"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৮৭[তারিখ : ২৬-০৪-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ashik333


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - মো: রাসেল আহমেদ।স্টিমিট আইডি - @ashik333। তিনি ছবি তুলতে এবং ঘুরতে খুব পছন্দ করেন।ভ্রমন এর পাশাপাশি উনি ফটোগ্রাফি করতে ও ভালোবাসেন এবং এটা উনার অনেক শখের। স্টিমিট এ জয়েন করেছেন ২০২০ সালের নভেম্বর মাস এ।বর্তমানে উনার স্টিমিট জার্নির বয়স প্রায় চার বছর+ চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-04-26-10-55-54-091-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7VNRr7tba1eQtUwYTYfSccietRM8dtwf7iVV7LTvjseDew13Hs7ev39WSZQAtGjhjYoAU5v5jePUhfR71WK2CA9aN.png

জেনারেল রাইটিং :- বৃক্ষরোপন... @ashik333 (২৬-০৪-২০২৪ )

আমরা সবাই অবগত আছি গত মাস ধরে যে তাপদ্রাহ চলছে একটুও কোমার না।আমাদের দেশে তো আগে থেকে কখুনো কোনো কিছুর প্রস্তুতি নেয় না। কেনো নেইনা আমরা জানিনা।এই গরম দেখে সব স্তরের মানুষ গাছ লাগানোর উদ্যোগ..


আজকের এবিবি ফিচার্ড পোস্ট আর্টিকেলটি বাছাই করার সময়, উনার এই পোস্টটি চোখে পরাতে ভাবলাম যে এই পোস্টটিই আজকের ফিচার্ড আর্টিকেল হতে পারে। কারণ উনার আজকের লেখার বিষয়টি ছিলো সবচেয়ে সময় উপযোগী একটি লেখা এবং আশা করি যেটা আমাদের দেশের সকলেই অবগত রয়েছি।

প্রকৃতি কিন্তু সবকিছুর ওই শোধ দেন। কিন্তু আমরা সেটা কখনোই বুঝতে পারিনা। আর তাই প্রকৃতিকে দিনকে দিন আমরা এমন ভাবে ধ্বংস করে আসছি। যেনো প্রকৃতি চিরস্থায়ী কোনো কিছু। অর্থাৎ আমরা যাই করি না কেনো, তার প্রভাব কোনোভাবেই প্রকৃতির উপর পরবে না। কিন্তু এটা যে কত বড় ভুল ধারণা। তা আশা করি আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি।

এই যে বর্তমানে আমরা সবাই বৃক্ষরোপণ নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছি। আচ্ছা একটা কথা না বলেই পারছি না। সেটা হলো, আমরা সবাই যদি এতো বৃক্ষ রোপন করতে পারছি। তাহলে গাছগুলো কাটছে কারা? প্রথমতই যেটা একটু খেয়াল করলেই বুঝা যায়। সেটা হচ্ছে শুধুমাত্র ফেসবুকের কিছু লাইক, কমেন্ট এর জন্যই শুধুমাত্র সবাই বৃক্ষরোপনের কথা বলছে।যার মধ্যে গুটিকয়েক মানুষ ই শুধু বৃক্ষরোপণ নিয়ে সচেতন।

তারপরে উনি বেশ ভালো একটি ইনফরমেশন শেয়ার করেছেন। সেটা হচ্ছে, এই মুহূর্তে গাছ লাগালে কিন্তু কোনো লাভ হবে না। কারণ এতো গরমে পানি দিয়েও গাছকে বাঁচিয়ে রাখাটা অনেকটা কঠিন হয়ে যাবে। তাই শুধুমাত্র ট্রেন্ডে গা ভাসিয়ে এখন গাছ কিনে গাছ লাগানোটা হবে বোকামি।

সেই সাথে আরও একটি বিষয় হলো, শুধুমাত্র যত্রতত্র গাছ লাগালেই হবে না।পরিবেশের এই ভয়াবহ রূপটাকে বদলানোর জন্য দরকার বনায়ন। অর্থাৎ এমন এমন কিছু বন সৃষ্টি করা। যেটা আমাদের প্রকৃতিকে কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ আমাদের প্রকৃতির ইকো সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবে। যেটা আমরা ইতিমধ্যে অনেক বেশি নষ্ট করে ফেলেছি।

উনার এই লেখাটি পড়ে যদি একজন ইউজার ও গাছ লাগানো তে উৎসাহী হয়। তাহলে আমি মনে করি আজকের এই এবিবি ফিচার্ড এবং উনার লেখা দুটোই সার্থক। কারণ বর্তমানে সব মানুষই এসি কেনার দিকে ধাবিত হচ্ছে। কিন্তু যখন পঞ্চাশ থেকে ৬০ ডিগ্রী গরম পরবে। তখন কিন্তু এই এসিতেও কোনো লাভ হবে না।

