এবিবি-ফান প্রশ্ন-৩৩ || মেয়েরা বিয়ের পরে শাড়ি পড়ে কেন?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মেয়েরা বিয়ের পরে শাড়ি পড়ে কেন?

প্রশ্নকারীঃ

@rme

প্রশ্নকারীর অভিমতঃ

বিয়ের আগে মেয়েরা খুবই কম খায়, তাই ফিগার স্লিম থাকে। আর যেই বিয়ে হয়ে যায় অমনি এতো বেশী খেতে শুরু করে যে বছর খানেকের মধ্যেই একটা ছোটখাটো পাহাড় হয়ে যায়। তখন শাড়ি ছাড়া আর কিছুই পড়ার উপায় থাকে না, তাই মেয়েরা বিয়ের পরে শাড়ি পড়ে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

বিয়ের পর মেয়েরা শাড়ি পরে বলেই তো স্বামীরা বউয়ের আঁচলের তলায় লুকানোর সুযোগ পায়। তা না হলে তো অন্যের বউয়ের আঁচলের তলায় লুকানোর জন্য আঁচল খুঁজতো। 😅😅😅

 2 years ago 

আর কিছু? যা মনে আসে তাই বলে দিচ্ছেন, শুনি ভালো হবেন কবে?

 2 years ago 

সত্যি কথা পেটের মধ্যে চাপা রাখতে নেই। তাহলে আবার পেট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তো বলে ফেললাম। 😅😅

 2 years ago 

ঘটককে বোঝাতে,,,,বুঝছেন?ঘটকরা তো শুধু মেয়ে দেখলেই উঠেপড়ে লাগে।তাই, মেয়েরা যে বিবাহিত তা সবাইকে জানাতেই শাড়ি পরে। কারণ মেয়েরা বিয়ের আগে যেমন থাকে বিয়ের পরও তেমন থাকে।তাই বারবার বিয়ের প্রপোজাল এড়াতেই শাড়ি পরে বুঝিয়ে দেয় তারা বিবাহিত,আর বিয়ের জন্য দেখে লাভ নেই।😜😄🤗😇

 2 years ago 

স্বামীকে শাড়ির আঁচলের সাথে বেঁধে রাখার জন্য

 2 years ago 

দারুন ছিল ভাই

 2 years ago 

কেন আবার ভুড়িটাকে ঢাকার জন্য হা হা হা

 2 years ago 

ভাইয়া,বিয়ের পর ছেলেদের ভুড়িটাই বাড়তে দেখলাম,মেয়েদের না।😁

 2 years ago 

ভাইয়া ভুরি ঢাকার জন্য শাড়ির চেয়ে ওরনা বেটার হয়।

 2 years ago 

কেবল ভুরি মেয়েদেরটা বাড়ে,আর আপনারদের ভুরি টা মনে হয় বেড়াতে যায়😉

 2 years ago 

আমরা জানি,
মানুষ মোটনশীল, আর মেয়েরা খাওনশীল। তবে বিয়ের পরে খাওয়ার পরিমাণটা বাড়ে 😬।
দেখা গেলো বেশি খাইতে গিয়ে ভূড়ি বাড়নশীল হয়ে গেলো।
ভূড়ি যখন বাড়নশীল তাই ভূড়ি ঢাকতে শাড়ি পড়ে পড়নশীল হয়ে যায় 😂

বিঃদ্রঃ [সব মেয়েরা আবার খাওনশীল না ]😑

 2 years ago 

ভাইরে ভাই,আজ পর্যন্ত বিবাহিত ছেলেদের ভুড়ি বাড়তে দেখছি।।

 2 years ago 

বাঙালি মেয়েদের শারী পড়লে যতটা আকর্ষণীয় লাগে অন্য কোন কিছুতেই ততটা লাগেনা। বিয়ের পর তাদের দিকে আর কেউ তাকায়না বলে মনে বড় দুঃখ তাই শাড়ী পড়ে সবার কাছে আকর্ষণীয় হতে চায়। আবার এটিও হতে পারে স্বামী যেন অন্য নারীতে আসক্ত না হয় সে জন্য শাড়ি পড়ে সাজগোজ করে নিজেকে সবসময় আকষণীয় করে ভালোবাসাকে ধরে রাখতে চায়।

 2 years ago 

ওমা কি সাংঘাতিক কথা, শাড়ি পড়ে দৃষ্টি আকর্ষন করার জন্য হায় হায় হায়।

 2 years ago 

তাইতো, এ জন্য তো আমি শারি পরিনা, শাড়ি দুচোখের বিষ।

 2 years ago 

বাবার বাড়িতে বেশি খাইলে মায়ের কাছে ঝাড়ু দিয়ে পিটুনি খায়তে হয়। কিন্তু বিয়ের পর নিজের ক্ষমতা, নিজের রাজ্যে রাণী হয়ে যায়।তাই বেশি বেশি খেয়ে মোট হয়ে যার,যার কারণে শাড়ি না পরে উপায় থাকে না🤣🤣

 2 years ago 

মেয়েরা বিয়ের আগে মায়ের শাড়ি গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করে আর ভাবে, কবে শাড়ি পড়ার সাটিফিকেট পাবে! বিয়ের পর মেয়েরা শাড়ি পড়ার সেই সার্টিফিকেট পেয়ে যায়। তাই বিয়ের পর মেয়েরা শাড়ি পড়ে।

 2 years ago 

হাহাহা😀😀 অনেক মজা লাগলো ভাই এত সুন্দর একটি মন্তব্য করলেন অনেক হাসলাম ধন্যবাদ আপনাকে❤

 2 years ago 

মেয়েরা বউয়ের সাঝ সাঝতে বেশি পছন্দ করে এবং নিজেকে বউ হিসেবে প্রকাশ করতে নিজেকে বজায় রাখে , তাই তারা বিয়ের পর শাড়ি পরে।

 2 years ago 

আসলে শাড়ি নারীর সৌন্দর্য বৃদ্ধি করে। শাড়ি পরলে নারীদের আরো দেমাগী ও আরো সুশ্রী লাগে। তাই স্বামীর নিকট নিজের সৌন্দর্যের সবটুকু দিয়ে উপস্থাপনের জন্য নারীরা বিয়ের পরে শাড়ি পরে।

 2 years ago 

বাহ ভাই বাহ কচি কোমল একটি উত্তর দিয়েছেন ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো।