"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৮০ [তারিখ : ১৯-০৪-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @alif111


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-মোঃআলিফ আহমেদ। জাতীয়তা- বাংলাদেশী। তিনি বর্তমানে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বসবাস করছেন। শখ-ছবি আঁকা। তিনি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করেন। এছাড়াও বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে তার খুব ভালো লাগে। শিক্ষাগত যোগ্যতা- তিনি বর্তমানে সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের ফেব্রুয়ারী মাসে স্টিমিটে জয়েন করেছিলেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


গরমকালের তিনটি ইউনিক এবং সুস্বাদুর শরবতের রেসিপি ✨ by @alif111 (date 18.04.2024 )

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি @alif111, আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন এবং মডারেটরদের এতসুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।যাইহোক আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত ৫৬ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি এই পোষ্টের মাধ্যমে।ইদানিং বেশ গরম পরেছে।এই গরমে ঠান্ডা যে কোন কিছুই অনেক ভালো লাগে। বিশেষ করে প্রচন্ড গরমে ঠান্ডা জুস অথবা শরবত খেতে তো সবারই অনেক ভালো লাগে। এ প্রচন্ড গরমে ঠান্ডা জুস অথবা শরবত খেতে আমি অনেক ভালবাসি। আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত ৫৬ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আজকে আমি এই প্রতিযোগিতায় মূলত তিনটি ইউনিক শরবত শেয়ার করতে যাচ্ছি। লেবুর শরবত তো আমরা ঘরে প্রায়ই বানিয়ে থাকি কিন্তু আজকে আমি আপনাদের মাঝে লেবুর যে শরবতটি শেয়ার করবো সেটি সম্পূর্ণ ইউনিক একটি পদ্ধতি। এছাড়াও সাথে রয়েছে কমলালেবু এবং চকলেটের শরবত। প্রতিটি শরবতই সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে তৈরি করেছি। বেশি কথা বাড়াবো না আমি মূলত তিনটি শরবত তৈরি করেছি সেগুলো হলো লেবুর শরবত, কমলা লেবুর শরবত এবং চকলেট এর শরবত। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই ইউনিক, আকর্ষণীয় এবং সুস্বাদু শরবত গুলো তৈরি করেছি। …


আজকে ফিচার আর্টিকেলে খুব ইউনিক একটি শরবতের প্রস্তুত প্রণালীর পোস্ট স্থান পেয়েছে। এই পোস্টটি শেয়ার করেছে আমাদের কমিউনিটির বর্তমানে টেম্পোরারি ইনঅ্যাক্টিভ মেম্বার @alif111 । গত সপ্তাহের প্রতিযোগিতা ৫৬ তে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি মোট তিনটি শরবত এর রেসিপি শেয়ার করেছেন। তিনটি শরবতই তিনি খুবই ইউনিক ভাবে উপস্থাপন করেছেন।

তিনি শেয়ার করেছেন লেবু, কমলালেবু এবং চকলেটের শরবত। লেবু, কমলালেবু এবং চকলেট এই তিনটি প্রধান উপাদানের মোট তিনটি আলাদা শরবত প্রস্তুত করেছেন। এই গরমে ক্লান্ত দেহ নিয়ে যখন ঠান্ডা এক গ্লাস শরবত খাওয়া যায় তখন শরীরটা নিমিষেই শীতলতা অনুভব করে। প্রচন্ড গরমের সময় মানুষ যখন ভার্চুয়ালি কোন শরবতের গ্লাসের ছবি দেখে তখনও লোভ জেগে যায় মনের ভেতরে। আর বাস্তবে সামনা সামনি পেলে তো কথাই নেই। আজকের অথর যেই প্রস্তুত প্রণালী দেখিয়েছেন সেটি অনুসরণ করে আপনিও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই তিনটি শরবত।

