টাইটেলঃ এবিবি-ফান প্রশ্ন-৩০ || পানির নিজস্ব কোন কালার নেই কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পানির নিজস্ব কোন কালার নেই কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
"পানি, মানুষ আর গিরগিটির মতো নিজের রং যাতে না পাল্টাতে পারে এ জন্য নিজেকে রঙহীন রাখে । এই জন্যই তো কথায় বলে - "পানির মতো সহজ সরল ।"
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
পানি একসময়ে একজনের সঙ্গে প্রেম করতো। তাদের গভীর সম্পর্ক ছিল। কিন্তু একপর্যায়ে সে ব্রেকাপ করে চলে যায় পানিকে ছ্যাকা দিয়ে। না সে একা যায়নি সঙ্গে করে পানির জীবনের সব রং নিয়ে চলে যায়। এরপর থেকেই পানির এই অবস্থা 😩😩😩।।
তাই নাকি এরকম ঘটনা যা আগে শুনিনি আপনার মুখে শুনলাম। 🤩🤩
কাল্পনিক বাস্তবিক ভাই হি হি।।
হ্যাঁ ঠিক বলেছেন এটিও হতে পারে।
🙃🙃
ভালো লেগেছে আপনার কমেন্টসটি।
জগতের শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট জিনিসগুলো কোন রঙ্গে রাঙ্গায়িত করা যায় না। যেমন ভালবাসার কোন রং নেই তেমনি ভালো লাগার কোন রং নেই। পানির অপর নাম জীবন । জীবন ধারণের জন্য পানি অন্যতম একটি শ্রেষ্ঠ উপাদান । তাই এ মহামূল্যবান জিনিসটি কোন রঙে রাঙ্গায়িত করা যায় না ফলে পানির কোন কালার নাই।
অনেক সুন্দর আনসার দিয়েছেন, ভালো লেগেছে।
আসলে পানি একজন আদর্শ শিক্ষকের মত। যে প্রতি মুহূর্তে গোটা পৃথিবীকে শিখিয়ে যায় - রং, স্বাদ, গন্ধ দিয়ে একটা মুষ্টিমেয় মানুষের ভালোবাসা পাওয়া যায় ঠিকই কিন্তু গোটা পৃথিবীর মানুষের ভালোবাসা পেতে হলে নিজেকে স্বচ্ছ রাখতে হবে।
বাহ ভাই বাহ প্রফেসর এর মত একটি আনসার দিলেন, ভালো লাগলো আপনার উত্তরটি যথাযথ লজিক ছিল ধন্যবাদ।
কমেন্টটি মূল্যায়ন করার জন্যে ধন্যবাদ দাদা।🌸🙏
আপনার উত্তরটি খুব ভালো লেগেছিল তাই মন্তব্য করলাম ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।
আসলেই আপনার উত্তরটি যথার্থ হয়েছে, অনেক ভালো লেগেছে।
আমার তো মনে হচ্ছে জল বোধহয় পুরুষ । তাই মেকআপ করার প্রশ্নই ওঠে না, তাই তো বেচারাকে সর্বদা রঙহীন হয়ে থাকতে হয় । আহা কী দুঃখু :)
দাদা ছেলেরাও মেকআপ করে,,,সুন্দর হওয়ার জন্য কত কিছুই লাগায়😏😏
পাঠিয়ে দিন তো , মেখে একটু ফর্সা হই :)
ফর্সা মানুষ আবার ফর্সা হয় কেমনে?☹️☹️☹️🤭
টিভিতে যত ক্রিম এর বিজ্ঞাপনে তো দেখি দারুন ফর্সা কোনো মেয়ে ওই ক্রিম মেখে আরো ফর্সা হয় ।
আপনারও কি খুব দুঃখ হয় দাদা? মেয়েদের মত আপনারাও মেকআপ করতে ইচ্ছে হয়?
অনেক দুঃখু । আমার মেকাপের কিছু জিনিসপত্র পাঠান লন্ডন থেকে ।
কারন পানি হলো বড়ো ভক্ষক।সে সব রং খেয়ে ফেলে ,তাই আর কোনো রং অবশিষ্ট নেই।আবার এটাও হতে পারে পানির কাছ থেকে সবাই জীবন নেয় কিন্তু পানিকে কেউ ভালোবাসে না।আর ভালোবাসা না পাওয়ার কষ্টেও দুঃখে পানির মনে কোনো রং লাগেনি তাই তার নিজস্ব কালার নেই।
পানি মেয়েদের মত যার কাছে যায় তার হয়ে যায়, তাই সে অন্নের রুপে রঞ্জিত,নিজস্ব কোন কালার নেই।
আপনারটা পারফেক্ট উত্তর ছিল
তাই নাকি ভাই যাই হোক ভালো লাগলো আর ধন্যবাদ আপনাকে আমার কমেন্ট ভিজিট করার জন্য
কারণ পানির হয়তো কোন রং ভালো লাগে না।
আজ পানির রঙ ভাল না। 😄
জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি হয়তো পানি।কথায় আছে পানির অপর নাম জীবন। মাঝে মাঝে জীবন রংহীন মনে হয় তাই পানীও রংহীন।
পানি নির্যাতিত স্বামী,তাই পানির কোন কালার নেই। বউয়ের সকল প্যারা মেনে নিকে হয়।তাই কোন কালার নাই 🤣
ভাইয়া নির্যাতিত স্বামী না বলে বলুন নির্যাতিত স্ত্রী, কারণ স্ত্রীরাই বেশি নির্যাতিত হয়।
সংসার জীবনে পুরুষ নির্যাতিত হয়,প্রতিদিন,কাউকে বলতেও পারে না নিরবে সয়ে যায়।।।