এবিবি ফান প্রশ্ন- ৪৩৫ | জ্ঞান পাপীরা অন্ধ হয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
জ্ঞান পাপীরা অন্ধ হয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বিজ্ঞদের মতামত জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
জ্ঞান পাপীরা অন্ধ হয় কারণ তারা বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে চোখে ধুলো পড়ে যায়! আর এত বেশি ধুলা জমে যায় যে, তারা আর কিছুর আলাদা করতে পারে না। পৃথিবী তাদের কাছে হয়ে যায় এক বিশাল গুগলের সার্চ লিস্ট —কিন্তু Wi-Fi ছাড়া! 😄
ওয়াইফাই ছাড়া সার্চ লিস্ট দেখার উপায় থাকলে তারাই সবচেয়ে সুখী মানুষ হতো ভাইয়া। দারুন বলেছেন। আপনার উত্তর টি দারুন ছিল।
আপনি যখন অজ্ঞতা থেকে ভুল করবেন বা অন্যায়কে সমর্থন করবেন তখন সেটা মানা যায়।
কিন্তু আপনি যখন জানেন এটা ভুল এটা অন্যায় কিন্তু আপনি কিছু বলছেন না। কারণ আপনার স্বার্থ লুকিয়ে আছে ওখানে। মূলত স্বার্থের জন্যই জ্ঞানপাপীরা অন্ধ হয়।
আর আমি মোটেও বিজ্ঞ না ভাই। নিজের স্বল্প জ্ঞান থেকে উওর দেওয়ার চেষ্টা করলাম আর কী।
আপনার প্রশ্নেই উত্তর আছে৷ যারা জেনে বুঝে পাপ করে তাদের দৃষ্টিও তাদেরই কন্ট্রোলে৷ আসলে বিষয়টা তো পুরোপুরি মোহ। অতিরিক্তি মাত্রায় মোহ থাকার কারণেই এই সব ঘটিয়ে ফেলে৷ মোহ অতিক্রম করা কি সহজ? তবে তো সে মানুষই থাকবে না৷ মহামানব হয়ে যাবে৷ জ্ঞানপাপী রা আসলে অজ্ঞাতভাবে অন্ধ হয় না৷ জ্ঞাতসারেই অন্ধ হয়। এটা অবশ্য আমার অভিজ্ঞতা।
জ্ঞানীয়রা মনে করে জ্ঞান দেয়াই তাদের কাজ। অন্য কোন দিকে তাকানো তাদের কাজ না। তাইতো তাদের চারপাশে যা কিছুই ঘটে না কেনো সেই দিকে তাদের কোন খেয়াল নেই।
জ্ঞানপাপীরা তাদের জ্ঞান বদ্ধ ঘরে আটকে রাখে। বদ্ধ ঘরে, অন্ধকারে থাকতে থাকতে তাদের দৃষ্টিশক্তি লোপ পায়। এজন্য তারা ভালোমন্দের ভেদাভেদ আর উপলব্ধি করতে পারেনা। এজন্যই তারা অন্ধ হয়ে যায়।
কারণ তাদের সেই চোখ নেই যা তাদেরকে সত্য দেখাবে। তুই মানুষগুলোর মধ্যে রয়েছে অনেক অহংকার এবং অনেক খারাপ মনোভাব 🎭। এজন্য তারা তাদের চোখে কখনো ভালো কিছু দেখেনা। আর এই জন্য তারা অন্ধ।
জ্ঞান পাপীরা চায় বেশী করে টাকা কামিয়ে পৃথিবীর পর মঙ্গল গ্রহে বাড়ী বানাবে। তাই তো তারা জ্ঞান বিক্রি করে শুধু টাকা কামাতে থাকে। আর সব কিছু থেকে গুটিয়ে রাখে নিজেকে। আর অন্ধ না হওয়া শর্তেও অন্ধ থাকার ভান করে মাত্র।
মঙ্গল গ্রহে বাড়ি বানিয়ে কি হবে আপু। শেষে তো নিজেই যেতে পারবে না। অন্ধ বলে সবাই তাকে ফেলে চলে যাবে।
মূলত যে জ্ঞান মানুষের উপকারে আসে না বরং তারা মানুষের ক্ষতি করে তারাই জ্ঞান পাপী।তাদের লাইফের জ্ঞানটা সবসময় খারাপ কাজেই ব্যয় করে। আর এটা তাদের জন্য নির্ধারিত সে জন্যই তারা অন্ধ।
জ্ঞান পাপীরা সাধারণত অন্ধ হন কারণ তারা নিজেদের অহংকার বা গর্বের কারণে সত্যকে বুঝতে ব্যর্থ হন। তারা জ্ঞান রাখলেও সেই জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করেন না বা গ্রহণ করতে চান না। জ্ঞান থাকা সত্ত্বেও তারা কুসংস্কার মিথ্যা ধারণা বা নিজেদের ভুলের মধ্যে আবদ্ধ থাকেন। এই অন্ধত্ব তাদের নিজেদের অহমিকা ও স্বার্থের কারণে তৈরি হয়।
যাদের মন আলোকিত তারা ভালো কিছু দেখতে পারে নিজেদের চোখ দিয়ে। আর যাদের মন অন্ধকার তারা তো অন্ধের মতই কালো অর্থাৎ খারাপ জিনিস গুলো দেখবে।
জ্ঞানের আলো সবার মনকে আলোকিত করতে পারে না ভাইয়া। যার ভিতরে অন্ধকার লুকিয়ে আছে তার ভিতরে কখনো জ্ঞানের আলো প্রবেশ করতেই পারে না।