"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৮৩ [তারিখ : ২২-০৪-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mrahul40


অথরের নামঃমোঃ রাহুল হোসেন । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- অবিবাহিত । তার শখ- ছবি তোলা এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২০ সালের ডিসেম্বর মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :



Screenshot_20240422_114628.webp

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


Screenshot_20240422_114559.webp

বান্দরবানের পথে পথে"বড় পাথর "(তারিখ ২১.০৪.২০২৪)

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের মাঝে আবারো শেয়ার করতে চলেছি আমার বান্দরবান ভ্রমণের কিছু সুন্দর এবং কাহিনী গুলো। বান্দরবান ভ্রমণের গত পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সাঙ্গু নদীতে ভ্রমণের মুহূর্ত। আমরা এই নদী ধরে এগিয়ে যাচ্ছি রেমাক্রির উদ্দেশ্যে। সাড়ে তিন ঘণ্টা বোট জার্নি করে আমাদেরকে যেতে হবে রেমাক্রি। রেমাক্রি যেতে অনেক আকর্ষণীয় একটি জায়গা মিলে সেটা হল সে জায়গাটির নাম হল তিন্দু। আর সাঙ্গু নদীর তীরে অবস্থিত হলো তিন্দু বাজার। তিন্দু অনেক জনপ্রিয় একটি জায়গা। বিশেষ করে যারা ভ্রমণ প্রিয় এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে থাকে তাদের জন্য এই জায়গাগুলো অনেক বেশি আকর্ষণীয়।



7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HdcYcW4WZFiuAQfi2Jqvx83KDosqNF6V7WzqjGv6jXXkv74mLVU4NJETX1V1bWPoJwmkAgrwjHDRV81iLczupDd1dhupmA94.webp



ছবিটি নেয়া হয়েছে @mrahul40 এর পোস্ট থেকে


আজকের ফিচার পোস্ট বাছাই করতে গিয়ে রাহুল ভাইয়ের এই ট্রাভেল পোস্টটি আমার কাছে বেশ ভালো লাগলো। আমি এমনিতেই ট্রাভেল ব্লগ পড়তে পছন্দ করি। তার ভেতরে সেটা যদি হয় বান্দরবানের মতো এমন চমৎকার একটি জায়গা নিয়ে লেখা ব্লগ তাহলে তো কথাই নেই। এই পোস্টটিটিতে তিনি তাদের ঘোরাফেরার চমৎকার বর্ণনা দিয়েছেন। চমৎকার কিছু ছবিও শেয়ার করেছেন। বড় পাথর নামক এই জায়গা নিয়ে আমি কিছু ভিডিও দেখেছি। সেই ভিডিও দেখে আমার এই জায়গায় যাওয়ার অনেক ইচ্ছা হয়েছিলো। রাহুল ভাইয়ের পোস্ট থেকে বড় পাথর জায়গাটা সম্বন্ধে একটা ভালো ধারণা পেলাম। পোস্টটি আমার পছন্দ হওয়ার কারণে আজকে এই পোস্টটি ফিচার পোস্ট হিসেবে মনোনীত করেছি।

তিনি যে শুধু ট্রাভেল ব্লগ লেখেন তা নয়। তিনি চমৎকার কবিতা আবৃত্তি করেন। সেই সাথে দারুন সব ফটোগ্রাফি পোস্টও শেয়ার করেন। আবার জেনারেল রাইটিং পোস্টেও তিনি বেশ দক্ষ। তিনি কমিউনিটির গুণগত মানসম্পন্ন মেম্বারদের ভেতরে একজন। আমি আশা করব তিনি তার সৃজনশীলতা দিয়ে আমার বাংলা ব্লগকে আরো এগিয়ে যেতে সহায়তা করবেন। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।


ধন্যবাদ

Sort:  
 2 months ago 

বন্ধু রাহুলের বান্দরবানের পথে পথে "বড় পাথর" পোস্টটি ফিচার্ড আর্টিকেল হয়েছে দেখে খুবই ভালো লাগছে। বান্দরবানের প্রতিটি জায়গায় অনেক বেশি সুন্দর তার ভিতরে বড় পাথর এলাকাটা সত্যিই বেশ মনোমুগ্ধকর। সাঙ্গু নদীর ভেতরে এলোমেলো ভাবে বড় বড় পাথর পড়ে আছে দেখতে ভীষণ সুন্দর লাগে এই এলাকাটা।

 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে, রাহুল ভাইয়ের ট্রাভেল পোস্ট টি সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। উনার বেশিরভাগ পোস্ট আমার পড়া হয়ে থাকে। খুবই ভালো লাগে ওনার পোস্টগুলো আমার কাছে। বান্দরবান এর এই জায়গাটাতে যাওয়ার আমার অনেকদিন ধরে ইচ্ছা রয়েছে, কখনো না কখনো অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। এই জায়গায় থাকা বড় বড় পাথরগুলো কিন্তু খুবই সুন্দর। অসংখ্য ধন্যবাদ রাহুল ভাইয়ের এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ট্রাভেল পোস্টগুলো সত্যিই অনেক ভালো লাগে। আর এত সুন্দর জায়গা গুলো দেখে চোখ জুড়িয়ে যায়। রাহুল ভাইয়া নিজের ট্রাভেল পোস্ট অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে ভালো লেগেছে।

 2 months ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার হিসেবে @mrahul40 এর পোষ্ট দেখে খুব ভালো লাগলো।আমি মনে করি এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 months ago 

বান্দরবান রাঙামাটি এসব জায়গা খুবই সুন্দর। এই জায়গা গুলো ভ্রমন করার জন্য উপযুক্ত কিছু জায়গা। যদিও আমি রাঙ্গামাটি ভ্রমণে গেছিলাম কিন্তু বান্দরবান যাওয়ার সুযোগ হয়নি এখনো। ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে। তাছাড়া বর্ণনা অনেক সুন্দর ছিল। এমন সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.029
BTC 68016.16
ETH 3564.44
USDT 1.00
SBD 3.21