.jpg

1000075366.jpg

কিন্তু বাস্তবতা বড়ই কঠিন বন্ধু। ইচ্ছে থাকলেও আমার বাইক কেনা বোধহয় আর হয়ে উঠবে না। জীবনের দায়িত্ব, হিসাব আর বাস্তবতা সব মিলিয়ে অনেক স্বপ্ন মাঝপথেই থেমে যায়। তবুও ওই শোরুমে দাঁড়িয়ে মনে হচ্ছিল, স্বপ্ন দেখা তো অপরাধ না। বাইক দেখা শেষে আমরা আরও একটু ঘুরলাম। নীলফামারীর কিছু পরিচিত জায়গা, কিছু ফাঁকা রাস্তা, রাতের হাওয়া সব মিলিয়ে সময়টা খুব দ্রুত কেটে গেল। কথা বলছিলাম জীবনের নানা বিষয় নিয়ে কেউ এগিয়ে যাচ্ছে, কেউ থেমে আছে, কেউ আবার শুধু চেষ্টা করে যাচ্ছে।

রাত শেষে বাসায় ফেরার সময় মনে হচ্ছিল, এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়তো জীবনের আসল সম্পদ। বাইক না থাকলেও বন্ধুত্ব আছে, স্মৃতি আছে, আর আছে স্বপ্ন দেখার ক্ষমতা। হয়তো কোনোদিন আমারও একটা বাইক হবে, হয়তো হবে না। কিন্তু গতকালের রাতটা আমি আজীবন মনে রাখবো একটা বন্ধুর স্বপ্নের পাশে দাঁড়িয়ে নিজের অপূর্ণ ইচ্ছেটুকু নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।


photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: রাতের নীলফামারী, বন্ধুত্ব আর অপূর্ণ এক স্বপ্ন

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  
Loading...