এবিবি ফান প্রশ্ন- ৪৫৫ | মানুষের টাকা হলে উড়তে চায় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মানুষের টাকা হলে উড়তে চায় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার তো মনে হয় ডানাবিহীন মানুষ এত ওড়ে আর সত্যিকারের দুটি ডানা থাকলে পৃথিবীময় করে বেড়াতো, আপনারা কি বলেন?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মানুষের টাকা হলে উড়তে চায় কারণ, পকেটে টাকা থাকলে মনে হয় দুনিয়া তাদের পায়ের তলায়। তাই তারা প্লেনের টিকিট কেটে, আকাশে উড়ে গিয়ে ভাবতে থাকে, "এখন আমি সব জায়গায় রাজা!" কিন্তু আসলে, প্লেনের সিটে পা মচকানো ছাড়া আর কিছুই হয় না! 😄✈️
ভাইয়া মনে হয় মানুষের টাকা হলে পা গুলো অনেক বড় হয়ে যায়। এই কারণে দুনিয়া তাদের পায়ের তলায়।
টাকা পয়সা হলে মানুষের সব কিছুই বড় হয়ে যায়।নিজেরা সব সময় আকাশের থেকেও উপরে দেখা হয়।😅😅
☺️☺️হি হি,দারুণ বলেছেন।
একটা গানের কথা মনে হয়ে গেল। টাকা তুই উড়ে উড়ে আয়......। আমার তো মনে হয় মানুষের টাকা হলে সে ধরা কে সরা জ্ঞান করে। আর তখন তার কাছে আর এই পৃথিবী ভালো লাগে না। তাই তো সে উড়ে উড়ে এখানে সেখানে যেতে চায়।
টাকা তুই উড়ে উড়ে যদি আমার কাছে আসতে। তাহলে আমিও আজ উড়তে পারতাম আপু😄😁।
আপু টাকার ডানা হলে তো মানুষ উড়তে পারবে না,☺️☺️.
টাকা উড়ার আগে মানুষ নিজেই উড়াল দেবে টাকার জন্য 😁।
মানুষের টাকা হলে অহংকার বৃদ্ধি পায় আর অহংকার মানুষকে উড়িয়ে নিয়ে বেড়ায়।
ঠিক কথা ভাইয়া।
একদম বাস্তব কথা বলেছেন ভাই।
মানুষের এমনিতে তো উড়ার জন্য ডানা নেই। তাই টাকা হলে মানুষের ডানা গজায়। সে জন্য টাকা হলেই মানুষ ঘরে বউ রেখে গার্লফ্রেন্ড নিয়ে আকাশ উড়াল দিতে চাই,হা হা হা। 😜
ডানা গজায় কিন্তু উঠতে পারেনা। কখন যে ডানা ভেঙে যায় এটাই চিন্তা।
ভাবি যদি এই কমেন্ট দেখে তাহলে আপনাকে সত্যি সত্যি আকাশে উড়িয়ে দিবে 😄।
সেটাই তো করবেন। টাকা হলে আরও ডজন খানেক গার্ল ফ্রেন্ড বানাবেন। শেষে ফকির হয়ে রাস্তায় ঘুরবেন। আর ভাবীও তখন আর পাত্তা দিবে না।হি হি হি।
কথাগুলো একদম বাস্তব বলেছেন আপু। টাকা শেষ হলে পাত্তা দেবে না ভাবি বা অন্য কেউ।
ঠিক বলেছেন আপু, টাকা ফুরিয়ে গেলে কেউ আর পাত্তা দিবে না এইটাই প্রকৃতির বাস্তবতা।
বউ রেখে গার্লফ্রেন্ড নিয়ে আকাশ উড়াল দেওয়া কি এতো সোজা? বউ টেনে পাতালে নামিয়ে দিবে 😄😄😁।
টাকা বেশি হলে ওড়বার সময় দামী ডানা লাগাতে পারবে। তাই পড়ে হাত পা ভাঙার ভয় কম৷ হা হা হা।
এখন থেকে অর্ডার দিয়ে দামি ডানা বানানোর বুদ্ধি দিতে হবে ভাইয়া। তাহলে আর ডানা ভেঙে পড়ে যাবে না। দারুন বলেছেন।
মানুষ স্থির হয়ে বসে থাকতে পারে না। তার কিছুনা কিছু করতেই হয় সব সময়। তবে উড়ে বাড়ানোর যেহেতু খরচটা একটু বেশি তাই টাকার অভাবে মানুষ উড়ে বেড়াতে পারে না কিন্তু যখন মানুষের অনেক টাকা হয়ে যায় তখন সে উড়ে বেড়ানোর সুযোগটা পেয়ে যায়। এই জন্য দেখা যায় টাকা হলে মানুষ উড়ে বেড়ায়।
ভালো যুক্তি দিয়েছো দাদা☺️☺️.
মানুষের টাকা হলে মনটা সবসময় উড়ু উড়ু করে। তাইতো মনটার মতো করে, শরীরটাকেও উড়াতে চায়😂😂।
মানুষের টাকা হয়ে গেলে হাত দুটা পাখার মত ব্যবহার করে তাই উড়তে চাই।
টাকার গরমে মানুষ উড়তে চায়। যখন মানুষের অধিক টাকা হয় তখন মানুষের টাকার গরমে ধীরে ধীরে ডানা গজায় । টাকার গরমে তখন তার নজর নিচের দিকে পড়ে না সব সময় উপরের দিকে পড়ে। তাই সে উপরে উড়তে চায়। নিচের কোন কিছু তার ভালো লাগে না। যেমন সমাজের হতদরিদ্র মানুষকে মানুষ মনে করে না।
এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া টাকার গরমে অনেকে উড়ে যেতে চায়। কিন্তু উড়তে গিয়ে এক সময় ঠিক নিচে পড়ে যায়।
টাকা নিজে উড়তে চায় তাই উড়ায় মানুষ টাকা হলে।