এবিবি ফান প্রশ্ন- ৩৭৩ || যদি একটি ভুল শুধরানোর সুযোগ দেওয়া হয়, কোন ভুলটি শুধরে নিবেন...?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
যদি আপনার জীবনের একটি ভুল শুধরানোর সুযোগ দেওয়া হয়, তাহলে কোন ভুলটি শুধরে নিবেন...?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
যে ভুলের কারনে আরামের ঘুম হারাম হয়ে গেছে। সেই ভুলটা শুধরে নিতাম। বাকিটা আপনারা বুঝে নেন। সব কিছু খোলে বললে কেইস খেয়ে যাবো, হে হে হে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভুলের সংখ্যা অনেক। কোন টা রেখে কোনটা শুধরাবো? তবে আমার জীবনের ভুল শুধরানোর সুযোগ পেলে আবার সেই ক্লাস ওয়ানে যেয়ে আবার ভর্তি হতাম। হি হি হি।
আসলেই আপু আমাদের সবার জীবনই ভুলে ভরা। আপু তাহলে ভুল শুধরানোর সুযোগ পেলে ক্লাস ওয়ান থেকে পড়াশুনা করবেন এটা বেশ সুন্দর বলেছেন।
জীবনে ভুলের পরিধি অনেক,বিভিন্ন কাজে ঠকে যাওয়ার মতোই।জীবনের একটি ভুল শুধরানোর সুযোগ দেওয়া হলে আমি জীবনে প্রেম না করার ভুলটি শুধরে নিবো।☺️☺️
প্রেম না করে কি থাকা যায় নাকি?
সেটাই তো বড় ভুল আপু,প্রেম না করে অবশ্য নো টেনশন টু ফুর্তিতে থাকা যায়।😊
তারমানে দিদি কি যে, বলবো বুঝে উঠতে পারছি না 😎
আপনি শুধু মুখে কুলুপ বেঁধে বসে থাকুন দাদা,তাহলেই হবে☺️☺️.
মানুষকে বিশ্বাস করার ভুলটি সর্বপ্রথম শুধরে নিব।
প্রশ্নটা যেন আমার জন্য এখন খুবই সহজ। কারণ আমি এই ভুলেরই মাশুল দিতেছি। ভুল শুধরে নেওয়ার অপশন থাকলে তার সঙ্গে পরিচয় হওয়া কথা বলা নিজে থেকে এগিয়ে যাওয়ার ভুলটা সত্যি শুধরে নিতাম।
বেশ কঠিন প্রশ্ন,হাজারো ভুলের মাঝে একটি বেছে নেওয়া আরেকটি বড় ভুল🤣🤣।যাই হোক একটা ভুল সংশোধন করার অপশন থাকলে বিয়েই করতাম না।বাচ্চাকাচ্চা পালা বেশ কষ্টকর🤪🤪
মনের কথাটা শেয়ার করলেন আপু, সবাই এই প্যারা থেকে বাঁচতে চাই, হি হি হি।
মানুষ মাত্রই ভুল হবে। ভুল ছাড়া মানুষ এ দুনিয়াতে নেই। সকলেই কম বেশি ভুল করে থাকে। আমিও অনেক ভুল করেছি। যদি একটি ভুল শুধরানোর সুযোগ দেওয়া হয়,তাহলে এখানেও আমি ভুল করব। কেননা হাজার ভুলের মাঝে আমি কোন ভুলটি শুধরে নিবে?
আমি তো বলবো তেমন কোনো ভুলই শুধরাবো না। কারণ আমাদের জীবনে এরকম কিছু ভুল থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই ভুলগুলোর কারণে আমরা অনেক বেশি শিক্ষা অর্জন করতে পারি। তাই ভুল শুধরানোর থেকে মাঝে মাঝে এরকম ভুল করাই ভালো বলে আমার মনে হয়🥰। কিন্তু এরকম সুযোগ পেলে আমি চেষ্টা করবো, আমার ভুলের জন্য যদি কারো কোনো ক্ষতি হয় সেই ভুলটাই শুধরে নেবো🤗
যে ভুলটি সামাজিক ভাবে
আমাকে এবং অন্যকে বিব্রতকর করে
আমার প্রত্যেষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে
সুযোগ পেলে এই ভুলটাই শুধরে নিবো আগে।
💕
জীবনে সবচেয়ে বড় ভুল করেছি ২০১০ সালে একেবারে অল্প দামে বিটকয়েন না কিনে। ভুল শুধরানোর সুযোগ পেলে ২০১০ সালে ফিরে গিয়ে, কয়েক লাখ বিটকয়েন কিনে রাখবো। তারপর ২০২৪ সাল অর্থাৎ এখন চারটি বিয়ে করে, কিছু বিটকয়েন বিক্রি করে ৪ টি বাংলো বাড়ি তৈরি করে চার বউকে রাখতাম 😂😂। আহা কি শান্তি রে🤣🤣।
আহা ভাইয়ের মনের আশা শুনে মনটা ভরে গেলো। তাহলে ভাই বিটকয়েন বিক্রি করে চারটা বউয়ের জন্য চারটি বাংলো বাড়ি তৈরি করে বউ রাখবেন এটা বেশ চমৎকার ব্যাপার।
ভাবি এই কমেন্ট দেখলে, পিটাইয়া শান্তি বাহির করবো,হা হা হা।
অবশ্যই নিজের করা সব পাপের ভুল গুলো ।