"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৭৫ [ তারিখ : ০২-১১-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristychaki


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ অতশী চাকী (বৃষ্টি) । জাতীয়তাঃ বাংলাদেশী নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে তার ভালো লাগে। আর তার ভালো লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। "ভালো কাজের, ভালো ফল" কথাটাতে তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এবং মেনে চলার চেষ্টা করেন। তিনি ২০২২ সালের জুলাই মাসে স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


IMG_20241101_230040.jpg

মতিচুরের লাড্ডু । by @bristychaki(date 02-11-2024)

প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি,আশাকরি আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে। মতিচুরের লাড্ডু
সব ধরনের খাবারের মধ্যে যখন একটি নির্দিষ্ট খাবার জনপ্রিয়তা লাভ করে তখন তার মধ্যে অবশ্যই কোনো নিরপেক্ষ গুন থাকে। সেই দিক বিবেচনা করলে মতিচুর লাড্ডু একদম সঠিক পন্থায় তার জনপ্রিয়তা লাভ করেছে...। চলুন তাহলে রেসিপি টি জেনে নেওয়া যাক। …


মিষ্টি পছন্দ করেন না এমন খুব কম মানুষই আছে , ঝালের পাশাপাশি আমরা মোটামুটি সবাই কম বেশি মিষ্টি পছন্দ করে ।
আজকে যখন আমার বাংলা ব্লগের পোস্ট গুলো দেখতে ছিলাম , বৃষ্টি আপুর এই মতি চোরের লাড্ডু , এই পোষ্টের দিকে চোখ গেল হঠাৎ করে , পুরো পোস্টটি পরে দেখলাম , বেশ ভালো লাগলো । বৃষ্টি আপু তার পোস্টে পুরো রেসিপিটির একবারে সম্পূর্ণ বিবরণ দিয়েছেন , চ্যাটি দেখে যে কেউ সহজেই অতি চোরের লাড্ডু বানাতে পারে ।

সবদিক বিবেচনা করে তাই এ পোস্টটিতে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে নির্বাচন করা হলো ।


IMG_20241101_230040.jpg

ছবিটি বৃষ্টি আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 months ago 

বহুকাল পর আমার পোস্ট ফিচার্ড আর্টিকেল এ মনোনীত হওয়ায় কি পরিমাণ যে ভালোলাগা কাজ করছে তা বলে বোঝাতে পারবো না।অসুস্থতা আরও বিভিন্ন সমস্যার কারণে কাজে মনোযোগ দিতে পারিনি।একটু একটু করে কাজে মনোনিবেশ করছি আর আজকের ফিচার্ড আর্টিকেল এ আমার লাড্ডু রেসিপি টি মনোনীত হওয়ায় আমার কাজের আগ্রহ অনেক গুণ বেড়ে গেলো।আমি সবসময়ই চেষ্টা করি নতুন কিছু করার।আশাকরি আগামীতে আরও অনেক ভালো কিছু উপহার দিতে পারবো।অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।🙏🙏🙏🙏❤️

 2 months ago 

এত মজাদার একটা রেসিপি পোস্ট ফিচারড আর্টিকেলে দেখে খুব ভালো লাগলো। বৃষ্টি চাকী দিদি এটা অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না, তবে মাঝেমধ্যে খেতে ভালো লাগে। উনার এই পোস্ট সবকিছু দেখে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করলেন দেখে ভালো লাগলো।

 2 months ago 

ফিচার্ড আর্টিকেলে বেশ দারুন একটি রেসিপি পোস্ট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। বৃষ্টি চাকী দিদির রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে।দিদি অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 2 months ago 

বৃষ্টি চাকি আপুর লাড্ডুর রেসিপিটি ফিচার্ড পোস্টে দেখতে পেয়ে ভালো লাগলো।দেখেই বুঝতে পারলাম খেতে দারুন ছিল,ধন্যবাদ ।

 2 months ago 

আমার বাংলা ব্লগ এর আজকের ফিচারড আর্টিকেলে bristychaki আপুকে দেখে খুব ভালো লাগলো।আর আমি মনে করি এটি চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 months ago 

বৃষ্টি চাকী দিদি আমাদের সাথে অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করেছে। এরকম মজাদার রেসিপি দেখলে অনেক লোভ লেগে যায়। বৃষ্টি চাকী দিদির এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে @bristychaki আপুর রেসিপি সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। গতকাল যখন আপুর সাথে ডিসকোর্ডে কথা হয় তখন তিনি বলেছিলেন এই রেসিপি তৈরি করেছেন। মতিচুরের লাড্ডু খেতে দারুণ লাগে। আমি একবার খেয়েছিলাম,উনার এই রেসিপি খুবই ইউনিক ছিল। ধন্যবাদ লোভনীয় একটি পোস্ট সিলেক্ট করার জন্য।