এবিবি-ফান প্রশ্ন- ৪৫ || রঙ্গিন স্বপ্ন ও সাদা কালো স্বপ্ন বলতে কি বোঝায়?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

রঙ্গিন স্বপ্ন ও সাদা কালো স্বপ্ন বলতে কি বোঝায়?

প্রশ্নকারীঃ

@blacks

প্রশ্নকারীর অভিমতঃ

যে স্বপ্নে রাজকন্যা আসে সেটাই রঙ্গিন স্বপ্ন আর যে স্বপ্নে টেনশন আসে সেটাই সাদাকালো।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

রঙ্গিন স্বপ্ন ও সাদা কালো স্বপ্ন বলতে কি বোঝায়?

প্রথমে স্বপ্নের রং নির্ধারণ করতে যেতে হবে পরিক্ষাগারে,তারপর জানা যাবে প্রেমভর্তি রঙ্গিন স্বপ্ন নাকি কুসংস্কারে ভরা পুরোনো দিনের চিন্তাধারায় তৈরি সাদা কালো স্বপ্ন।।

 2 years ago 

যথার্থ কহিয়াছেন আপনি, কিন্তু যদি পরীক্ষাগারে জীবানুতে ভর্তি থাকে, তখন আপনি কি করিবেন? হা হা হা

 2 years ago 

তারজন্য বাড়ি থেকে স্যানিটাইজার,ডেটল সাবান নিয়ে যেতে হবে ভাইয়া।হি হি☺️

 2 years ago 

ওরে বাবা এতো দেখি খরচা বাড়ানোর বুদ্ধি

 2 years ago 

প্রাথমিক চিকিৎসায় বেশি খরচা হয় না ভাইয়া, কিন্তু স্বপ্নের রোগ ছড়িয়ে গেলে তা সারানো দায়,হি হি।

 2 years ago 

ভাই বর্তমানে যে ভেজালের বুক এখানে কেমিক্যাল দিয়ে আপনার স্বপ্নকেরঙিন বানায়ে দিবে এমনি

 2 years ago 

ভাই ঠিক বলেছেন।

 2 years ago 

একদম পানির মতো সোজা, বিয়ের আগেরটা রঙিন আর বিয়ের পরেরটা সাদা কালো। বুঝলেন নাতো, যদি কল্পনায় প্রেমিকার ছবি ভাসে তাহলে সেটা হবে রঙিন আর যদি কল্পনায় বউয়ের ছবি ভাসে তাহলে সেটা নিমিষেই সাদা কালো, হা হা হা। আর কি বললে মামলা হয়ে যাবে।

 2 years ago 

মামলা কি ভাবী করবে?🧐🧐

 2 years ago 

আপনি কি ভাবির নাম স্মরণ করে দিচ্ছেন, মতলবতো ভালো না আপনার হা হা হা

 2 years ago 

না,,,, মাঝে মাঝে ভাবীকেও তো স্মরণ করতে হয়। নাইলে রাগ করবে যে।

 2 years ago 

আপনার কথার সাথে সহমত পোষণ করছি।।

 2 years ago 

আহেন ভাই কেউ দেখার আগে বুকে চলে আসেন।

 2 years ago 

ভাইয়া আপনাদের ব্যাচেলর দাবি করতেছেন আপনার ভালবাসার মত কোন মানুষ নেই এটা কি ভাবি জানে।।

 2 years ago 

ভাবি যদি এটা দেখে নির্ঘাত মামলা খেয়ে যাবেন। আপনাকে একটা দৌড়ানি দিবে আর বলবে পালাবি কোথায় !! হা হা হা।

 2 years ago 

হায় হায় করছেন কি, কেন আবার ভাবির নাম নিলেন, বারোটা আমার বেজেই যাবে দেখছি হি হি হি

 2 years ago 

তাহলে আপনার তো রঙিন স্বপ্নগুলো আজকেই সাদা কালো হয়ে যাওয়ার উপক্রম !!!

 2 years ago 

তাহলে অবিবাহিতরা কি কখনো সাদা কালো স্বপ্ন দেখেনা?

স্বপ্নের মধ্যে যদি স্বর্গ থেকে সুন্দরী রমণী নিচে নেমে এসে আমাকে বলে, তুমি কি এখনো আমার জন্য সিঙ্গেল আছো। আমি তোমার প্রেমে পড়ে হাবুডুবু খেতে চাই, সাঁতার কাটতে চাই তোমার মনের গহীন সমুদ্রে। তাহলে সেটা নিঃসন্দেহে রঙিন স্বপ্ন। আর যদি স্বপ্নের মধ্যে কোন পাওনাদার টাকার জন্য তোমার বাড়ির দরজার সামনে এসে ভাঙচুর করে তাহলে সেটা সাদা কালো স্বপ্ন(দুঃস্বপ্ন)। অনেক সময় বৌয়ের মুখটা স্বপ্নের ভিতর চোখের সামনে ভেসে ওঠে, সেটাও বিশেষভাবে সাদাকালো স্বপ্নের অন্তর্ভুক্ত।
 2 years ago 

বাকি নিয়ে খেলে তো পাওনাদাররা স্বপ্নের মধ্যে আসবেই ওই টাকাগুলো দিয়ে দিয়েন ভাই 😂😂😂😂

