এবিবি ফান প্রশ্ন- ২৯২ | ঘুমের সময় কেউ আপনার পাশে শুয়ে নাক ডাকলে আপনি কি করবেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ঘুমের সময় কেউ আপনার পাশে শুয়ে নাক ডাকলে আপনি কি করবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
গরম কাল হলে তাকে শুকনো কম্বলে মুড়ে দেবো ঘুমানোর জন্য আর শীতকাল হলে ভেজা কম্বল মুড়ে দেবো।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ঘুমের সময় কেউ আমার পাশে শুয়ে নাক ডাকলে আমি তার নাকের সামনে মাইক্রোফোন চালু করে বড় মাইক সেট করে দেব।যাতে সারা পাড়ার সবাই সেই নাকডাকার শব্দ শুনতে পায়,আর ঘুম ভেঙে যায়☺️☺️.
বোন, এই কাজ করলে পাড়ার লোক এসে গণপিটুনি দেবে নাক ডাকা সেই মানুষটাকে।
একদিন গণপিটুনি খেয়ে বেচারার নাক ডাকা বন্ধ তো হবে দাদা,হি হি।
হি হি হি 🤣🤣 সামান্য নাক ডাকার অপরাধে গণপিটুনির মতো শাস্তি দেওয়ার কোন দরকার নেই বোন।
ঘুমের সময় পাশে কেউ শুয়ে নাক ডাকলে আমি নিজের মাথার বালিশ তার মুখের উপর রেখে বসে থাকবো। এবার কত পারো নাক ডাকো।🤩🤩
এই কাজ করলে তো ভাই আপনি নিজেও ঘুমাতে পারবেন না। নিজের মাথার বালিশ তার মুখের উপর না দিয়ে অন্য কিছু ভাবতে হবে। নিজের ঘুমের ব্যাপারটাকেও ওতো দেখতে হবে ভাই। 😌😴🥱
তেমন কিছু করবো না শীত কালে হলে ফ্রিজ থেকে বরফ এনে মুখে ওপরে দেবো,আর গরম কালে হলে মোটা লেপ দিয়ে ডেকে দিয়ে ফ্যান অফ করে দেবো।
অসাধারণ আইডিয়া দিয়েছেন ভাই
অবশ্যই এই ফর্মূলা অ্যাপ্লাই করে দেখবেন ভাই। আশা করি, কাজে আসবে ।😁😁
কিছুই করার নাই ভাই প্রতিনিয়তই একজন আমার পাশে নাক ডেকে যাচ্ছে। মাঝে মাঝে মাঝ রাতে নাক ডাকার শব্দে ঘুম ভেঙে যায় ।তখন ভাবি অদৃষ্টের নির্মম পরিহাস তাই ভুল করেছি। এই ভেবে নিজের কানে বালিশ চাপা দিয়ে আবার ঘুমিয়ে যাই।
আপু ভাগ্যের নির্মম পরিহাস মেনে নিতেই হবে। মাঝে মাঝে একটু রেকর্ডিং করে তাকে শোনাবেন। তাহলে ঘুমের মধ্যে একটু নাকের লাউড স্পিকারটা কমাবে।🤭🤭
ঠিকই বলেছেন আপু তাই করতে হবে । তানা হলে এভাবেই চলতে থাকবে সারা জীবন।😊
হিহিহি 🤣🤣 সেরা বুদ্ধি দিয়েছেন আপু।
নাক ডাকা শুনলে বুঝতে হবে আপু আপনার পাশের মানুষটা অনেক হ্যাপি আছে আপনাকে নিয়ে তাই নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে।🤭🤭
ঘুমের সময় যদি আমার পাশে কেউ না ডাকে তাহলে আমি তার নাকের মধ্যে পানি ঢেলে দেবো।
তাহলে তো ভাই ঘুমানোর আগে জলের পাত্র পাশে নিয়ে ঘুমাতে যেতে হবে। আর এই কাজ করলে কিন্তু ভাই, আপনার শোয়ার বিছানাও ভিজে যাবে তারপর আপনি নিজেও ঘুমাতে পারবেন না।
ঘুমের সময় কেউ আমার পাশে শুয়ে নাক ডাকলে আমি নিজের কানের মধ্যে তুলা গুজে রাখবো।যাতে তার নাক ডাকার শব্দ আমাকে শুনতে না হয়।
আর এতেও যদি কাজ না হয় তাহলে তার নাকটাই কেটে দিন।নাক না থাকলে তো নাক ডাকতে পারবে না।হা হা হা...
নাক ডাকার অপরাধে, নাক কেটে তাকে সূর্পনখা করে দিতে চান নাকি আপু? হেহেহে 🤣🤣
আমি তো আমার উত্তর দিয়ে দিয়েছি, এবার দেখি অন্য সবাই কেমন উত্তর দেয় এই প্রশ্নের! 🤣🤣 আমি একা একা ঘুমাই তাই কারোর নাক ডাকা সহ্য করতে হয় না, এই দিক থেকে আমি লাকি।
ঘুমের সময় কেউ আমার পাশে শুয়ে নাক ডাকলে আমি তার প্রমিকা বা প্রমিক কে ডেকে দেখাবো।বাকিটা ইতিহাস হয়ে যাবে।।।
ভাই, যদি তার প্রেমিক বা প্রেমিকা না থাকে তখন কি করবেন? তখন কাকে ডেকে তার নাক ডাকা দেখাবেন?😃😃
এটা আমার সাথে বাস্তবে ঘটেছে। আমি যখন প্রথমবার দক্ষিণ কোরিয়াতে গিয়েছিলাম, তখন আমার একজন রুমমেট ছিলো, তার নাম হচ্ছে আল-আমিন। সে প্রতিদিন এতো শব্দ করে নাক ডাকতো যে,আমি একেবারেই ঘুমাতে পারতাম না। তো আল-আমিন যখন নাক ডাকতো, আমি মোবাইলের ভলিউম একেবারে বাড়িয়ে ইংলিশ গান বাজিয়ে,আল-আমিনের কানের একেবারে সামনে ধরে রাখতাম মোবাইলটা। তারপর আল-আমিন ঘুম থেকে লাফিয়ে উঠতো😂😂। তারপর আমি বলতাম যে,আমি আগে ঘুমাবো তারপর তুমি ঘুমাবে। নয়তো আবারও একই কাজ করবো 🤣🤣।
আল-আমিন কি ভাই আপনার এই কথা সবসময় মেনে নিত, আপনাকে কি আগে সবসময় ঘুমাতে দিত?
হ্যাঁ মেনে নিতো,কারণ আমার ঘুম অনেক পাতলা তো,ঘুমানোর আগে কানে সাউন্ড আসলে ঘুম আসতো না।
তাহলে তো ভাই নাক ডাকলে ভালো লোক ছিল আপনার রুমমেট, এটা বলতেই হয়।
হ্যাঁ এমনিতে খুবই ভালো ছিলো আল-আমিন। আর নাক তো কেউ ইচ্ছাকৃতভাবে ডাকে না।
সেটা তো ঠিক কথা ভাই, কেউ ইচ্ছাকৃতভাবে নাক ডাকে না।
আমার পাশে কেউ নাক ডাকলে বালিশের তুলো বের করে তার নাকে ঢুকিয়ে নাকের লাউড স্পিকারটা অফ করে দিবো।🤣🤣
হেহেহে 🤣🤣 অনেক কঠিন সিদ্ধান্ত নেবেন যা দেখছি আপু!