"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৩৪৮ [ তারিখ : ২৬-০৬-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম - তাসলিমা আক্তার সনিয়া। স্টিমিট আইডি: @tasonya। জাতীয়তা - বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন। উনি ছবি আঁকতে ভালোবাসেন। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পড়েন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের বিষয়। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন, রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

ওয়ান.png
টু.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ফটো2.jfif

আর্ট :- কাঠের চামচ এর উপরে পেইন্টিং || by @tasonya (২৬/০৬/২০২৪ )

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কাঠের চামচ এর উপরে পেইন্টিং করলাম। আসলে যখন পেইন্টিং করতে বসি তখন নতুন কিছু করতে আমার বেশি ভালো লাগে। তার জন্য প্রথমে ভাবতেছিলাম আজকে ভিন্ন কিছুর উপরে পেইন্টিং করবো। এইজন্য ঘরে খুজতেছিলাম কোন জিনিস পাওয়া যায় কিনা। হঠাৎ করেই চোখের সামনে কাঠের চামচ গুলো পড়লো। তখন আমি ঠিক করে নিলাম তাহলে এগুলোর উপরেই পেইন্টিং করা যাক। তো আমি চামচ গুলো নিয়ে পেইন্টিং করতে বসে পড়ি। যদিও প্রথম চামচের মধ্যে পেইন্টিং করতে একটু অসুবিধা হচ্ছিল। কালার গুলো কেমন জানি বসছিল না। কিন্তু তারপরেও চেষ্টা করলাম পেইন্টিংটা শেষ করার। তবে পরের চামচটাতে বেশ ভালোই পেইন্টিং করতে পেরেছিলাম। এমনিতে দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।


সৃজনশীলতা নিয়ে আমি প্রায় কথা বলে থাকি এবং সেই সপ্তাহে আমার নির্দিষ্ট দিন আসে পোষ্ট সিলেক্ট করার, সেই দিন আমি প্রায় সবগুলো পোষ্ট চেক করার চেষ্টা করি এবং সেরা সৃজনশীলতামূলক কিছুকে বাছাই করার চেষ্টা করি। কারন সৃজনশীলতা এমন কিছু যা মনের কল্পনা এবং দক্ষতার দারুণ সমন্বয় করে থাকে এবং সেরা কিছু উপস্থাপন করার পথ সহজ করে দেয়। আমার বাংলা ব্লগ সেই শুরু হতেই নানাভাবে এবং নানা আয়োজনে দক্ষতার সাথে সাথে সৃজনশীলতার মূল্যায়নের চেষ্টা করে যাচ্ছে। আমার বাংলা ব্লগের ফিচার্ড আর্টিকেল তেমন একটা উদ্যোগ।

আজকে অবশ্য অনেকগুলো পোষ্ট ছিলো এই ক্যাটাগরির মাঝে, আমি প্রায় সবগুলো পোষ্ট গভীরভাবে দেখেছি এবং তারপর এই পোষ্টটিকে সিলেক্ট করেছি। দেখুন আপনি চাইলে হয়তো অনেক কিছু করতে পারবেন, অনেক ক্ষেত্রে আপনার দক্ষতা উপস্থাপন করতে পারবেন কিন্তু আনকমন কিছু উপস্থাপন করা কিংবা আনকমন কিছুর উপর নিজের দক্ষতা প্রকাশ করা মোটেও সহজসাধ্য কিছু না, সেটা চাইলেই কিন্তু হয়ে যায় না। আজকের পোষ্টে কাঠের চামচ এর উপর দারুণ পেইন্টিং করা হয়েছে, যা সত্যি দারুণ কিছু ছিলো আমার দৃষ্টিতে।


ফটো.jfif

ছবিটি @tasonya আপুর ব্লগ থেকে নেওয়া

কমন কিছুর বাহিরে গিয়ে যখন আপনি আনকমন কিছুর উপর নিজের সৃজনশীলতা প্রকাশের চেষ্টা করবেন তখন নিশ্চিতভাবে সেটা সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে এবং সেই ক্ষেত্রে নিজের সৃজনশীলতার সেরা প্রকাশ ঘটানোর প্রচেষ্টা সফল হবে। আমার বিশ্বাস এই পেইন্টিং এর পোষ্টটি আমার দৃষ্টিতে যেমন ভালো লেগেছে ঠিক তেমনি আপনাদের দৃষ্টিতেও ভালো লাগবে। ভালো কিছুর ফলাফল সর্বদা ভালোই হয় এবং সবাইকে সেটাকে দারুণভাবে সমর্থনও করে থাকে।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Sort:  
 5 months ago 

আজকের ফিচারড পোস্টে নিজের পোস্ট দেখে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। আমি প্রতিনিয়তই চেষ্টা করে যাই নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সব কাজ করার জন্য। আর ঠিক তেমনিভাবে পেইন্টিং করার চেষ্টা করি। ইউনিক ভাবে কিছু করতে আমি একটু বেশি পছন্দ করি। আর পেইন্টিং করতে তো আমি অনেক বেশি ভালোবাসি। তাই আজকে চেষ্টা করেছি ভিন্ন রকমের পেইন্টিং সবার মাঝে শেয়ার করার জন্য। এই পেইন্টিংটা করা আসলেই কিন্তু সহজ ছিল না। অনেক কষ্ট করে কাঠের চামচ এর উপর আমি পেইন্টিং করেছি। আর আমার এই কষ্টের ফল দেখে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। কষ্টের ফল সত্যি অনেক মিষ্টি হয় এটা ঠিক। অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা মনোনীত করার জন্য।

 5 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। চামচের উপর খুব সুন্দর একটি পেইন্টিং দেখলাম। আর এত সুন্দর করে চামচগুলো উপস্থাপন করা হয়েছে দেখে মুগ্ধ হয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে।

 5 months ago 

আমিও অনেক খুশি আপু, আপনাদের মাঝে ইউনিক কিছু শেয়ার করতে পেরে।

 5 months ago 

ফিচারড আর্টিকেলের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।সোনিয়া আপুর পেইন্টিং গুলো বরাবরই অসাধারণ হয়। আজকের টাও ব্যতিক্রম নয় চামচের উপর বেশ দারুন একটি পেইন্টিং করেছেন। যা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।