 2 years ago 

বিয়ে বাড়িতে শত শত সুন্দরী মেয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে এটা হল রঙিন স্বপ্ন
আর বিয়েটা আমার এটাই হল সাদা কালো স্বপ্ন।
আবার ভোটের আশায় এই কমেন্ট করলাম এটা রঙিন স্বপ্ন,আর কমেন্ট দেখে বউ ঠ্যাঙ ভেঙ্গে দিল এটা সাদা কাল স্বপ্ন।

 2 years ago 

হা হা হা মজার ছিলো, ভোটের আশার বিষয়টি

 2 years ago 

শুধু কি ঠ্যাং ভাঙবে হাতে লাঠি ধরিয়ে দিবে হা হা হা।

 2 years ago 

তাও ঠিক ভাই।হাহাহাহাহাহা

 2 years ago 

বউ ঠ্যাঙ ভেঙ্গে দিলো কিনা জানতে চাওয়া আমার মনে।

 2 years ago 

এদিকে এখনো ভয়ে বাড়ি ঢুকতে না পারা আমি

 2 years ago 

রঙ্গিন স্বপ্ন হলো শশুড়ের টাকায় বাইক কিনে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরা,সুইজারল্যান্ডে হানিমুনে যাওয়া আর সাদা কালো স্বপ্ন হলো বউ হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে বলে ঘরে চাল নাই, তেল নাই, পেয়াজ নাই,লবন নাই হা হা হা....

 2 years ago 

খাইছেরে ভাই, যা বলছেন আপনি হৃদয়টা ক্ষুত হয়ে উঠলো, হি হি হি

 2 years ago 

শশুরের টাকায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবেন এত বড় দুঃসাহস আপনার হা হা হা !!!!

 2 years ago 

হায় হায় বলে কি এমন রঙিন স্বপ্ন দেখলে স্বপ্ন ভাঙ্গা নয় নিজের হাড়গোড় ভাঙ্গা হয়ে যেতে পারে।

 2 years ago 

যখন কোনো ব্যক্তি ভালোভাবে চুলে শ্যাম্পু করে, সাবান দিয়ে ইচ্ছেমতো ঘষে গোসল করে একদম ফ্রেশ হয়।তারপর পারফিউম লাগিয়ে বা ব্র্যান্ডেড মেকআপ করে, রঙিন জামাকাপড় পড়ে কোনো স্বপ্ন দেখে তা হয় রঙিন স্বপ্ন। 😜😜
আর যারা কাদামাটি মাখা গায়ে কাজ করতে করতে স্বপ্ন দেখে সেটা হলো সাদা-কালো স্বপ্ন। 😆😆

 2 years ago 

তাহলে তো আপনার স্বপ্নগুলো সব সময় রঙিন থাকে হা হা হা।

 2 years ago 

জি ভাইয়া, সাদা-কালো স্বপ্ন দেখে লাভ কি,
পূরণ হোক বা না হোক রঙিন স্বপ্ন দেখেই যাবো😆😆

 2 years ago 

স্বপ্ন দেখার জন্য বুঝি এত প্রসাধনী ব্যবহার করা প্রয়োজন?

 2 years ago 

নয়তো আর রঙিন স্বপ্ন হইলো কই,এখন তো রাঙাতে হলে সাজাতে হয়।

 2 years ago 

চোখে রঙীন লাল টকটকে একটি লেন্স পরে চোখ বন্ধ করতে হবে হাসিমুখে তাহলে স্বপ্ন রঙীন হবে আর সাদাকালো মিক্সড লেন্স পরে দুঃখিত মুখ নিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন হবে সাদাকালো।

 2 years ago 

যখন আপনি কোনো রমনীর সৌন্দর্যে পাগল হবেন বা প্রেমে পড়বেন তখন আপনি শুধুই রঙিণ স্বপ্ন দেখবেন।

কিন্তু যখন আপনার বিচ্ছেদ হবে বা রমনীর আসল রুপটা বেরিয়ে আসবে তখন আপনি যত ভালো স্বপ্নই দেখেন না কেন সেটা সাদাকালোই হবে।।

 2 years ago 

যে জীবনে একবার এই আসল রূপ দেখেছে সে আর কোনদিন রঙিন স্বপ্ন দেখতে চাবেনা।

 2 years ago 

রঙ্গিন স্বপ্ন হচ্ছে রোমান্টিক স্বপ্ন, যা একজন প্রেমিক অথবা একজন প্রেমিকা একে অপরকে নিয়ে দেখে। (রঙ্গিন স্বপ্ন দেখতে সেই মজা) আর সাদা-কালো স্বপ্ন হচ্ছে ভূতের স্বপ্ন (একেবারে যাচ্ছেতাই স্বপ্ন)।

 2 years ago 

বিয়ের আগের স্বপন গুলো ছিল রঙ্গিন , যা সারাদিন -রাত ঘুমিয়ে দেখা যেত। আর বিয়ের পরের স্বপন গুলো হলো সাদা কালো , কারন বাস্তবতার জীবন তারা করে , তাই আর আগের মত ঘুমিয়ে স্বপন দেখা হয় না।হাহাহাহ