এবিবি ফান প্রশ্ন- ২৮৪ | প্রেমের প্রথমে প্রেমিক প্রেমিকা কোকিলের মতো ডাকে কিন্তু পরবর্তীতে..?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রেমের প্রথমে প্রেমিক প্রেমিকা কোকিলের মতো ডাকে কিন্তু পরবর্তীতে কাকের মতো কা কা করে কেন?

প্রশ্নকারীঃ

@naimuu

প্রশ্নকারীর অভিমতঃ

কেন করে জানা নেই, আপনাদের জানা থাকলে দয়া করে জানাবেন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 4 months ago 

প্রেমের প্রথমে প্রেমিক প্রেমিকা কোকিলের মতো ডাকে কিন্তু পরবর্তীতে কাকের মতো কা কা করে কেন?

প্রেমের প্রথমে প্রেমিক প্রেমিকার সম্পর্ক মধুর থাকে, তাই কোকিলের মতো মিষ্টি কণ্ঠে ডাকে।কিন্তু পরবর্তীতে প্রেমিক প্রেমিকার সম্পর্ক তিক্ততায় ভরপুর হয়ে যায়,তাই তখন কাকের মতো কা কা করে।

(বি:দ্র: আমার কিন্তু এমন অভিজ্ঞতা হয়নি।কারণ,কোন দিন প্রেমেই পড়িনি।সম্পূর্ণ নিজের ভাবনা থেকে বলেছি।)

 4 months ago 

প্রেমের প্রথম প্রথম বসন্তকাল চলে, এজন্য কোকিলের ডাক শোনা যায় প্রেমিক প্রেমিকার মুখে। তবে সময়ের সাথে সাথে সেই বসন্তকাল চলে যায় আর সামনে চলে আসে বছরের অধিকাংশ সময় শুনতে পাওয়া সেই পরিচিত কাকের ডাক। 🤣🤣

 4 months ago 

ওহহ আচ্ছা আচ্ছা এবার বুজলাম ব্যাপারটা।🥴🥴

 4 months ago 

হিহি 🤣🤣 বুঝতে পারলেই ভালো আপু।

 4 months ago 

এটা হল শোনার ভুল প্রেমিক প্রেমিকা সবসময় কোকিলের মতো ডাকে। কিন্তু প্রেমের বয়স হওয়ার সাথে কানের সমস্যার কারনে প্রেমিক প্রেমিকার ডাক কাকা মনে হয়।

 4 months ago 

বয়স বেশি হওয়ার আগেওতো ভয়েস চেঞ্জ হয়ে যায়🥴

 4 months ago 

প্রেমের প্রথমে প্রেমিক প্রেমিকা কোকিলের মতো ডাকে কারণ প্রথমে আবেগ কাজ করে।

পরে যখন বিবেক কাজ করে তখন কাকের মত ডাকে 🫣🫣

Posted using SteemPro Mobile

 4 months ago 

ওহহ তাহলে প্রথমে আবেগ করে করে। পরবর্তীতে বিবেক কাজ করে।
বুঝলাম ব্যাপারটা 🥹🥹

 4 months ago 

শুরুর দিকে পানিভাতও ঘি এর সাথে খেতে মজা লাগে। যতই দিন যাবে ততই স্বাদ হারাবে। প্রেমের বেলায়ও তাই। ধীরে ধীরে তিক্ত অভিজ্ঞতা জন্মায় দুজনের প্রতি! তারপর আর কোকিল কুহু কুহু ডাকে না, তখন কাকা কা কা করে 😂

 4 months ago 

পান্তা ভাতে ঘি🥹

 4 months ago 

ভোটের সময় যেমন বলে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তোমুক ভাই।ভোট শেষে তারা জয়ী,আমার তোমার পাত্তা নাই। বিষয়টা কিছুটা তেমন।🤣

 4 months ago 

কারন প্রথমে কোকিলের মতো মিষ্টি মিষ্টি কথা বলে দুইজন দুজনার বশে আনার চেষ্টা করে।তারপর দুইজন নিজেদের চাহিদা পূরনে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে প্রেম শব্দটা সেইসময় বিলীন হয়ে কাকের মতো হয়ে যায়।

 4 months ago 

প্রেমের প্রথমে প্রেমিক প্রেমিকা কোকিলের মতো ডাকে কিন্তু পরবর্তীতে কাকের মতো কা কা করে কেন?

প্রেমের শুরুতে শপিং মল,পার্লার এবং রেস্টুরেন্টের সামনে দিয়ে আসা যাওয়া করার সময়, প্রেমিক যদি প্রেমিকাকে টানাটানি ও করে, তবুও যেতে চায় না লজ্জায়। আর পরবর্তীতে ঘন ঘন শপিং মল,পার্লার এবং রেস্টুরেন্টে নিয়ে গেলেও, আরও বেশি যাওয়ার জন্য কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে প্রেমিকের মাথা খারাপ করে দেয়। ঘ্যানর ঘ্যানর কি আর কোকিলের সুরের মতো লাগবে নাকি?🤣🤣🤣

Posted using SteemPro Mobile

 4 months ago 

প্রেমের প্রথমে মধুর মধুর কথা দিয়ে কোকিলের মত ডাকাডাকি করলে।কিন্তু পরে ঝগড়া বেজে থাকে যার কারণ পরে কাকের মত কা কা করে,হাহাহা

Posted using SteemPro Mobile

 4 months ago 

ঝগড়া করে নিজের আসল রূপ সামনে চলে আসে। ঝগড়া করার কি দরকার ছিল। 🤣🤣

 4 months ago 

ঝগড়ার কারনকি তৃতীয় ব্যাক্তি?

 4 months ago 

প্রেমের প্রথম দিকে কোকিলের মত মধুর ডাক আসে। কিন্তু পরবর্তীতে কিছু কাকের জন্য কোকিলের ডাকের মধ্যে কা কা ডাক আসে🤣

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.13
JST 0.033
BTC 63035.00
ETH 3022.97
USDT 1.00
SBD 3.82