এবিবি-ফান প্রশ্ন-৬৭ || হিমু কেনো খালি পায়ে হাঁটে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
হিমু কেনো খালি পায়ে হাঁটে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
সম্ভবত মসজিদে নামাজ পড়তে গিয়ে তার স্যান্ডেল চুরি হয়ে গিয়েছিলো। সেই দুঃখে হিমু খালি পায়ে হাঁটা শুরু করেছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
জুতার ক্ষয় রোধ করার জন্য হিমু খালি পায়ে হাঁটে। গার্লফ্রেন্ডের পিছে ঘুরতে ঘুরতে যদি জুতার তলা ক্ষয় হয়ে যায় তাহলে আবার বিয়ের সময় নতুন জুতা কিনতে হবে। তাই হিমু আগে থেকেই সচেতন।😅😅
আহারে বেচারা বোধহয় মেকাপের বিষয়টি জানতো না, না হালে পায়ে জুতার মেকাপ করে নিতো। হি হি হি।
হিমু হাটে খালি পায়ে
শিশির ভেজা দূর্বা ঘাসে,,,।
স্নিগ্ধ পরশ হিমেল বাতাসে
সুস্থ দেহে প্রাণ হাসে।
স্বাস্থ্য সচেতন বলেই হিমু
খালি পায়ে হাটে,,
গাঁয়ের পথে ছুটে বেড়ায়
ঘাটে আর মাঠে,,,,।
♥♥
চমৎকার লিখেছেন আপু।
অনেক অনেক ধন্যবাদ
♥♥
হা হা হা, তাই বুঝি বউয়ের ভয়ে জুতা পড়া ছেড়ে দিছে, মজা পাইছি।
বউয়ের ভয়ে লোকে ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে.. সেখানে জুতা কি জিনিস হাফিজ ভাই। 😁
আরে না আসল কাহিনী অন্য জায়গায়, পার্কে প্রেমিকার সাথে বসে বাদাম খেয়েছিলো কিন্তু পরে দেখে মানিব্যাগ চুরি হয়ে গিয়েছে। বাদামওয়ালা উপায় না দেখে তার জুতো নিয়ে গেলো। এরপর হতে হিমু জুতা পায়ে আর বের হয় নাই, হি হি হি।
হিমুর বিয়েতে ওর শ্যালিকারা জুতো আটকে রেখেছিল। আর ফেরত দেয়নি। তাই হিমু খালি পায়ে হাঁটে।
হা হা হা বেশ ভালো উত্তর দিয়েছেন।
নিজের অভিজ্ঞতা না থাক। শ্যালিকাদের জুতো চুরি সত্যিই খুব ভয়ঙ্কর কিন্তু।
হিমু প্রেমের কাঙ্গাল, প্রতিনিয়ত ছ্যাকা খেয়ে খেয়ে সে কাঙ্গালে পরিণত হয়েছে। যার কারণে সে খালি পায়ে হাঁটে।
হিমু বাসায় তার ছোট ভাইকে অকারনে মেরেছে তাই তার আম্মু দৌড়িয়ে দিয়েছে। তখন সে জুতা ফেলে পালিয়েছে। আর এখন সে খালি পায়ে হাটে।
হা হা হা ভালো বলেছেন।
হিমু প্রেমে ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, যার কারণে সে তার জুতা হারিয়ে ফেলেছে. তাই সে খালি পায়ে হাঁটে।
হিমুর গার্লফ্রেন্ড মেকআপ করতে খুব পছন্দ করে । 👩🎤 হিমু বেকার হওয়ার কারণে তার কাছে কোনো টাকা ছিল না।🥲 তাই হিমু তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য নিজের পায়ের জুতো বিক্রি করে একটি মেকআপ বক্স কিনে তার গার্লফ্রেন্ডকে গিফট দেয়। 😀 হিমুর দেওয়া মেকআপ বক্সটি তার গার্লফ্রেন্ডের পছন্দ না হওয়ার কারণে তার গার্লফ্রেন্ড তাকে জুতোপেটা করে।😂 আর এই কারণেই হিমু মনের কষ্টে তখন থেকে খালি পায়ে হাঁটে।😂
বাহ প্রশ্নটা থেকে সুন্দর একটা গল্প লিখে ফেলেছেন তো।
আমার উত্তরটা মনে হয় একটু বেশিই বড় হয়ে গিয়েছে।😬
বর্তমানে ইট পাথরের শহরে চাকরির জন্য ঘুরতে ঘুরতে হিমুর জুতার তলা ক্ষয় হয়ে গেছে। সেজন্য হিমু গ্রামে এসে মেঠোপথে খালি পায়ে হেঁটে চলছে যাতে আর জুতার তালা ক্ষয় না হয়।