আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
জীবন চলছে নদীর স্রোতের মতো,
কোথায় যাচ্ছে, কিছুই জানি না তো।
আলো-ছায়ায় ভরা এ পথের খেলা,
স্বপ্নের মতো সব, ধরা দেয় না।
লেখক:
লেখকের অনুভূতি:
জীবনের এই প্রবাহ অজানা, তবু স্বপ্নের পথে এগিয়ে চলার এক অসীম অনিশ্চয়তার গল্প।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
জীবন মানে বহতা নদী
বুঝি না তার গতি,
কোথায় যায় কোন কিনারায় ভিড়ে,
তা তো নেই জানা,
সবকিছুই মনে হয় অচেনা,
দূর দূরান্তরে ছুটছি কোন আশায়,
স্বপ্নগুলো আজ দেয় না ধরা,
নিশ্চয়তা নেই জীবন নামক গল্পে
হয়তো সুখ পাখি আসবে
জীবনের কোন প্রান্তে ।
অন্ধকারে যায় যে সবে
জীবন নামের গাড়ি
ডুবছে তখন হাজার সূর্য
ডুবছে যে ঘরবাড়ি।
নামছে আঁধার, ঢুকছি আমি
প্রদীপ আলোর নীচে
তবুও তখন অনেক স্বপ্ন
রোজ রাতে জন্মেছে।
জীবন আমার আকাশের মত,
বিশালতায় ঘেরা।
প্রতিনিয়ত কাজের চাপে,
হয়ে যায় যেন আধমরা।
তবুও হাসি তবুও খুশি,
সবটুকুই যেন আমার পাওয়া।
কাছের মানুষকে পাশে পেয়ে,
জীবন কাটাতে চাওয়া।
যত ব্যস্ততা ততই শান্তি,
কখনো হবে না জীবনে অশান্তি।
সবকিছু নিয়ে উজ্জ্বল আমি,
এই জীবনে কখনো হবে না ক্লান্তি।
দারুণ লিখেছেন আপু।
জীবন চলছে অজানা বাঁকে,
যার বিন্দুমাত্র জ্ঞান নেই আমার খেয়ালে।
রঙ্গিন তামাশায় ঘেরা এ জীবন মেলা
সবি যেন আঁধার নেই কোন আলোর আশা।
অজানা পথের বাঁকে
চলেছি অনন্ত পাখির বেশে
কেউ তো স্বপ্ন আঁকে
বর্ণহীন সেই নিরুদ্দেশে
তুমিও জীবন দেখছ
স্রোতের সাথে গা ভাসিয়ে
গভীরতার ধী মাপছ
অতলান্তের আঁধার সরিয়ে
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একা,
নিশ্চুপ ভাবনায় বিভোর হয়ে,
স্বপ্নের বালুচরে সময় গুনি,
স্বপ্ন কি আদৌ পূর্ণ হবে?
তবুও মন স্বপ্নের নৌকা বায়,
যায় বহুদূর দূর অজানায়।
সময় যাচ্ছে এভাবেই চলে,
জীবনের পথ গুলো আমি,
হারিয়ে ফেলছি আপন মনে।
জানিনা এই পথে ঠিকানা,
খুঁজে পাবো কি আমি।
তবুও খুঁজে বেড়ায়,
আমি শান্তির ঠিকানা,
স্বপ্ন দুচোখে নিয়ে।
বাহ্ সুন্দর লেখেছেন তো!!
যাচ্ছে চলে জীবন তরী,
আমরা সবাই তারই মাঝি,
চলছি ছুটে অজানাতে,
নিজের জন্য সুখ খুঁজিতে।।
জানিনা কো কোথায় যাবো,
পথের দেখা কোথায় পাবো,
ছুটছি কেবল অন্ধকারে,
যদি কোথাও দিশা মিলে।।
চলে যায় সময় নিজ গতিতে
স্মৃতিগুলো যেন আলো আঁধারে মিশে।
জীবন খাতার এক লিপিবদ্ধ পাতায়
স্বপ্নগুলো যেন বারবার ফিরে আসে।
গন্তব্য যেথায় অনিশ্চিত,
সেথায় পা বাড়ানো অনুচিত।
তবুও মনের তাগিদে ছুটে যাই মোরা
ছুঁতে চাই সফলতার কাঠগড়া।