"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৪৭১ [ তারিখ : ২৯-১০-২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
DIY-কাপড় দিয়ে পাপোশ তৈরি - @monira999
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-মোছা: মনীরা আক্তার মুন্নি। স্টিমিট আইডিঃ @monira999। জাতীয়তা- বাংলাদেশী। শখ-তাঁহার প্রিয় শখ গুলো হলো: রান্না করা, ফুল গাছ লাগানো, ফটোগ্রাফি করা, ছবি আঁকা ইত্যাদি। তবে এগুলোর মধ্যে তাঁহার সবচেয়ে প্রিয় শখ হচ্ছে ফটোগ্রাফি করা।শিক্ষাগত যোগ্যতা- অনার্স শেষ করে বর্তমানে মাস্টার্সে অধ্যায়নরত আছেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জুলাই মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৯৯৩ দিন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
DIY-কাপড় দিয়ে পাপোশ তৈরি || by @monira999 (২৯/১০/২০২৪ )
এটা সত্য যে, কোন ভালো কাজের ক্ষেত্রে মনটা অধীক ভালো থাকে এবং সেটা যে পর্যন্ত সম্পন্ন না করা হয় সে পর্যন্ত একটা অস্বস্তি কাজ করে মনের মাঝে। এই কথাগুলো শুধু লেখকের নিজের নয় বরং আমাদের সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। প্রতিটি ভালো কাজের পেছনে আমাদের মনের একটা সুন্দর সায় থাকে, তাইতো আমরা ভালো কিছু করার ক্ষেত্রে আরো উৎসাহ পেয়ে থাকি। হ্যা, এখানে শুধু ভালো কিছুর কথা বলা হয়েছে, চাই সেটা কাজের ক্ষেত্রে হোক কিংবা কোন সৃজনশীলতা প্রকাশের ক্ষেত্রে হোক, উভয় ক্ষেত্রেই অনুভূতিটা সমানভাবে কাজ করে থাকে।
আজকের ফিচার্ড পোষ্ট বাছাই করার ক্ষেত্রে অনেকটা সময় নিতে হয়েছিলো আমাকে, কারন বেশ কয়েকটি পোষ্ট পছন্দের তালিকায় ছিলো এবং সেগুলোর ব্যাপারে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। কিন্তু তারপরও মনে হলো সবগুলো পোষ্ট দেখা দরকার এবং আরো একটু নিচের দিকে গেলাম, তারপর এই পোষ্টটি আমার চোখে পড়লো। সত্যি বলতে এই ধরনের কাজের ক্ষেত্রে আমার আগ্রহটা বরাবরের মতোই একটু বেশী। দেখুন আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম, পুরনো ফেলনা জিনিষ দিয়ে অনেক কিছু তৈরী করতাম বাড়ির কাজের জন্য, সেগুলোতে দুটো লাভ হতো ফেলনা জিনিষগুলোর ব্যবহার হতো এবং সেটা দারুণভাবে সৌন্দর্যও বৃদ্ধি করতো।
ছবিটি @monira999 আপুর ব্লগ থেকে নেওয়া।
সৃজনশীলতার বিষয়ে এমনিতে আমার দুর্বলতা আছে কিন্তু সেটা যদি ভিন্ন কিছুর মাধ্যমে হয় তাহলে তার প্রতি আকর্ষণটা আরো বেড়ে যায়। আমাদের বাড়িতে কিংবা চারপাশে এমন অনেক কিছুই থাকে সেগুলোর সুন্দর ব্যবহার আমাদের চারপাশের পরিবেশটা আরো সুন্দর করার সাথে সাথে মানসিক একটা প্রশান্তিও তৈরী হতে পারে। আর যে কোন ক্ষেত্রে অপচয় মোটেও ভালো কিছু নয়। সুন্দর কিছুর সাথে সব সময়ই সুন্দর অনুভূতি থাকে। যদিও উনি নতুন কাপড় ব্যবহার করে পাপোশটি তৈরী করেছেন কিন্তু আমরা বাড়িতে পুরাতন কাপড় ব্যবহার করতাম। আশা করছি আজকের ফিচার্ড পোষ্টটি আপনাদের কাছেও ভালো লাগবে।
কাপড় দিয়ে পাপোশ তৈরি করতে সত্যি অনেক ভালো লেগেছে। আসলে সময়ের অভাবে কোন কিছু সেভাবে তৈরি করার সুযোগ হয় না। তবে কোন কাজ যখন শুরু করি তখন সেটা শেষ না করা অব্দি একদম ভালো লাগেনা। আমার পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এটা আমার সবচেয়ে বড় পাওয়া। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
বেশ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে।কাপড় দিয়ে মনিরা আপু বেশ দারুন একটি পাপোশ তৈরি করেছেন। এ পাপোশগুলো তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে তবে প্রচুর সময় ও লাগে। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
আজকের এই ফিচারড আর্টিকেলে মনিরা আপুর অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। মনিরা আপু সব সময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক কিছু তৈরি করে থাকে। মনিরা আপুর প্রত্যেকটা কাজ আমার কাছে ভালো লাগে। এই পাপোসটা দেখতে খুবই চমৎকার লাগছে।
আজকের ফিচারড আর্টিকেল হিসেবে মনিরা আপুর অসাধারণ একটি পোস্ট নির্বাচন করা হয়েছে দেখে খুবই খুশি হলাম।কাপড় ব্যবহার করে মনিরা আপুর তৈরি পাপোশ দেখতে চমৎকার হয়েছে।অনেক সময় ব্যয় করে এবং নিখুঁত হাতে চমৎকার এই পাপোশ তৈরি করেছে।আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আজকের ফিচারড আর্টিকেল পোস্টটি অসাধারণ হয়েছে। কাপড় দিয়ে তৈরি করা পাপোশটি দেখতে যেমন কালারফুল হয়েছে তেমনি সুন্দর লাগছে দেখতে। অসাধারণ হয়েছে দেখতে। অনেক ভালো লেগেছে আমার।
মনিরা আপুর আজকের পোস্টটা দেখার পরেই ওনাকে বলছিলাম যে এত সুন্দর পাপোশ, আপনি পা মুছবেন কিভাবে। আর সেই পোস্টটি ফিচার হয়েছে। যথার্থ একটি পোস্টকে ফিচার করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই।
আজকের ফিচার্ড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে মনিরা আপুর ডাই পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। তিনি কাপড় দিয়ে খুব সুন্দর একটি পাপোশ তৈরি করেছেন। পাপোশটি দেখতে বেশ চমৎকার দেখা। উনার এই পোস্ট একদমই ইউনিক লেগেছে। ধন্যবাদ এত সুন্দর পোস্ট সিলেক্ট করার জন্য।