আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২০৪

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

১১ জুন এলো ও ভাই
কংক্ষিত সেই দিন,
নানা রকম আয়োজনে
বাজলো খুশির বিন।

কুইজ হলো কনটেস্ট হলো
চলছে বিনোদন,
তিন দিনের ওই উৎসবেতে
উঠবে ভরে মন।

লেখক

@selinasathi1

লেখক এর অনুভূতি:

আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে নানার রকমের আয়োজনে আনন্দ এবং উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 days ago 

১১ জুন এলো ও ভাই
কংক্ষিত সেই দিন,
নানা রকম আয়োজনে
বাজলো খুশির বিন।

কুইজ হলো কনটেস্ট হলো
চলছে বিনোদন,
তিন দিনের ওই উৎসবেতে
উঠবে ভরে মন।

বসে বসে দিন গুনি আমি
আসবে কবে ১১ ই জুন,
নানান রকম আয়োজনে
বাজবে খুশির সেই বীণ।।

গান ও হবে কুইজ ও হবে
হবে চমৎকার কিছু ধাঁধাঁ
বিজয়ীর হাতে দিবে পুরস্কার
ফাউন্ডার rme দাদা।।

 3 days ago 

অপেক্ষা ফুরিয়ে এলো আবার
এগারোই জুনের বিনোদ বিহার
আমরা সবাই জড়ো হলাম
ঝুড়ি ঝুড়ি জিলাপি পেলাম
তোমরা জানো কিসের সমারহে
খুশির ঝিলিক সকল চোখে?
আমার বাংলা ব্লগের সেদিন
ছিল তৃতীয় জন্মদিন।

 3 days ago 

মন মাতানো এই অনুষ্ঠানে,
মজা করেছি আমরা সকলে।
এভাবেই থাকবে টিকে,
যুগ যুগ ধরে।

হাসি আনন্দে থাকবে মেতে,
আমাদের সকলের প্রিয়,
বাংলা ব্লগ পরিবার জুড়ে।

 3 days ago 

অপেক্ষাতে নতুন করে
আমার বাংলা ব্লগের ঘরে
এলো জন্মদিন

আমরা তাতে জমিয়ে আসর
জমজমাটি সন্ধ্যা বাসর
কাটলো তিনটি দিন।

 3 days ago 

সবাই মিলে একই সাথে,
হাসি আনন্দে মেতে উঠেছিলাম।
আমার বাংলা ব্লগের সাথে।

নতুন বছর এভাবেই,
আসবে ফিরে বারে বারে।
হাসবো খেলবো আনন্দ করবো,
আমার বাংলা ব্লগ পরিবারের সাথে।

 4 days ago 

একটি বছরের অপেক্ষাগুলো
১১-ই জুনে হলো জড়ো,
নানা ধরনের আনন্দ আর বিনোদনে
উঠলো মেতে মানুষ, হয়ে সড়ো-গড়ো।

গান,কুইজ,কবিতা হলো
হলো সেরার সেরা বাছাই,
তিনদিনের ওই কর্মসম্পাদন
উল্লাসে আর খুশির আবেশময়তায়।।

 3 days ago (edited)

এই অনুকবিতাটি একবার দেয়া হয়েছিল।যদিও আবার দেয়া হলো তাই লিখছি--

অবশেষে এসে গেলো
সেই শুভক্ষন
মনের মাঝে বাজলো বীনা
শুরু হয়ে গেলো আয়োজন।

সবাই আছি একসাথে
গল্প,হাসি,গানে
কাটবে জীবন হাসি -আনন্দ
আর গানে গানে।

 3 days ago 

তৃতীয় লাইনে সম্ভবত একটি ভুল করেছেন আপু। খেয়াল করবেন কি?

 3 days ago 

ধন্যবাদ জানাচ্ছি।

 3 days ago 

১১ জুন গেল চলে
দোলা দিলো মনে।
উৎসব, আনন্দ ছিল
তার প্রতিটি ক্ষণে।

কুইজ ছিল, এয়ারড্রপ ছিল
ছিল আলোচনা।
এত দারুণ উৎসব হবে
করিনি কল্পনা।

 3 days ago 

আমার বাংলা ব্লগ মানে মনের মাঝে আনন্দ
আমার বাংলা ব্লগ সে তো কবিতার ছন্দ,
জন্মদিন হলো যে নানান আয়োজনে,
আনন্দ খুশিতে মনটা থাকে বিনোদনে,
গান হলো কুইজ হলো হলো কবিতা,
আনন্দ বিনোদনে ভরে গেল এই মনটা।
বছর ঘুরে আবার যেন
পাইএই আনন্দের দিন ,
তুমি আমি সবাই রবো
বাংলা ব্লগের পাশে সারা জীবন ভর।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62808.61
ETH 3464.94
USDT 1.00
SBD 2.53