"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৮১০ [ তারিখ : ০৯-১১-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
আমার লেখা কবিতা " অন্তহীন পথে একাকী " by @ripon40
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: মোঃ রিপন মাহমুদ। স্টিমিট ইউজার আইডি @ripon40। জাতীয়তা- বাংলাদেশী। তিনি একজন বাঙালি আর বাঙালি হিসেবে পরিচয় দিতে তিনি গর্ব বোধ করেন। স্টিমিটকে তিনি অনেক ভালোবাসেন। এছাড়াও ভালোবাসেন পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই অনেক পছন্দের। তিনি ঘুরতে অনেক ভালোবাসেন। তার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই আবার সেটা ভুলে যান এবং স্বাভাবিক হয়ে যান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
আমার লেখা কবিতা " অন্তহীন পথে একাকী " by @ripon40 (০৮/১১/২০২৫ )
জীবন গতিশীল এক অধ্যায় তার প্রতিটি পরতে পরতে থাকে নতুন নতুন অভিজ্ঞতা, যা জীবনকে সুন্দর ও সঠিকভাবে এগিয়ে নেয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। কিন্তু আমরা নানা সময় নানা কারণে এবং নানাভাবে প্রভাবিত হতে অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে পারি না, আমাদের মানসিকতাকে সঠিক অবস্থানে ধরে রাখতে পারি না, আমরা বিপদগামী হয়ে যাই এবং ভিন্নভাবে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করতে চাই।
ফলাফলটা তাই সর্বদা সুখকর হয় না কারণ ভিন্নভাবে কিছু অর্জন কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হলেও সেটা হয়ে থাকে অপ্রত্যাশিতভাবে। কিন্তু আপনি যখন সেটাকে প্রত্যাশিত কিছু হিসেবে গ্রহণ করবেন তখন তা আপনাকে হতাশার অন্ধকারের দিকেই নিয়ে যাবে। আমাদের এহেন মানসিকতা এবং চিন্তাভাবনাই বিপদগামী করতে উৎসাহিত করে যাচ্ছে। জীবনে কোন কিছুই সহজ না, প্রতিটি মুহুর্তই গুরুত্বপূর্ণ, তাই আমাদের কাংখিতভাবে কাংখিত অবস্থানে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত।
ফটো- @ripon40 ভাইয়ের পোষ্ট হতে নেয়া হয়েছে। Original Source
আজকে ফিচারর্ড পোষ্ট বাছাই করতে গিয়ে তেমন কিছুই আমার দৃষ্টি আকর্ষণ করতে পারেনি, সত্যি বলতে অনেকটা হতাশ হয়ে গিয়েছিলাম কিন্তু তারপর এই কবিতাটি দৃষ্টিগোচর হয়, যেখানে বাস্তবতাকে দারুণভাবে খুঁজে পেয়েছি আমি। আমাদের জীবনের অনুভূতি কিংবা আকাংখাগুলো এভাবেই আমাদের ভিন্ন দিকে ধাবিত করে। কবিতাটি আমার কাছে দারুণ লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।






রিপন ভাইয়ের এই কবিতাটি পড়ে একটু আগেই কমেন্ট করলাম। কবিতাটি আসলেই খুব সুন্দর। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ফিচার্ড আর্টিকেলে রিপন ভাইয়ের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। আরো সবচেয়ে বেশি ভালো লাগলো কবিতার পোস্ট ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে। অনেক অভিনন্দন রিপন ভাইয়াকে।অসংখ্য ধন্যবাদ ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট সিলেক্ট করার জন্য।