"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৫২ [তারিখ : ২২-০৩-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tanjima


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - তানজিমা।। জাতীয়তা - বাংলাদেশী। পেশাঃ ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছে এবং বর্তমানে একজন গৃহিনী । শখঃ নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে তার খুব ভাল লাগে ,এছাড়াও তাঁর ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ তাঁর । এর বাইরেও তিনি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করে। স্টিমিটে যুক্ত হনঃ ২০২১ সালের অগস্ট মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


মধু ও নারিকেলের পুর ভরা সবজি,ফুল ও ফলের নকশী পিঠার রেসিপি by @tanjima (date 03.22.2024 )

আজ আমি বিভিন্ন ধরনের ফুল,ফল ও সবজির নকশি পিঠা তৈরি করেছি। পিঠার ভিতরে মধু ও নারিকেলের তৈরি পুর দিয়েছি। আমি মধু দিয়ে কেন এই পুর তৈরি করেছি জানেন? এখন রমজান মাস চলে সেজন্যে আমাদের মিষ্টি জাতীয় খাবারের উপরে কন্ট্রোল নেই। শরবত থেকে শুরু করে প্রচুর মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়। কিন্তু আমরা যদি সেসব শরবত কিংবা অন্য মিষ্টি খাবারে চিনির পরিবর্তে মধু ব্যবহার করি তাহলে খুব ভালো হয়। আমার বাসায় মধু দিয়ে তৈরি খাবার বেশি খাওয়া হয়। চিনি কিংবা গুড়ের চেয়ে মধু খুবই উপকারী। শুধু মধু হলে হবে না, খাঁটি মধু হওয়া চাই। মধু আমাদের শরীরে বিভিন্ন রোগের ঔষধ হিসেবেও কাজ করে। সব কিছু মাথায় রেখেই বরং মধু ও নারিকেল দিয়ে পুর তৈরি করা হয়েছে। …


অন্যান্য সময়ের তুলনায় আমার বাংলা ব্লগে যখন কোন প্রতিযোগিতা হয়। তখন আসলো কোয়ালিটি পোস্টের পরিমাণ ওই সপ্তাহে অনেক বেড়ে যায়। বিশেষ করে যদি কোন রেসিপি এর প্রতিযোগিতা হয় । তাহলে পোস্টের পরিমাণ এত বেশি হয় যে ওই দিনের ফিচারড আর্টিকেল নির্বাচন করতে হিমশিম খেতে হয় , কারণ ঐদিন অনেক ভালো ভালো পোস্ট থাকে।

তেমনি আজকে আমার বাংলা ব্লগের ফিচার্ড পোস্ট নির্বাচন করতে হিমশিম খেতে হয়েছে।
কারণ এই সপ্তাহে আমার বাংলা ব্লগে একটি প্রতিযোগিতা চলছিল ।

আজকে আমার বাংলা ব্লগের প্রতিযোগিতার পোস্টগুলো যখন দেখছিলাম আজকে। তানজিমা আপুর পোস্ট টি বেশ ভালো লাগলো। ওনার পোস্টের টাইটেল ছিল, মধু এবং নারকেলের পুর ভরা, সবজি ফুল ও ফলে নকশি পিঠা রেসিপি। রেসিপিটি বেশ খানিকটা ইউনিক লেগেছে। রেসিপিটিতে সাধারণত মধু ও নারকেলের পুর দিয়ে । বিভিন্ন ধরনের সবজি, ফুল ও ফল এর আকৃতি দিয়ে নকশি পিঠা বানিয়েছেন।
সত্যি বলতে ওনার পিঠাগুলো খেতে কেমন হয়েছে জানি না তবে দেখতে অনেক কালারফুল ছিল যেটা খুবই আকর্ষণীয়।

সব মিলিয়ে তাই তাঞ্জিমা আপুর পোস্টটিকে আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো।


ছবিটি তাঞ্জিমা আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 months ago 

প্রথমেই তানজিমা আপুকে অভিনন্দন জানাই যে তার পোস্টটি ফিচার আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে। অবশ্যই তার পোস্ট এর মধ্যে একটি ভিন্ন রকমের আবশ্যকতা ছিল। বর্তমান সময়ে আমাদের রোজা থাকার কারণে বিভিন্ন ধরনের মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার গুলো খাওয়ার চাহিদা অনেক বেশি হয়ে গেছে বিশেষ করে গুড় এবং চিনি দিয়ে যেগুলো তৈরি হয়। কিন্তু তানজিমা আপু মধু দিয়ে নকশি পিঠার ডিজাইন তৈরি করেছিলেন যেটি আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল।

 2 months ago 

প্রতিযোগিতার জন্য তৈরি নকশী পিঠার রেসিপি ফিচারড আর্টিকেলের জন্য সেরা পোস্ট নির্বাচিত হয়েছে দেখে খুব ভালো লাগলো। এই পিঠা দেখতে যতটা সুন্দর তেমনি খেতেও খুবই সুস্বাদু। বিশেষ করে মধু দেওয়াতে এর ফ্লেভার একদম ভিন্ন এসেছে যার জন্য বেশি ভালো লেগেছে। যেকোনো অনুষ্ঠানে পিঠা দিয়ে ডেকোরেশন করতে চাইলে এই ধরনের পিঠা খুব উপকারে আসবে। যারা সৌখিনতা পছন্দ করে তাদের জন্য এই পিঠা বেশি প্রয়োজন।

 2 months ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tanjima আপু কে দেখে খুব ভালো লাগলো। আসলে এটি খুব প্রশংসনীয় একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে তানজিমা আপুর নাম দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। তিনি অনেক সুন্দর করে এই পিঠাগুলো তৈরি করেছিলেন। ফুল, ফল, সবজি অনেক কিছুই তৈরি করেছেন আপনি। উনার এই পোস্টটা আমি যখন দেখে ছিলাম, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। আর এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

তানজিমা আপু সব সময় দারুন পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন। আপুর পোস্টগুলো বরাবরই ইউনিক হয়ে থাকে।আপুর রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে যেমন লোভনীয় ছিল।তেমনি খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল।তানজিমা আপুর পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago (edited)

প্রথমেই ফিচারড আর্টিকেল হিসেবে তানজিমা আপুর পোস্ট কে সিলেক্ট করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে। তিনি অনেক ইউনিক পিঠা তৈরি করেছিল গত প্রতিযোগিতায়। ওনার অংশগ্রহণ দেখে খুব ভালো লেগেছিল। উনার এই পোস্টে আমার কমেন্ট করা হয়েছিল। আর দেখেও অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসাবে মনোনীত করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 62623.58
ETH 3021.04
USDT 1.00
SBD 3.72