এবিবি-ফান প্রশ্ন-৫৯ || বিয়ের পরে জামাইরা বউকে কেন ভয় পায়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বিয়ের পরে জামাইরা বউকে কেন ভয় পায়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
জামাইরা শুধুমাত্র ভালোবাসা প্রকাশ করতে পারে। তাই তারা নিজের ইচ্ছায় বউদের ভয় পায়, যাতে করে সংসারে অশান্তি না হয়, হাহাহা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভয় পাওয়ার অনেকগুলা কারণ আছে তো,
তা না হলে ভালোবাসা ভাগে কম পড়বে,
এক দৌড়ে বাপের বাড়ি গেলে রান্না করবে কে,কাপড় কাচবে কে,বাকি সব কাজ তো বউকে দিয়েই করাবে।এই কাজে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য চুপচাপ সব মেনে নিয়ে ভয় পাওয়ার অভিনয় করে আর কি😜🤪
হাহাহাহা ভালো ছিলো।
ঠিক বলেছেন ভাই, সবকিছুর মূলে শান্তি। জামাইরা চায়না বাসায় অশান্তি হোক, তাই নীরব প্রতিবাদ চলতেই থাকে।
তারা যা খুশি বলতে পারে, যা ইচ্ছা আমাদের সাথে করতে পারে। তবে আমরা মেয়েদেরকে সম্মান করি তাই সবকিছু বুঝেও অনেক সময় চুপ থাকি।
হু ভাই, তবে যখন ড্যাস ড্যাস ছিলো তখন বেশি সহ্য করতে পারতাম না। আমার আবার রাগ বেশি ছিলো।
হা হা হা.... এটা বেশ মজার ছিল।
বউয়ের হাতের রান্না খাওয়া
বউয়ের কথায় মধু,,,
সেই কারণেই জামাই সোনা
ভয় পায় বধু।,,,
♥♥
ছন্দে দারুন ভাবে বলেছো আম্মু।
জামাইদের যে শক্তি সেটা পেশী হোক আর ফাইনান্সিয়াল হোক বউ জামাইর সাথে পারার কথা? বউরা চায় সে অন্তত ঘরে একটু বিসগিরি করবে, আর জামাইরা এত ভদ্র আর সুশীল যে বউকে ভালবেসে এই সুযোগটা করে দেয়। অন্য কিছু না। হি হি হি।
ঠিক ঠিক, সহমত।
তার জন্য আপনাকে বিয়ে করতে হবে এবং তখন প্রশ্ন করতে হবে, ছেলেরা কেন বিয়ে করে হা হা হা। মেকাপ করা সবই দারুণ ও রঙিন লাগে কিন্তু বিয়ের পর যখন মেকাপের আড়ালে থাকা আসল রূপটি দেখতে পাবেন, তখন ভয় না পেয়ে উপায় থাকবে, এবার ভাগিগিগিগি।
ভাই আপনি যে এত কথা বললেন ভাবি কি এসব জানে, হিহিহি। মেকাপ করা মেয়ে কে বিয়ে করা যাবে না, বিয়ের পর মেকাপ ছাড়া দেখলে তো কাহিনি খতম, হিহিহি।
ধুর সব দেখলে তো কপালে মাইর আছ, এই জন্যই তো দূরে দূরে রাখি হি হি হি। নিজের নিরাপত্তা আগে, বুঝতে হবে তো।
সেইফটি ফাস্ট, হাহাহা।
আবার জিগায়, নইলে বিপদ বেড়ে যাবে হি হি হি
কারণ বিয়ের পর জামাইদের জীবন তেজপাতা, বাঁশপাতা সব হয়ে যায় ,আর ভেজাবিড়ালের মতো ভয় না পেলে বউয়ের হাতের ভালো ভালো খাবারও জুটবে না কপালে তাই।
তাহলে তো সামনে আমার কপালেও দুঃখ আছে দেখছি। রান্না টা আগেই শিখে নিতে হবে।
হুম, ভাইয়া।এইজন্য তো আপনি বিয়ের আগে সবকিছু পর্যবেক্ষণ করে এগোচ্ছেন।হি হি☺️☺️
তা তো করতেই হবে। মোটামোটি কিছু কিছু রান্না পারি, বিয়ে পর বউ ঐ সব হুমকি দিলে কাজ হবে না। হাহাহা।
রান্না শিখে বউকে জব্দ করার মতলব।🤨
বিয়ের পর জামাই বউকে দেখে ভয় না পেয়ে উপায় আছে। বউ তখন সংসারের ডন হয়ে যায়।🤣
এখন তো বিয়ে করতেই অনেক ভয় লাগছে।
আমার একি অবস্থা ভাই
জামাইরা হল বড় অভিনেতা।তারা বউকে ভয় পায় না, ভয় পাওয়ার অভিনয় করে মাত্র।
এটা ঠিক বলেছেন আপনি আপু।
পরাধীনতাকে কে না ভয় পায় ভাই? বিয়ে করা মানে স্বাধীনতা ভুলে যাওয়া। বউ হচ্ছে নতুন রাষ্ট্রের শাসক তাই ভয় পায়। শাসক কে ভয় না পেলে চলে বলুন তো?
হাহাহা, তাহলে কি বিয়ে করা মানে হল জেলে যাওয়া? হাহাহা।
হ্যা ভাই। অনেকটা তো এমনই মনে হয়। যদিও অভিজ্ঞতা নাই। এমন অভিজ্ঞতা জেলে যেয়েও নিতে চাই।
হাহাহাহা, দিল্লির লাড্ডু খেয়ে পস্তানোই ভালো।
ছেলেরা ভয় টয় কিছুই পায় না। সাধু সাজার চেষ্টা করে। যাতে করে বিয়ের আগের সব কুকীর্তি বউ জানার চেষ্টা না করে।😅😅
ছেলেরা অনেক ভালো, আমাদের তো কুকীর্তি থাকেই না।
মনের মাঝে ভয় আছে বলেই তো বউকে দেখে ভয় পায় সবাই। 😃😃