এবিবি-ফান প্রশ্ন-৬৬ || সর্ষের মধ্যে ভূত থাকে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সর্ষের মধ্যে ভূত থাকে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
ভূত খুব লাজুক। লজ্জায় এতো ছোট হয়ে যায় যে সর্ষের মধ্যে গিয়ে লুকিয়ে যায়। আর একটা কারণ ভূতরা তাদের বৌদের খুব ভয় পায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ টেরা-ব্যাকা প্রেমিকদের ঘাড় মটকানোর জন্য।কারণ অধিকাংশ প্রেমিক-প্রেমিকারা সর্ষে ক্ষেতে ছবি তুলতে যায়, সঙ্গে আরও কত কিছু।তাদের সোজা পথে আনতেই ভূত সর্ষের মধ্যে লুকিয়ে থাকে।
বউয়ের মার খাওয়ার ভয়ে।আমরা জানি সর্ষে দিয়ে ভূত তাড়ানো হয়,তাই ভূতের বউ মানে পেত্নী জীবনেও সর্ষের মাঝে ভূতকে খুজতে যাবে না।তাদের কাছে বউয়ের সাথে থাকার থেকে,সর্ষের মধ্যে থাকা সহজ।বউ তো বউ ই সে মানুষ হোক আর পেত্নী।
-বাণীতে বাবা ভূতানন্দ(বিশিষ্ট ভূতগবেষক)
কি যে বলেন ভাই এমনও আবার হয় নাকি
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর উত্তর দেওয়ার জন্য।
হ্যা ভাই।সবাই বউকে ভয় পায়। বড় বড় মানুষ পর্যন্ত বউয়ের ভয়ে কেচো হয় আর ওরা তো বেচারা ভূত।ধন্যবাদ ভাই।
ভূত বেটারা খুব পাজি !! বর্তমান তেলের খুব মূল্য বৃদ্ধি দেখে সম্ভবত সর্ষে চুরি করতে এসেছে তেল বানানোর জন্য।
হি হি... সুন্দর ছিল।
ঘটনা তো সন্দেহজনক মনে হচ্ছে, তেলের চেয়ে সর্ষ বড় হয়ে যাচ্ছে হি হি হি
আসলেই সন্দেহজনক এত সরিষা ভুত করে কি ?
বউয়ের জন্য খাঁটি সরিষার তেল খুঁজতেই ভূতেরা সব সরিষার মধ্যে লুকায়। বউরা যদি নাকে সরিষার তেল দিয়ে ঘুমায় তাহলে ভূতেরাও একটু স্বাধীনভাবে ঘুরতে পারে আরকি।😅😅
আচ্ছা এই কথা, তাহলে ঘরের কথা পরে জানলো কেমনে?
সত্য কোনদিন চাপা থাকে না। তারাও মনে হয় বউয়ের জন্য খাঁটি সরিষার তেল আনতে গিয়েছিল। গিয়ে দেখে ভূত বসে আছে।
স্বামীরা বউয়ের ভয়তে ঘরে বন্দি আর ভূত বউয়ের বয়তে সর্ষেতে বন্দি।
ভুত এবং স্বামীর আছে যে সন্ধি।
তাইতো ভুত আর স্বামী করেছে ফন্দি।
রয়েছে তারা সর্ষে এবং ঘরে বন্দী। 😃🤓😍
তাই নাকি ভাই এমন আবার হয় নাকি ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
সবই কল্পনা ভাই। ধন্যবাদ ভাই আপনাকে।
শুনেছিলাম ভূত তাড়াতে সর্ষে লাগে। ভূতকে শুধুমাত্র সর্ষে তাড়াতে পারবে না। সেজন্য সিনিয়র ভূতগুলো সর্ষের মধ্যে লুকায় জুনিয়রদের সাইজ করতে😂😂।তাই তারা সঠিক জায়গা বেছে নেয় সেই সর্ষে গিয়ে।সর্ষে থাকা ভূত হলো বাবা মা অথবা অভিভাবক। আর যাদের তাড়ানো হয় তারা হলো বাচ্চা-কাচ্চা,যারা প্রেম করতে চায়🤣🤣।
আসলে ভূত তাড়ানোর জন্য সর্ষ ব্যবহার করা হয়, আর ভূত নিজের জেনারেশনের উপরে অনেক বেশি আন্তরিক, যার কারণে সর্ষ দিয়ে যখন ভূত তাড়ানো হয় যাতে করে ভূত না তাড়াতে পারে সেজন্য সর্ষের মধ্যেই ভূত থেকে থাকে।😀😀😀
একবার এক ভূতকে জিজ্ঞেস করলাম তোমাদের কি বেশি পছন্দ? ভূত জবাবে বলল সর্ষের গন্ধ এবং হলুদ রঙ আমাদের খুব পছন্দ এবং তাই আমরা সর্ষে ক্ষেতে সর্ষের ভিতর লুকিয়ে থাকি।😆
আর কিছু বলে নাই, কি কি অপছন্দ সেগুলোও বলেন শুনি।
যে মেয়েরা জামাই কে জ্বালায় তাদের কে একদম পছন্দ করে না। তাই তাদের ঘাড়েও নাকি মাঝে মাঝে বিরাজ করে। আবার আমার বাংলা ব্লগে যারা শুধু সুসময়ে থাকে তাদেরকেও অপছন্দ ভুতেদের।
ভূত তাড়াতে সর্ষে লাগে
সর্ষেতেই থাকে ভূত,
তাইতো তারা ভয় পায় না
সবকিছুতেই ধুত।
সাহস পায় ভূতরা সবাই
সর্ষের কাছে,
নরমের ঘারে বসে তাই
ভূতরা সবাই নাচে।
ন্যায়নিতী আর সততারা
লুকিয়ে আছে সর্ষে,
অনিয়ম আর দুর্নীতি
তাইতো এত বর্ষে।
♥♥
বাহ বাহ বাহ
সর্ষের সাথে ভূত
খুশি হয়ে বুদ বুদ।
খায় ওরা সুদ
খুশিতে বুদবুদ
সর্ষের ভিতর ভূত।
♥♥
ভালো লেগেছে জেনে আমি
খুশিতে নিশ্চুপ।
চারিদিকে জ্বালিয়ে দিলাম
সুগন্ধি ধূপ।
♥♥
ভুতের গার্লফ্রেন্ডের সর্ষে খুবই পছন্দ 😍
কিন্তু ভুত শত চেষ্টা করেও তার গার্লফ্রেন্ডকে কোনভাবেই পটাতে পারছে না।🥲 শেষমেষ কোন উপায় না পেয়ে ভূত তার গার্লফ্রেন্ডকে পটাতে তার গার্লফ্রেন্ডের প্রিয় সর্ষের মধ্যে লুকিয়ে থাকে। 😅 ভূতের গার্লফ্রেন্ড যখন সর্ষে ক্ষেতে ঘুরতে যায়, তখন ভূত লুকিয়ে লুকিয়ে সর্ষের ভিতর থেকে তার গার্লফ্রেন্ডকে দেখে কারণ ভূত যে বড় লজ্জাবতী 😂
আজকে এই ভুতদের কারনেই সরিষার তেলের দাম বেড়েই যাচ্ছে! 😛
এটা কি শুধু ভূতের গল্প নাকি তার সাথে আপনার অভিজ্ঞতার কোন মিল আছে?
এইটা শুধুমাত্র ভূতের গল্প এর সাথে আমার বাস্তব অভিজ্ঞতার কোন মিল নেই। 🙂
হাহাহা অনেক তো হাসলাম আপনার উত্তরটি শুনে ধন্যবাদ