তাই আমরা যদি সময় থাকতে বৃক্ষরোপণ এ সচেতন হই। তাহলে আশা করছি যে, ভবিষ্যতে অন্তত পৃথিবীটা বাসযোগ্য থাকবে। কারণ বর্তমানে আমরা পৃথিবীকে অনেক বেশি অবাসযোগ্য করে ফেলেছি।


D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7VNRr7tba1eQtUwYTYfSccietRM8dtwf7iVV7LTvjseDew13Hs7ev39WSZQAtGjhjYoAU5v5jePUhfR71WK2CA9aN.png

ছবি গুলো @ashik333 এর ব্লগ থেকে নেওয়া

উনার লেখা টপিকটি বেশ ভালো ছিলো। সর্বোপরি লেখার বানান, মার্কডাউন এবং পোস্টার কোয়ালিটি সবকিছুই ভালো ছিলো। আশা করছি ভবিষ্যতেও উনি আমার বাংলা ব্লগের সাথে ভালো ভালো পোস্ট শেয়ার করে যাবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last month 

অনেক ধন্যবাদ আমার আজকের ব্লগটা ফিচারড আরটিকেলে স্থান পাবে ভাবিনি ধন্যবাদ সবাইকে।আসলে বৃক্ষরোপন আমাদের জন্য খুবই প্রয়োজন তবে এটারো একটা সময় আছে সেই সঠিক সময়েই রোপন করতে হবে।আষাঢ় শ্রাবণ মাস বৃষ্টির মাস আমাদের কে সে অবদি অপেক্ষা করতে হবে।তাই ট্রেন্ডে গা না ভাসিয়ে সঠিক সময়ের অপেক্ষা।একটা দেশের ২৫% বনায়ন থাকলে তবেই সেটা সুরক্ষায় থাকে।

 last month 

বৃক্ষরোপণ আমাদের জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তবে সেটা সময় বুঝে করতে হবে। কিছুদিন পর বৃষ্টির মৌসুম শুরু হলে তখন বৃক্ষরোপণ করলে আসলে সব থেকে বেশি ভালো হবে। আমাদের পরিবেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে। এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

বৃক্ষরোপণ করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে সময় বুঝে বৃক্ষরোপণ করা উচিত। পরিবেশকে বাঁচাতে হলে সবাইকে বৃক্ষের প্রতি যত্নশীল হতে হবে। গাছ লাগাই পরিবেশ বাঁচায়। দারুন একটি পোস্ট ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে।অনেক ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 last month 

আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত বৃক্ষ রোপনের দিকে এগিয়ে যাওয়া। বৃক্ষরোপণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গাছ আমাদের জীবনের সবথেকে বড় ভূমিকা পালন করে। আশিক ভাইয়ার এই পোস্টটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। তিনি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লিখেছেন। এত সুন্দর একটা টপিক নিয়ে পোস্টটা লেখা হয়েছে। আর এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে অসম্ভব ভালো লাগলো।

 last month 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গাছ লাগানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কথায় আছে গাছ লাগান পরিবেশে বাঁচান। কিন্তু আমরা গাছ লাগাতে এগিয়ে আসি না, বরং বিভিন্ন কারণে গাছ কেটে থাকি। আর এটা করা একেবারেই উচিত না। আশিক ভাই গাছ লাগানো নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছে। সব মানুষ কিন্তু বৃক্ষরোপণ করছে না। হাজারের মধ্যে এক দুইজন হয়তো করতেছে, আর এটার প্রতি সচেতন। কিন্তু সবারই উচিত সচেতন থাকা এবং গাছ লাগানোর জন্য এগিয়ে আসা। ফিচারড আর্টিকেল হিসেবে এই পোস্ট টি সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 last month 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার হিসেবে @ashik333 ভাইকে দেখে খুব ভালো লাগলো।আসলে বৃক্ষরোপণ বর্তমানে কি পরিমান জরুরী হয়ে পড়েছে সেটি বর্তমান গরমই প্রমাণ দেয়। যাইহোক পোস্টটি খুব ভাল ছিল আর এটি ফিচারড আর্টিকেলে দেখে ভালো লাগলো।

 last month 

🙏🙏🙏

 last month 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। এছাড়া বৃক্ষরোপণ করা ভীষণ উপকারী। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ করা উচিত। দারুন একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71055.62
ETH 3810.07
USDT 1.00
SBD 3.47