এবিবি ফান প্রশ্ন- ৪৬৫ | ভালোবাসা সবাইকে অন্ধ করে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালোবাসা সবাইকে অন্ধ করে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভালোবাসা সবাইকে অন্ধ করে, কারণ Cupid যখন তীর ছোঁড়ে, তখন সে চোখ বুজেই ছোঁড়ে! আর ভালোবাসার "গুগল ম্যাপ" তো কখনোই সঠিক লোকেশন দেখায় না। তাই মানুষ হুট করে অন্ধ হয়ে যায়, দিকভ্রান্ত হয়ে ভালোবাসার লেনেই ঘুরতে থাকে! 😄
গুগল ম্যাপের কারণে রাস্তা যেমন আমরা ভুল করি, তেমনি ভালোবাসার মানুষটা বাছাই করার ক্ষেত্রেও অনেকে ভুল করে।
এই বিষয়ে এখনো আমি অনভিজ্ঞ 🥲🥲
আজকাল ভালোবাসা তাহলে গুগল ম্যাপেও পাওয়া যাচ্ছে ভাইয়া, ব্যাপক বিনোদন পাইলাম 😂😂।
আজকালের যে ভালোবাসা!! তা সব জায়গায় ছড়িয়ে ছিটে আছে, 😆😆
ভালোবাসার লোকেশন দেখালে তো খুব সুন্দর হতো। তাহলে ভালবাসা মানুষ অন্ধ হতো না।
ভালোবাসায় অন্ধ সবচেয়ে বড় অন্ধ, হিহিহি
কথায় আছে, " Love is blind and Lover can't see! "
ভালোবাসা ব্যাপারটাই এমন। এটা মস্তিষ্কে এমন ডোপামিন নির্গত করে, অনায়াসেই প্রিয় মানুষটাকে বিশ্বাস করা হয়ে উঠে! অথচ তাকে যে পাবো জীবনে সেটার গ্যারান্টি কিন্তু নেই! তারপরও অন্ধের মতো ভালোবেসে যায়। এটাই হলো ভালোবাসার স্বার্থকতা।
আমার তো মনে হয় পরিবারের কাছ বেশি বেশি বাঁশ খাওয়ার জন্যই ভালোবাসা সবাইকে অন্ধ করে🤣😃। আর প্রেমিক প্রেমিকার কাছ থেকে ছেকা খাওয়ার জন্য 😁😅।
আরিব্বাস, একদম আমার মনের কথাগুলো আপনি স্পষ্ট করে বলেছেন ভাই। ভালোবাসা মানে শুধু বাঁশ আর বাঁশ 😂😂।
ভালোবাসলে মানুষ অনেক বেশি নরম আর ক্ষমাশীল থাকে৷ তাই সমস্ত কাজ বা ভুলকে অনায়াসেই ক্ষমা করে দেয়৷ বা সমস্ত চাহিদা পুরন করে দেয় ভালোবাসার স্নেহময়তা থেকে। যা অন্যের ক্ষেত্রে হয় না৷ তাই আপাতদৃষ্টিতে দেখলে সকলেই ভাবে ভালোবাসা অন্ধ৷
কথাটি ১০০% সঠিক বলেছেন। ভালবাসলে মানুষ অনেক বেশি নরম এবং ক্ষমাশীল হয়। আর প্রিয় মানুষকে সব সময় ভালবাসতে চায়।
আপনি যদি চিন্তা করে বিবেক দিয়ে ভেবেচিন্তে ভালোবাসতে যান তাহলে কখনোই কাউকে ভালোবাসতে পারবেন না। ভালোবাসতে হলে আপনাকে অন্ধ হতে হবে এটাই নিয়ম এটাই নিয়তি। এই কারণেই অন্ধ হতে হবে ভালোবাসার ক্ষেএে দোষ গুণ ভালো খারাপ সবকিছু আপনাকে উপেক্ষা করতে হবে। আর সেটা স্বজ্ঞানে কখনোই আপনি করতে পারবেন না।
0.41 SBD,
0.89 STEEM,
2.23 SP
কারন গভীর বিশ্বাস,এই গভীর বিশ্বাসের জন্য আশেপাশের সবকিছু তার কাছে ধোঁয়ার মতো মনে হয় একমাত্র ভালোবাসার মানুষ ছাড়া।আর পরিণতিতে দিনের আলোয় অন্ধ হয়ে তাকে ভিক্ষার ঝুলি হাতে নিতে হয়☺️☺️।
গভীর বিশ্বাসের কারণেই তো একসময় এখন পস্তাতে হয়। কারণ সত্যি কারের ভালোবাসা এখন খুব কম রয়েছে।
ঠিক বলেছেন ভাইয়া।
হ্যাঁ আপু গভীর বিশ্বাস ভালোবাসার মধ্যে। আর এই কারণ অন্ধ বেশি হয়ে যায়।
ধন্যবাদ আপু,সহমত পোষণ করার জন্য।
ভালোবাসা এমনই এক জিনিস যা থাকলে নিজের চোখ দ্বারা দেখতে হয় না। এইজন্য মানুষ অন্ধ হয়ে যায়।হা হা হা
কারণ ভালোবাসায় এতটাই পাগল হয় যে, ঠিক - ভুল হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।এমন কি কেউ কেউ নিজের আত্নসম্মান বিসর্জন দেয়।
আপু এটাইতো হলো বালোপাশা🤣🤣।
আসলে আপু ভালোবাসা মানুষকে পাগল অন্ধ বেশি করে। প্রিয় মানুষের জন্য সবার এক্সট্রা একটা টান থাকে
যাতে অন্ধ হয়ে গেলে আর আশপাশের কিছু দেখতে না পায়। বেশি চোখে দেখতে পেলেই ঝামেলা। 🤣🤣🤣
তাহলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে।
ভালোবাসা নিজেই কানা,তাই সবাইকে অন্ধ করে।ভালো মন্দ পার্থক্য করতে পারেনা ভালোবাসা নিজেই।তাই বলা যায় ও নিজেই অন্ধ।
তাহলে ভালোবাসাকে আপনি কানা উপাধি দিয়ে দিলেন আপু, শুধু বিনোদন আর বিনোদন 🤣🤣।
হাহা, হ্যাঁ ভাই।