এবিবি ফান প্রশ্ন- ৬৭৫ || মশা কাকে বেশি কামড়ায়, মেয়েদেরকে না কি ছেলেদের কে....? আর কারন কী...?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মশা কাকে বেশি কামড়ায়, মেয়েদেরকে না কি ছেলেদের কে....? আর কারন কী...?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মশা ছেলেদেরকে বেশি কামড়ায় কারন, মেয়েদের মেকাপের স্তর এতই বেশি যে, মশা মেয়েদের রক্ত খুঁজে পায় না ,হা হা হা। 😝😅
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





মশা ছেলেদেরকে বেশি কামড়ায়, কারণ সংসারে মেয়েদের খুচরা কাজের হিসেব হয় না।তাই মশারা মেয়ে বন্ধুদের হিসেব চুকাতে ব্যাটা ছেলেদের ঘাড়ে কামড়ায়।☺️☺️
আমার মনে হয় মশা মেয়েদের থেকে ছেলেদের বেশি কামড় দেয়। কারণ মেয়েরা সারাদিন সংসারে এটা ওটা খুঁটিনাটি কাজ করতেই থাকে এবং সবদিকে খেয়ালটা বেশি থাকে। আর ছেলেদের খেয়াল একটু কম থাকে জন্যই ছেলেদের বেশি কামড় দেয় মশা। 😃😃
মেয়েদেরকে কামড়ায় বেশি, কারণ ওরা সুগন্ধি, লোশন, ক্রিম মাখে
মশা ভাবে, “ওয়াও! আজ তো পারফিউমসহ বুফে লাঞ্চ!” 🤤
ডিনারের সময় কি এমন সুগন্ধি পায় না..? 😂
তবে এইখানে ছেলে মেয়ে দুইজনকে মশা কামড় দেয়। আর অনেকে বলে ও পজেটিভ রক্ত যাদের তাদেরকে মশা কামড় বেশি দেয়। আর মেয়েরা একটু সতর্ক বেশি থাকে এই কারণে মশা তাদেরকে কম কামড় দেয়।
প্রতিটা ছেলের মধ্যে কিছু আলুর দোষ থাকে। আর সেই আলুর দোষ কমানোর জন্যই মশা ছেলেদের কে কামড়ায়। আর মেয়েরা তো সংসারের কাজ করতে করতে এমনই শেষ। তাই মশার মেয়েদের জন্য বেশ মায়া হয়।
মশা মেয়েদেরকে বেশি কামড়ায়। কারণ মেয়েরা সবসময় সাজুগুজু করে থাকে এবং মশারা সেটা খুব পছন্দ করে। মশারা রাতের বেলা মেয়েদের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং মনে মনে বলে ডিনার টাইম,উফফ সুগন্ধি স্পেশাল 🤣🤣।
আমি ভাই প্রমান ছাড়া কথা বলি না। এইযে তার প্রমান,হা হা হা।😝😁
আমার কাছে মনে হয় ছেলেদেরকে একটু মশা বেশি কামড় দেয়। কারণ ছেলেরা ঘুমালে তাদের হুশ থাকে না। এই কারণে মশা ওই সুযোগটা কাজে লাগায়।