"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫২৩ [ তারিখ : ২২.১২.২০২৪ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক ।এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohamad786


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - মোঃ ফয়সাল আহমেদ ।স্টিমিট আইডি - @mohamad786 । উনি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করেন। সে সাথে বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করেন। তিনি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে উনার খুবই ভালো লাগে।তিনি স্টিমিট প্লাটফর্মে ২০১৯ সালের জুলাই মাসে যুক্ত হয়েছেন।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৬ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-12-22-02-45-26-046-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1Tq62EHYWnh4wtDbBZqEDmXgmH7QbweXkivGpc7gNRjsnZgb1YrnZJAMgYLoxUoVB75io45YgqS2NZQut.jpeg

শৈশব স্মৃতি:- “কুইশাল অভিযান”... @mohamad786 (21-12-2024 )

তখন আমি খুবই ছোট, তৃতীয় বা চতুর্থ শ্রেণিতে পড়ি। গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মামাতো ভাই-বোনেরা মিলে এক বিশাল দল, যেন ছোট্ট একটা বাহিনী। আমাদের প্রতিদিনের প্রধান কাজ ছিল ..


আজকে যখন ফিচার আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার এই পোস্টটি সামনে আসে এবং সামনে আসার পরে ভাবলাম যে একটু পরে দেখা যাক। তো পোস্টটি পড়ার পরে আসলে আমার বেশ মজা লাগলো। অর্থাৎ ব্যাপারটি উনি যে উল্লেখ করেছেন সেটা কল্পনা করে বেশ মজা লাগলো। তো ভাবলাম আপনাদের ও পড়ার সুযোগ করে দেই।

ছোটবেলায় যখন স্কুল এর পরীক্ষার পরে অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরে কোনো বন্ধ পেতাম। তখন যখন একসাথে মিলে নানা বাড়িতে বেড়াতে যেতাম। তখনকার সময়টা সত্যি খুব মধুর ছিলো এবং তখন যে কতো আনন্দ হতো সেটা আশা করি আমাদের সকলেরই মনে আছে।

তো তখন আসলে আমরা নিজেরাও এতো বেশি আনন্দ করতাম, যেটা বলার বাইরে। কারণ সারা বছর পড়াশোনা কিংবা একটা চাপের মধ্যে থাকতে হতো। তো সেই সব কিছু ছেড়ে যখন একটু বন্ধ পেতাম। অর্থাৎ বলা চলে যে একেবারে যেনো ছাড়া পেতাম। তখন আমরা একেবারে পাগল হয়ে যেতাম। আর আমাদের মায়েরা একটা কথা এটা নিয়ে খুব মজা করে বলে। সেটা হলো, বাঁধা গরু যেনো ছেড়ে দিয়েছে। যাইহোকএক্স তবে উনি যে কাহিনীটি উল্লেখ করেছে তেমন কোনো কাহিনী কখনো ঘটানোর মতোন সুযোগ হয়নি। কারণ ভয়ে। অর্থাৎ এটাই ভয় ছিলো যে,এ ধরনের কোনো কিছু করলে যদি ধরা পরে যাই। তাহলে এরপরে যে কি হবে, সেটা আর ভাবতে হবে না।

তবে উনার কাহিনী পড়ে মনে হচ্ছে যে, এমন এক দুটো ধরনের ঘটনা জীবনে রাখা উচিত ছিলো।তাহলে এভাবে বড় হওয়ার পরে মনে পরলে একটু অন্তত হলেও স্মৃতিচারণ করে আনন্দ পাওয়া যেতো। তবে উনার কাহিনীটি পড়েও বেশ মজা পেয়েছি। আর আশা করছি যে রবিবারের আড্ডা তে যদি উনার এই পোস্টটি সিলেক্ট হয়। অর্থাৎ আড্ডার টপিক হিসেবে। তাহলে এই সম্পর্কে আমরা আরো অনেক গল্প শুনতে পাবো। তবে আখ আমার ও খুব প্রিয় বলা চলে। তাই উনার এখানে আসলে আখের কথা দেখে আমার নিজের ও খেতে ইচ্ছা করছে। যাইহোক, উনার লেখাটি পড়ে ভালো লাগলো।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1Tq62EHYWnh4wtDbBZqEDmXgmH7QbweXkivGpc7gNRjsnZgb1YrnZJAMgYLoxUoVB75io45YgqS2NZQut.jpeg


ছবিগুলো @mohamad786 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 15 hours ago 

ফয়সাল ভাইয়ার এই পোস্ট ফিচারড আর্টিকেলে দেখে অনেক ভালো লেগেছে। আসলে আমাদের শৈশবের অনুভূতি এবং স্মৃতিগুলো অনেক সুন্দর ছিল। বছর শেষে এবং পরীক্ষা শেষে নানু বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দটা আলাদা ছিল। যাই হোক এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।

 11 hours ago 

শৈশব এ সকলের ই এমন কিছু স্মৃতি থাকে, যা বড় হওয়ার পর নির্মল আনন্দ এবং হাস্যার খোড়াক হয়ে থাকে। ভাইয়ার পোস্ট টি আজকের ফিচার্ড আর্টিকেল এ নির্বাচন করে তার শৈশব এর এমন একটি স্মৃতির সাক্ষী হলাম আমরাও.. খুব ভালো লাগলো।

 7 hours ago 

শৈশবের স্মৃতিগুলো সত্যিই মধুময়। স্মৃতিগুলো মনে হলে মনের অজান্তেই কত কথা আসে। প্রত্যেকেরই শৈশবের কিছু না কিছু স্মৃতি থাকে কার হয়তো বা আনন্দময় কারো হয়তো বা বেদনাদায়ক।ফয়সাল ভাইয়ের বেশ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 6 hours ago 

অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম আজকের এই ফিচারড আর্টিকেলে। আর এই পোস্টটাকে ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে, এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। শৈশবের স্মৃতিগুলো যেমন অনেক আনন্দের হয়, তেমনি আবার অনেক সময় বেদনাদায়ক হয়ে থাকে। পোস্টটা সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 40 minutes ago 

আজকের ফিচারড আর্টিকেলে নিজের পোস্ট দেখতে পেয়ে খুবই ভালো লাগছে।আসলে আমি এই পোস্টটার মাধ্যমে আমার শৈশবের সুন্দর একটি স্মৃতিময় কথা তুলে ধরার চেষ্টা করেছি।হঠাৎ করেই গতকাল রাতে আমার মামতো বোনের সাথে কথা বলার সময় এই গল্পটি মনে পড়ে গেল। তাই আপনাদের মাঝেও শেয়ার করেছিলাম।