ইউনিকত্ব এবং একাধিক সুন্দর সুন্দর শরবত তৈরির বিষয়টি বিবেচনা করে আজকে এই পোস্টটিকে ফিচার আর্টিকেলে স্থান দেওয়া হচ্ছে। শরবতের প্রস্তুত প্রণালী এবং ডেকোরেশন উভয় বিষয়টি প্রাধান্য পেয়েছে ফিচার আর্টিকেল নির্বাচনে।


2.PNG

ছবিটি আলিফ ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 20 days ago 

আজকে ফিচারড আর্টিকেলে আলিফ ভাইয়ের শরবতের রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো। এই গরমে কিন্তু সবার জন্যই এই শরবতগুলো উপকারী ছিল। যেমন গরম পড়েছে তেমনি সবাই বেশ সুন্দর সুন্দর শরবত তৈরি করেছে। আমার কাছে ডেকোরেশন টা কিন্তু অনেক ভালো লেগেছে। ভাইয়ের জন্য আরো অনেক অনেক শুভকামনা রইল।

 20 days ago 

আজকে ফিচারড পোস্টে আলিফকে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। তার পোস্টটি আমি দেখেছি সত্যি সে খুবই দক্ষতার সাথে এবং অনেক সময় নিয়ে এই শরবত রেসিপিগুলো তৈরি করেছিল এবং ইউনিকন রেসিপি ছিলো। যার কারণে আমারও খুবই ভালো লেগেছিল। আগামীতে আরও ভালো যেন করে তার জন্য শুভকামনা রইল।

 20 days ago 

প্রথমত সকল এডমিন এবং মডারেটরদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই পোষ্টটি বিবেচনা করে ফিচারড আর্টিকেল এ গণ্য করার জন্য। আজ আমি অনেক অনেক আনন্দিত যেটা লিখে প্রকাশ করার মতো না। এই পোস্টটি করার মাধ্যমে আজ আমি সার্থক অনুভব করছি।আমি আমার পোস্টগুলোর কোয়ালিটি আরো ভালো করার চেষ্টা করবো। আজকে আমার এই পোস্টটি ফিচারড আর্টিকেল এ গণ্য করে আমাকে উৎসাহিত করার জন্য সকল এডমিন এবং মডারেটর কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলের দোয়া নিয়ে আমি যেন সামনে আরো ভালো কিছু করতে পারি,ধন্যবাদ সবাইকে।

 19 days ago 

ফিচারড আর্টিকেলে আলিফ ভাইয়ার পোস্টটি সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।এই গরমে ইউনিক শরবতের রেসিপি সবার জন্য অনেক উপকারী। বেশ দারুণভাবে শরবতগুলো তৈরি করেছে। ডেকোরেশন টাও অনেক সুন্দর ছিল। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনয়ন করার জন্য ।

 19 days ago 

আলিফ ভাইয়ার এই পোস্ট কমেন্ট করার সময় আমি দেখেছিলাম। উনার এই পোস্টে কমেন্টও করা হয়েছে। তিনি সত্যি খুবই ইউনিক এবং মজাদার শরবত রেসিপি তৈরি করেছিলেন প্রতিযোগিতার জন্য। গরমের সময় এই ঠান্ডা শরবতগুলো খেলে অনেক বেশি ভালো লাগবে। তৃপ্তি সহকারে খাওয়া যাবে এই শরবতগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলিফ ভাইয়ার এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 19 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে অনেক সুন্দর একটা পোস্ট সিলেক্ট করা হয়েছে। যেটা দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। আলিফ ভাইয়ের পোস্টগুলো অনেক ভালো লাগে আমার কাছে। তিনি নিজের দক্ষতা এবং ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সব সময় এই কাজগুলো করে থাকেন। প্রতিযোগিতার জন্য তৈরি করা উনার শরবতের রেসিপি পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য। আশা করছি তিনি অনেক বেশি উৎসাহিত হবেন এটা দেখলে।

 18 days ago 

আলিফের রেসিপিটি অসাধারণ ছিল। তার সেই রেসিপিটি আমার বাংলা ব্লগ এর ফিচারড আর্টিকেলে দেখে খুব ভালো লাগলো।ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 61191.20
ETH 2972.28
USDT 1.00
SBD 3.48