এবিবি-ফান প্রশ্ন ১৪৫ || কোকিল শুধু বসন্তেই সুর করে ডাকে কেন?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কোকিল শুধু বসন্তেই সুর করে ডাকে কেন?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

গরম পড়ার আগে শেষ আনন্দ করে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

মানুষদের জন্য ফেব্রুয়ারি যেমন ভালোবাসার মাস,তেমনি কোকিলদের জন্য বসন্তকাল ভালোবাসার মাস,তাই কুহু কুহু করে ডেকে তার প্রিয় মানুষকে খুঁজে বেড়ায়।

 last year 

ঠিক ঠিক। ভালবাসার কাল

 last year 

জি দাদা 😂

 last year 

কারণ কোকিলের মনে ভালোবাসার আগুনঝরা রঙ লাগে তাই কোকিল শুধু বসন্তেই সুর করে ডাকে প্রেমিককে।

 last year 

এই আগুনেও কোকিল বেঁচে আছে, আশ্চর্যের

 last year 

প্রেমের আগুনে কোকিল আরো পবিত্র ও আয়ু পাবে দাদা,হি হি☺️☺️.

 last year 

কোকিল শুধু বসন্তেই সুর করে ডাকে কেন?

বসন্তের পরই গ্রীষ্মকাল চলে আসে। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে,তাই অতিরিক্ত গরমের কারণে কোকিলের গলা দিয়ে সুর বের হয় না।🤣🤣🤣

 last year 

জল খাওয়াতে হবে।

 last year 

জি দাদা বেশি করে জল খাওয়াতে হবে। তাহলে গ্রীষ্মকালেও সুর করে ডাকবে।

 last year 

বসন্তে কোকিলের বউ মনে হয় বাপের বাড়ি বেড়াতে যায়। তাই সারা বছরের জমানো সুর দিয়ে পাশের বাড়ির কোকিলের সাথে লাইন মারার চেষ্টা করে।🤪🤪🤪

 last year 

হুম, আমরা কিছু বললেই যত দোষ, আপনারা বললে সেটা কিছু না।

 last year 

মেয়েরা তো মহান। তারা কোন দোষের সাথে জড়িত থাকতে পছন্দ করে না। 😅😅

 last year 

একবার ছাড়া পেয়েছে কম আনন্দ নাকি।

 last year 

বউয়ের সামনে থাকলে তো কোকিলের গলা দিয়ে শুধু কর্কশ কণ্ঠই বেরোয়। আর বউ বাপের বাড়ি গেলে মধুর সুর বের হয়।😅

বসন্তকালের কোকিলের বউ কোকিলা বাপের বাড়ি বেড়াতে যায়। তখনই কোকিল মুখ ফুটে কিছু বলার সুযোগ পায়। তাছাড়াও এই সময় কোকিল সুযোগ বুঝে একটা প্রেম করে, আর তার প্রেমিকাকে খুশি করার জন্য মনের আনন্দে গান গায়।
 last year 

আহা রে। বউয়ের ভয়ে কোকিলের জীবন শেষ।

 last year 

বসন্ত আসলে কোকিলের মনে প্রেম জাগে, আর সেজন্যই প্রেমের জাগরণে প্রেমিকাকে জাগ্রত করতে কোকিল শুধু বসন্তেই সুর করে ডাকে।🤣🤣🤣

 last year 

কোকিল তাহলে প্ল্যান করেই সব করছে।

 last year 

তাইতো মনে হয় দাদা😂😂

 last year 

কোকিল শুধু বসন্তেই সুর করে ডাকে কেন?

কোকিল হলো সুসময়ের বন্ধুর মতো। যদি সুসময় থাকে তখন বন্ধুত্ব থাকে আর বিপদে পরলে বন্ধু আর নেই। তাই কোকিল ও অন্য সময় মুখ ভার করে থাকে 🙄

 last year 

কেবোল শীতেই আপনার শীত লাগে,গ্রীষ্মে গরম লাগে।ঠিক তেমনই বসন্তে কোকিলের মনে রঙ লাগে,তাই সেসময় ডাকে।

 last year 

তাইতো! রঙ তাহলে এসমই লাগে।

 last year 

আমি ভাই ঘরের খেয়ে বনের মহিষ তারাই না। কোকিল বসন্তে ডাকবে না শীত কালে ডাকবে এটা তার ইচ্ছা। আমি ভাই কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে যাই না।

 last year 

কিন্তু সে তো ডেকে ডেকে পাড়া মাথায় তোলে। হাঃ হাঃ

 last year 

সে তুলুক। আমি ভাই পান্তা ভাতে হওয়া দিয়ে খাওয়া মানুষ।

 last year 

হয়তোবা বসন্তকালে কোকিল প্রেমে পড়ে যায় তাই সেই সময় সে মধুর সুরে গান গায়।

 last year 

তাই হবে। বাঁশ খেয়ে চিৎকার

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 57030.30
ETH 2858.42
USDT 1.00
SBD 3.62