এবিবি ফান প্রশ্ন- ৩৭২|| পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম কি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মতামত: সঠিক ব্যাখ্যা আমার কাছেও নাই, মজার উত্তর পেতে চাই আপনাদের কাছ থেকে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
স্টিম কয়েনের দাম যখন বিট কয়েনের সমান দামের হয়ে যাবে তখন যে অনুভূতিটা আমাদের হবে তার নামই সুখ । (btc = steem = সুখ)
আমার এই উত্তরটা গভীরভাবে ভেবে দেখেন ভাই, সুখ পেয়ে যাবেন। হেহেহে.. 🤭🤭
আপনার কথায় লজিক আছে ভাইয়া 😄😄।
লজিকের সাথে সাথে বাস্তবেও এই জিনিসটা আমরা দেখতে চাই আপু। 🥳🥳
পৃথিবীতে প্রকৃত সুখ বলতে কিছুই নেই। যেখানেই সুখের আনাগোনা, সেখানেই ভুতের রাজত্ব।👻👻 যার উপর ভুতের ভর রয়েছে তার আবার সুখ।😎😎মানুষের কপালে সুখ নেই সবই অসুখ।🥴🥴🥴
পৃথিবীতে সুখ বলতে আমি বুঝি, গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করা এবং কারো কাছে ধরা পড়ার আশঙ্কা থাকলে, গার্লফ্রেন্ডের রুমের খাটের তলায় লুকিয়ে পড়া😂😂। তারপর গার্লফ্রেন্ডের হাত দিয়ে মজার মজার খাবার খেয়ে বাসায় চলে আসা। আহা কি শান্তি রে🤣🤣।
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম হচ্ছে ঘুম। সকাল থেকে সন্ধ্যা অবধি যদি ঘুম যেতে পারতাম তাহলে অনেক বেশি শান্তি পেতাম এর থেকে সুখ আর বেশি কিছুতে নেই। যত ভালবাসাবাসী হোক না কেন যত প্রেম করা হোক না কেন ঠিক মতো ঘুম না পারলে কিছুই ভালো লাগেনা। তাই আমি সবশেষে বলবো সুখের অপর নাম হচ্ছে ঘুম হি হি হি 🤣😂😜।
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে,তাহলে সেটা হলো শশুরের টাকা। যার শশুরের কারি কারি টাকা আছে তার মতো সুখি আর কেউ নাই,হে হে হে।
শ্বশুরের টাকা দিয়ে কি করবেন ভাই? যৌতুক নেওয়ার ইচ্ছা আছে নাকি আবার আপনার! হিহি..🤭🤭
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা।সবকিছুকে যদি পবিত্রতার সঙ্গে ভালোবাসা যায় দেখবেন কত্ত কত্ত সুখ,☺️☺️।
সব সময় একটু কম চিন্তা করুন, টাকা পয়সার প্রতি তেমন লোভ না দেখিয়ে অল্পতেই সন্তুষ্ট থাকুন। আর পরিবারের সাথে সবসময় একইরকম ভাবেই জীবন যাপন করুন। যখন যেটা করতে ইচ্ছে করবে তখন ওইটাই করুন তবে সবকিছু না। কয়েকদিন পর পর ঘুরাঘুরি করুন। দেখবেন সুখ আপনার কিছুই ছাড়বে না🥰। সবকিছু ভোগ না করে কিছু কিছু ত্যাগ করুন, এর মধ্যেই সুখ পাবেন। এগুলোর মধ্যেই রয়েছে প্রকৃত সুখ 🥰❤️🤗।
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থাকে সেটা প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যেখানে কোন কোলাহল নেই কোন কাজের প্রেসার নেই শুধু পাখিদের গুণগুন গান, ঝরনা বয়ে যাওয়ার শব্দ।
এরকম প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার কথা ভাবলে তো ভাই জঙ্গলে চলে যেতে হবে আমাদের। 😌
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম কি?
সৃষ্টিকর্তার স্মরনে গেলেই পৃথিবীতে প্রকৃত সুখ লাভ করা যায়।
good